ক্ষমতায় থেকে কাউকে কিংস পার্টি করতে দেওয়া হবে না
Published: 24th, February 2025 GMT
ছাত্রদের নতুন দল গঠন প্রসঙ্গে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, ক্ষেত তৈরি করলো বিএনপি, বীজ ফেললো বিএনপি, ফসল ফলাইলো বিএনপি আর আপনারা ধান কেটে দাবি করছেন আপনারাই সব করছেন। আপনারা (ছাত্ররা) দল করতে চান ভালো কথা, কিন্তু ক্ষমতায় থেকে কাউকে কিংস পার্টি করতে দেওয়া হবে না।’
সোমবার বিকেলে রাজশাহীতে অনুষ্ঠিত জেলা বিএনপির বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সমাবেশে ফজলুর রহমান বলেন, আমরা আগে জাতীয় নির্বাচন চাই। কিন্তু তারা (জামায়াত) স্থানীয় নির্বাচন চান। কোনো দল স্থানীয় নির্বাচন আগে চাইতেই পারে। এটা তাদের গণতান্ত্রিক অধিকার। কিন্তু ইউনূস সাহেব, আপনি তো রেফারি। আপনার কি মনে হয় কোন নির্বাচন আগে হওয়া দরকার? আমরা তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন করেছিলাম। কারণ সেই সরকার আমাদের একটি সুন্দর জাতীয় নির্বাচন দেবে, স্থানীয় নির্বাচন নয়।
জামায়াতকে উদ্দেশ্য করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেন, ‘যারা ২০ বছর বিএনপির ডানার মধ্যে ছিল, তারা এখন স্লোগান দেয় দুই সাপের এক বিষ নৌকা আর ধানের শীষ। আপনারা বড় ব্যবসা প্রতিষ্ঠান দখল করতে পারবেন, বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ দিতে পারবেন কিন্তু নির্বাচনে ১০ শতাংশের বেশি ভোট পাবেন না।
তিনি আরো বলেন, এখন নির্বাচন হলে ধানের শীষ ৮০ শতাংশ সিটে পাস করবে। সঠিক সময়ে যেন নির্বাচন না হয় সেজন্য চক্রান্ত চলছে। এই চক্রান্ত বিএনপির নেতাকর্মীদের রাজপথে থেকে প্রতিহত করতে হবে।
সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত। সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। বিশেষ অতিথি ছিলেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম আলীম, ওবায়দুর রহমান চন্দন, রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব এনপ র রহম ন ব এনপ র আপন র
এছাড়াও পড়ুন:
ঈদের ছুটিতে সুস্থ থাকতে এই পাঁচ কাজ করবেন না
ঈদে ইচ্ছায়-অনিচ্ছায় বাড়তি খাবার গ্রহণ করার প্রবণতা বাড়ে। দেখা যায় যে, ভারী খাবার গ্রহণের পরেই হয়তো ফল খাওয়া হচ্ছে, এতে হজমে সমস্যা তৈরি হতে পারে। আবার বাড়তি খাবার গ্রহণ করলে বাড়তি ঘুমও আসতে পারে। খাবার গ্রহণের পরপর ঘুমিয়ে পড়লেও হজমে সমস্যা তৈরি হয়। সুস্থ্যতা বজায় রাখার জন্য পরিমিত খাবার গ্রহণের পাশাপাশি মানতে হবে আরও পাঁচ নিয়ম।
ভারি খাবার খেয়ে ফল খাবেন না: বিশেষজ্ঞরা বলছেন, ভরা পেটে কখনোই ফল খাওয়া ঠিক নয়। বরং খালি পেটে ফল খাওয়া ভালো। এতে ফলের খাদ্যগুণ আমাদের শরীর সহজে শোষণ কর হয়। ফল খেতে হলে ভারী খাবার গ্রহনের আগে খান। কারণ খাবার খেয়েই ফল খেলে হজমের সমস্যাও দেখা দেয়।
খাওয়ার পরপরই ঘুমাবেন না: খাওয়ার পরে শরীর নেতিয়ে পড়ে, ঘুম আসে। অতিরিক্ত খাবার গ্রহণ করলে ঘুম এড়ানো কঠিন হয়। কিন্তু এটা অত্যন্ত খারাপ অভ্যাস। খেয়ে উঠেই শুয়ে পড়লে ওজন বাড়বে এবং হজমের সমস্যাও দেখা দেবে। তাই খেয়ে উঠে অন্তত এক ঘণ্টা পরে বিছানায় যান।
আরো পড়ুন:
ঈদে ফাঁকা বাসার নিরাপত্তায় এই কাজগুলো করুন
ঈদে লিভিংরুমের সৌন্দর্য বাড়াতে একটি জিনিস বদলে নিতে পারেন
খাবার পরেই ধূমপান করবেন না: ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। খাবার গ্রহণের পরপর ধূমপান করা আরও বেশি ক্ষতিকর। ভরা পেটে ধূমপান করলে ইনটেসটাইন ক্ষতিগ্রস্ত হয়।
খাবারের পরে কোমরের বেল্ট ঢিলা করবেন না: সুস্বাদু খাবার পেয়ে পেটভর্তি খেয়ে অনেকে কোমরের বেল্ট একটু ঢিলা করে নেন। এতে অতিরিক্ত খাবার গ্রহনের প্রবণতা আরও বাড়ে। এই অভ্যাস থাকলে আপনার অতিরিক্ত খাওয়া কেউ ঠেকাতে পারবে না। অন্যদিকে অতিরিক্ত খেলে ওজন বাড়বে, সঙ্গে হজমের সমস্যাও দেখা দেবে।
খাবার খেয়ে উঠেই পানি পান করবেন না: পানি খাওয়া শরীরের জন্য খুব ভালো। কিন্তু খেয়ে উঠেই পানি পান করা হজমের পক্ষে ভালো না। এতে গ্যাসট্রিক রস হালকা হয়ে যায়। ফলে খাবার ঠিকমতো হজম হতে চায় না। এতে গ্যাস-অম্বলের সমস্যা দেখা দিতে পারে। শুধুমাত্র পানিই নয়, বিভিন্ন রকম পানীয় যেমন চা বা কফি; এগুলো খাবার গ্রহণের পরপরই পান করা ঠিক নয়।
তথ্যসূত্র: এই সময় অবলম্বনে
ঢাকা/লিপি