নিরাপত্তা সমৃদ্ধি উন্নয়নে আনসার বাহিনী কাজ করে যাচ্ছে
Published: 24th, February 2025 GMT
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, বর্তমান যে নিরাপত্তার পরিস্থিতি সে জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে আমাদের অঙ্গীভূত আনসার সদস্যরা দৃঢ় ভূমিকা পালন করছে। তারা হামলার মুখোমুখি আহত হলেও সর্বান্তকরনে নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছে।
রাষ্ট্রের প্রতিটি জায়গায় নিরাপত্তা সমৃদ্ধি উন্নয়নের জায়গায় এই বাহিনী কাজ করে যাচ্ছে। আমাদের ডিজিটালাইজেশনের কাজ শেষ পর্যায়ে। আমাদের ৬০ লাখের যে ডাটাবেজ সেটা তৈরি হয়ে গেছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এ সময় মজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ আরও বলেন, গত আগস্টের পর থেকে ১ লাখের কাছাকাছি মৌলিক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাদেরকে সামাজিক নিরাপত্তার কাজে লাগানো গেলে নিরাপত্তার হুমকী সেগুলোকে ঠেকানো সম্ভব। এবছর নির্বাচনের জন্য আরও ৮৫ হাজার প্রশিক্ষণ নিবেন। ইতোমধ্যে ডাটাবেইজ তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, এটা শেষ করতে পারলে দেশের মানুষের প্রতি আমাদের যে দায়বদ্ধতা সেটা করে দেখাতে পারবো। আমাদের ৬০ লাখের জনবলের ১২০ লাখ হাতকে আত্মনির্ভরশীলতার দিকে যেতে চাই।
জেলা প্রশাসক মো.
অনুষ্ঠান শেষে ভালো কাজের স্বীকৃতিস্বরুপ বন্দর উপজেলা কোম্পানী কমান্ডার মো. সামসুল হক দেওয়ান, কুতুবপুর ইউনিয়ন দলনেত্রী লিপি আক্তার, রূপগঞ্জের তারবো পৌরসভার ওয়ার্ড দলনেতা মো. আবু বক্কর সিদ্দিককে পুরস্কার তুলে দেন মহাপরিচালক।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ আম দ র
এছাড়াও পড়ুন:
ধর্ষণের প্রতিবাদে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নাগঞ্জ’র প্রতিবাদী সমাবেশ
সারাদেশে অব্যাহত নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট’র প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে রবিবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় নারায়ণগঞ্জ জিয়া হলের সামনে অমর একুশ বই মেলায় সংগঠনের স্টলে প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জের আহবায়ক সাইফুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা সংগঠক আহমেদ রবীন স্বপ্ন, সরকারি তোলারাম কলেজের সংগঠক ইফতি আহমেদ জিহাদ, নারায়ণগঞ্জ কলেজের আহবায়ক শিফা, হাবিব, আবিদ প্রমুখ।
মহান একুশে ফেব্রুয়ারি ফুল কুড়াতে গিয়ে শিশু ধর্ষনের শিকার সহ সারাদেশে অব্যাহত নারী ও শিশু ধর্ষন এবং গত ৪৮ ঘন্টায় ১৮ অধিক নারী ও শিশু ধর্ষনের শিকার হয়। এর প্রতিবাদে অমর একুশ বই মেলায় স্টলে প্রতিবাদী ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, অভিলম্বে এই ঘটনার সাথে যারা জড়িত তাদের সকলকে আইনের আওতায় এনে বিচার করতে হবে এবং একই সাথে নারীদের নিরাপত্তার জন্য যথাযথ কার্যকর পদক্ষেপ গ্রহন করতে হবে। এবং এর দায় স্বরাষ্ট্র উপদেষ্ঠা এড়াতে পারে না।