সরকারি শহিদ সোহরাওয়ার্দী কলেজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল এ কমিটির অনুমোদন দিয়ে তাদের ভেরিফায়েড পেইজে পোস্ট দেন। আগামী ৬ মাসের জন্য এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। 

এতে ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মো.

লিখন ইসলামকে আহ্বায়ক এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শামস উদ্দিনকে সদস্য সচিব করা হয়েছে।

৯৬ সদস্যের কমিটিতে গণিত বিভাগের শিক্ষার্থী আশফাকুর রহমানকে সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এবং ইংরেজি বিভাগের শিক্ষার্থী মাইনুদ্দিনকে সিনিয়র যুগ্ম-সদস্য সচিব করা হয়েছে। এছাড়া উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আল-আমিনকে মুখ্য সংগঠক এবং একই বিভাগের শিক্ষার্থী শাহজালাল মিয়াজী জিহাদকে মুখপাত্র করা হয়েছে। 

নবগঠিত কমিটির আহ্বায়ক মো. লিখুন ইসলাম বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী মেহেদী ও আব্দুল্লাহ শহীদ হয়েছেন। বিপ্লবীদের ক্যাম্পাসের আহ্বায়ক হিসেবে দায়িত্ব নেওয়া নিঃসন্দেহে গর্বের এবং চ্যালেঞ্জিং এক অভিজ্ঞতা। এ আন্দোলনের মূল লক্ষ্য হবে শিক্ষাপ্রতিষ্ঠানের ভিতর ও বাইরে যেকোন বৈষম্য দূর করে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা এবং একটি অন্তর্ভুক্তিমূলক শিক্ষার পরিবেশ গড়ে তোলা।”

ঢাকা/ইয়াছিন/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর সদস য

এছাড়াও পড়ুন:

রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

ইতালির রোমে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (২৫ এপ্রিল) স্থানীয় সময় ২টা ১৫ মিনিটে রোমে পৌঁছান তিনি। রোমের লিওনার্দো দা ভিঞ্চি বিমানবন্দরে তাকে স্বাগত জানান ইতালি ও ভ্যাটিকানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতরা।

এর আগে অধ্যাপক মুহাম্মদ ইউনূস কাতারের রাজধানী দোহা থেকে সকাল ৯টা ২৫ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ১২টা ২৫ মিনিট) রোমের উদ্দেশ্যে যাত্রা করেন।

আরো পড়ুন:

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর স্থগিত

ভারত-পাকিস্তান উত্তেজনা 
বাংলাদেশ সফর স্থগিতের অনুরোধ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর

ইতালিতে পৌঁছানোর এক ঘণ্টা পর প্রধান উপদেষ্টা স্থানীয় সময় শুক্রবার বিকেল ৩টা ১৫ মিনিটে সেন্ট পিটার্স স্কয়ারে যাবেন এবং পোপ ফ্রান্সিসের মরদেহের প্রতি শ্রদ্ধা জানাবেন।

শনিবার (২৬ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৯টা ৩০মিনিটের দিকে প্রধান উপদেষ্টা আবার সেন্ট পিটার্স স্কয়ারে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেবেন।

প্রেস উইংয়ের তথ্যমতে, অধ্যাপক ইউনূস আগামী রবিবার (২৭ এপ্রিল) রোমের লিওনার্দো দা ভিঞ্চি বিমানবন্দর থেকে সকাল ৮টায় (বাংলাদেশ সময় দুপুর ১২টা) ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন এবং সোমবার সকালে দেশে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। 

ঢাকা/হাসান/সাইফ

সম্পর্কিত নিবন্ধ