বাবরকে ‘জোচ্চর’ বললেন শোয়েব আখতার
Published: 24th, February 2025 GMT
নিউ জিল্যান্ডের পরে ভারতের কাছেও হার মেনেছে পাকিস্তান। টানা দুই হারে চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপপর্ব থেকেই বিদায় নেওয়ার দ্বারপ্রান্তে পৌঁছে গেছে আয়োজকরা। আর সে কারণে ঘরে-বাইরে তুমুল সমালোচনার শিকার হচ্ছেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানরা।
গতকাল রোববার হাইভোল্টেজ ম্যাচে ভারতের কাছে ৬ উইকেটে হার মানে পাকিস্তান। এই ম্যাচের হারের দায়ের বড় অংশ বর্তাচ্ছে তারকা ব্যাটসম্যান বাবর আজমের ওপর। যিনি ২৬ বলে ২৪ রান করে আউট হন দৃষ্টিকটুভাবে।
এরপর থেকে সাবেক ক্রিকেটাররা বাবর আজমের সমালোচনায় সরব। বিশেষ করে শোয়েব আখতার। সাবেক এই তারকা পেসার বাবরকে জোচ্চর বলতেও দ্বিধাবোধ করেননি।
আরো পড়ুন:
ফারজানার ব্যাটে প্রথম সেঞ্চুরি
সেরা বোলিং ফিগারে ২৭ বছরের রেকর্ড ভাঙলেন ব্রেসওয়েল
‘‘আসুন বিরাট কোহলিকের দিকে নজর দেওয়া যাক। কোহলির হিরো কে? শচীন টেন্ডুলকার। যার সেঞ্চুরির সংখ্যা ১০০। এখন কোহলি তার সেই ১০০ সেঞ্চুরি তাড়া করছে। শচীনের লিগ্যাসি তাড়া করছে।’’
‘‘বাবর আজমের হিরো কে? টুক টুক (নির্দিষ্ট করে কারও নাম বলেননি)। তুমি ভুল হিরোকে বেছে নিয়েছ। তোমার চিন্তার প্রক্রিয়াটা ভুল। তুমি শুরু থেকেই একজন জোচ্চর। তুমি শুরু থেকেই ধরা খেয়েছ। আর সেটা এবার চ্যাম্পিয়নস ট্রফিতে পরিস্কার হয়ে গেল।’’
শেষ ম্যাচে ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশের মুখোমুখি হবে পাকিস্তান। তারা দুই ম্যাচ হেরে ইতোমধ্যে চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিয়েছে। টানা দুটি করে জয় তুলে নিয়ে ‘এ’ গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত ও নিউ জিল্যান্ড।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি কারাগার থেকে পালানোর খবরে মধ্যরাতে বুয়েটের শিক্ষার্থীদের বিক্ষোভ
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসির আল জেমি কারাগার থেকে পালিয়েছেন—এ খবর সামনে আসার পর প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছেন বিশ্ববিদ্যালয়টির কয়েক শ শিক্ষার্থী।
সোমবার রাত ১১টার দিকে বুয়েট শহীদ মিনার থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল প্রদক্ষিণ করে। পরে দিবাগত রাত ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এসে সংবাদ সম্মেলন করেন বিক্ষোভকারী শিক্ষার্থীরা।
রাজু ভাস্কর্যে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বুয়েটের ১৯তম ব্যাচের দুই শিক্ষার্থী—আবু ওবাইদা মায়াজ ও আরাফাত সাকিব। তাঁরা বলেন, ২৪ ফেব্রুয়ারি হাইকোর্টে আপিল ও ডেথ রেফারেন্স শুনানির শেষাংশে বিচারপতি জানান, আবরার ফাহাদ হত্যাকাণ্ডে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসির আল জেমি গত বছরের ৫ আগস্টের পর থেকে পলাতক থাকায় তাঁর পক্ষে কোনো আইনজীবী লড়ছেন না। এই দৃষ্টান্ত শহীদ আবরার ফাহাদের সঙ্গে প্রতারণা এবং বাংলাদেশের বিচারব্যবস্থার ইতিহাসে নিকৃষ্ট দৃষ্টান্ত।
শিক্ষার্থীদের সংবাদ সম্মেলনের পর কথা বলেন আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজ