নিউ জিল্যান্ডের পরে ভারতের কাছেও হার মেনেছে পাকিস্তান। টানা দুই হারে চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপপর্ব থেকেই বিদায় নেওয়ার দ্বারপ্রান্তে পৌঁছে গেছে আয়োজকরা। আর সে কারণে ঘরে-বাইরে তুমুল সমালোচনার শিকার হচ্ছেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানরা।

গতকাল রোববার হাইভোল্টেজ ম্যাচে ভারতের কাছে ৬ উইকেটে হার মানে পাকিস্তান। এই ম্যাচের হারের দায়ের বড় অংশ বর্তাচ্ছে তারকা ব্যাটসম্যান বাবর আজমের ওপর। যিনি ২৬ বলে ২৪ রান করে আউট হন দৃষ্টিকটুভাবে।

এরপর থেকে সাবেক ক্রিকেটাররা বাবর আজমের সমালোচনায় সরব। বিশেষ করে শোয়েব আখতার। সাবেক এই তারকা পেসার বাবরকে জোচ্চর বলতেও দ্বিধাবোধ করেননি।

আরো পড়ুন:

ফারজানার ব্যাটে প্রথম সেঞ্চুরি

সেরা বোলিং ফিগারে ২৭ বছরের রেকর্ড ভাঙলেন ব্রেসওয়েল

‘‘আসুন বিরাট কোহলিকের দিকে নজর দেওয়া যাক। কোহলির হিরো কে? শচীন টেন্ডুলকার। যার সেঞ্চুরির সংখ্যা ১০০। এখন কোহলি তার সেই ১০০ সেঞ্চুরি তাড়া করছে। শচীনের লিগ্যাসি তাড়া করছে।’’

‘‘বাবর আজমের হিরো কে? টুক টুক (নির্দিষ্ট করে কারও নাম বলেননি)। তুমি ভুল হিরোকে বেছে নিয়েছ। তোমার চিন্তার প্রক্রিয়াটা ভুল। তুমি শুরু থেকেই একজন জোচ্চর। তুমি শুরু থেকেই ধরা খেয়েছ। আর সেটা এবার চ্যাম্পিয়নস ট্রফিতে পরিস্কার হয়ে গেল।’’

শেষ ম্যাচে ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশের মুখোমুখি হবে পাকিস্তান। তারা দুই ম্যাচ হেরে ইতোমধ্যে চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিয়েছে। টানা দুটি করে জয় তুলে নিয়ে ‘এ’ গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত ও নিউ জিল্যান্ড।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

উইন্ডিজের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

দ্বিতীয় বারের মতো নারী বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের খুব কাছে অবস্থান করছে বাংলাদেশ। মাত্র একটা জয় পেলেই নিশ্চিত হয়ে যাবে চলতি বছরের অক্টোবর ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের ১৩ আসরের টিকিট। নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বে লাহোরে আজ উইন্ডিজকে হারালে বিশ্বকাপের মূল পর্বের টিকিট কাটবেন বাংলাদেশের মেয়েরা। ম্যাচটি শুরু হবে সকাল সাড়ে ১০টায়। টসে জিতে ইতোমধ্যেই ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

চলমান আইসিসি নারী বিশ্বকাপ বাছাইপর্বে টানা তিন ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে রয়েছে বাংলাদেশ। তাতে বিশ্বকাপের মূল পর্বে খেলার সম্ভাবনাও উজ্জ্বল তাদের। বাকি দুই ম্যাচ থেকে ১ পয়েন্ট পেলেই ভারত বিশ্বকাপের টিকিট নিশ্চিত হয়ে যাবে নিগার সুলতানা, ফারজানাদের। রান রেট খুব ভালো থাকায় এমনকি ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে বাকি থাকা দুই ম্যাচ কম ব্যবধানে হারলেও কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ হতে পারে বাংলাদেশের। এমন সমীকরণ নিয়েই এই ম্যাচে নামবে টাইগ্রেসরা।

বাংলাদেশ একাদশ: সুবহানা মুস্তারি, ফারজানা হক, শারমিন আক্তার, নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), রিতু মনি, ফাহিমা খাতুন, জান্নাতুল ফেরদৌস, স্বর্না আক্তার, নাহিদা আক্তার, রাবেয়া খান ও মারুফা আক্তার।

সম্পর্কিত নিবন্ধ