নিরাপত্তা সমৃদ্ধি উন্নয়নে আনসার বাহিনী কাজ করে যাচ্ছে
Published: 24th, February 2025 GMT
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, বর্তমান যে নিরাপত্তার পরিস্থিতি সে জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে আমাদের অঙ্গীভূত আনসার সদস্যরা দৃঢ় ভূমিকা পালন করছে। তারা হামলার মুখোমুখি আহত হলেও সর্বান্তকরনে নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছে।
রাষ্ট্রের প্রতিটি জায়গায় নিরাপত্তা সমৃদ্ধি উন্নয়নের জায়গায় এই বাহিনী কাজ করে যাচ্ছে। আমাদের ডিজিটালাইজেশনের কাজ শেষ পর্যায়ে। আমাদের ৬০ লাখের যে ডাটাবেজ সেটা তৈরি হয়ে গেছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এ সময় মজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ আরও বলেন, গত আগস্টের পর থেকে ১ লাখের কাছাকাছি মৌলিক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাদেরকে সামাজিক নিরাপত্তার কাজে লাগানো গেলে নিরাপত্তার হুমকী সেগুলোকে ঠেকানো সম্ভব। এবছর নির্বাচনের জন্য আরও ৮৫ হাজার প্রশিক্ষণ নিবেন। ইতোমধ্যে ডাটাবেইজ তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, এটা শেষ করতে পারলে দেশের মানুষের প্রতি আমাদের যে দায়বদ্ধতা সেটা করে দেখাতে পারবো। আমাদের ৬০ লাখের জনবলের ১২০ লাখ হাতকে আত্মনির্ভরশীলতার দিকে যেতে চাই।
জেলা প্রশাসক মো.
অনুষ্ঠান শেষে ভালো কাজের স্বীকৃতিস্বরুপ বন্দর উপজেলা কোম্পানী কমান্ডার মো. সামসুল হক দেওয়ান, কুতুবপুর ইউনিয়ন দলনেত্রী লিপি আক্তার, রূপগঞ্জের তারবো পৌরসভার ওয়ার্ড দলনেতা মো. আবু বক্কর সিদ্দিককে পুরস্কার তুলে দেন মহাপরিচালক।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ আম দ র
এছাড়াও পড়ুন:
কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে প্রবাসী যুবক গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে সৌদি প্রবাসী এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার সনমান্দি ইউনিয়নের নাজিরপুর গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর (১৩) মা মামলা করেছেন। অভিযুক্ত যুবক মো. শান্তকে (২৫) গ্রেপ্তারের পর গতকাল বুধবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। শান্ত উপজেলার সনমান্দি ইউনিয়নের নাজিরপুর গ্রামের আমির হোসেনের ছেলে।
জানা যায়, গত মঙ্গলবার দুপুরে ভুক্তভোগী কিশোরী তার আত্মীয়ের বাড়ি যাওয়ার পথে প্রতিবেশী এক মেয়েকে দিয়ে শান্ত তাঁর ঘরে ডেকে নিয়ে যান। এক পর্যায়ে শান্ত কিশোরীকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় কিশোরী চিৎকার দিলে শান্তর মা ঘরে এসে কিশোরীকে উদ্ধার করেন। এ ঘটনায় বিকেলে কিশোরীর মা সোনারগাঁ থানায় অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ নাজিরপুর এলাকা থেকে শান্তকে গ্রেপ্তার করে। গতকাল বুধবার দুপুরে মামলা করে শান্তকে নারায়ণগঞ্জ আদালতে পাঠায় পুলিশ। পাশাপাশি ওই কিশোরীকে নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ২২ ধারায় জবানবন্দি দেওয়ার জন্য হাজির করা হয়।
মেয়ের সঙ্গে এমন ঘটনায় শান্তর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন ভুক্তভোগী কিশোরীর মা।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খান বলেন, প্রাথমিকভাবে ধর্ষণচেষ্টা প্রমাণিত হওয়ায় মামলা নেওয়া হয়েছে। আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি ওই কিশোরীকেও জবানবন্দি দেওয়ার জন্য আদালতে হাজির করা হয়েছে।