আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ বন্দর উপজেলার আহ্বায়ক কমিটির অনুমোদ
Published: 24th, February 2025 GMT
আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ নারায়ণগঞ্জ মহানগর কমিটির আওতাধীন বন্দর উপজেলা আনোয়ার হোসেন মেম্বারকে আহ্বায়ক ও মোক্তার হোসেনকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
সোমবার ( ২৪ ফেব্রুয়ারি) আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ নারায়ণগঞ্জ মহানগর কমিটির আহ্বায়ক ফারুক হোসেন ও সদস্য সচিব হুমায়ূন কবিরের এক স্বাক্ষরিত এক সংবাদ এ তথ্য জানানো হয়।
কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান, যুগ্ম আহ্বায়ক অনিক আহম্মেদ ইঞ্জি: সোলাইমান হক, নূর আলম স্বপন বেন্ডার, খোরশেদ আলম, সেলিম রেজা, খোকন প্রধান, খাইরুল বাশার, আরিফুর রহমান কাজল, বিল্লাল হোসেন, উজ্জ্বল মিয়া, শাকিল আহম্মেদ, আরাফাত রহমান সজিব, সোহেল রানা, মো.
আগামী এক মাসের ভিতরে পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ আর ফ ত রহম ন র রহম ন রহম ন ক কম ট র সদস য
এছাড়াও পড়ুন:
নারায়ণগঞ্জে ঈদের ছুটি বৃদ্ধির দাবিতে পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভ
নারায়ণগঞ্জে ঈদের ছুটি বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করছেন একটি পোশাক কারখানা শ্রমিকেরা। আজ বৃহস্পতিবার দুপুরে শহরের থানা পুকুরপাড় এলাকায় কারখানার সামনের সড়কে অবস্থান নিয়ে তাঁরা বিক্ষোভ শুরু করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ বেলা সাড়ে ১১টার দিকে শহরের থানা পুকুরপাড় এলাকায় রাসেল গার্মেন্টস কারখানার শ্রমিকেরা ছুটি বৃদ্ধির দাবিতে কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করেন। দুপুর ১২টার দিকে তাঁরা কারখানা থেকে এস এম মালেহ রোডে নেমে আসেন এবং বিক্ষোভ শুরু করেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ শ্রমিকদের শান্ত করার চেষ্টা করলেও ব্যর্থ হয়। এ প্রতিবেদন লেখার সময় বেলা পৌনে দুইটা পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ আছে।
কারখানার সুইং সেকশনের শ্রমিক জয়নাল আবেদিন বলেন, কারখানা কর্তৃপক্ষ তিন দিনের ছুটি দিয়েছে। ছুটি নিয়ে কথা বলতে গেলে শ্রমিকদের মারধর করেছেন মালিকপক্ষের লোকজন। কাটিং সেকশনের হেলপার মো. সবুজ প্রথম আলোকে বলেন, ‘শনিবার কাজ করে ঈদের তিন দিনের ছুটি দিয়েছে কারখানা কর্তৃপক্ষ। আমরা পাঁচ দিনের ছুটি চেয়েছি। কিন্তু কর্তৃপক্ষ আমাদের দাবি মানেনি।’
সুইং সেকশনের অপারেটর আকলিমা বলেন, তাঁদের বলা হয়েছিল এক দিন জেনারেল ছুটিতে কাজ করলে দুই দিনের ছুটি দেওয়া হবে। তাঁরা তিনটি জেনারেল ছুটিতে কাজ করেছেন। ওই হিসাবে পাঁচ দিনের ছুটি পান।
এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের ভাষ্য পাওয়া যায়নি। তবে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) জানিয়েছে, শ্রম আইন অনুযায়ী প্রতিটি কারখানার ব্যবস্থাপনা ও শ্রমিক প্রতিনিধিদের মধ্যে আলোচনার মাধ্যমে ছুটির সময় নির্ধারণ করা হয়েছে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) পরিতোষ প্রথম আলোকে বলেন, ছুটি বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিকেরা বিক্ষোভ করছেন। শ্রমিকদের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা চলছে।
এ বিষয়ে আদমজীতে অবস্থিত শিল্প পুলিশ-৪ পরিদর্শক (গোয়েন্দা) সেলিম বাদশা জানান, ছুটি বৃদ্ধি নিয়ে রাসেল গার্মেন্টসের শ্রমিকেরা বিক্ষোভ করছেন। মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা চলছে।
সরকার ২৯ মার্চ থেকে আগামী ২ এপ্রিল পর্যন্ত ঈদের ছুটি ঘোষণা করেছে। ৩ এপ্রিল সাধারণ ছুটি থাকায় সরকারি চাকরিজীবীরা মোট ৯ দিনের ছুটি পাবেন। চাঁদ দেখার ভিত্তিতে ৩১ মার্চ পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হতে পারে।