বন্দরে চালককে অচেতন করে অটোগাড়ী ছিনিয়ে নেওয়ার সময় স্থানীয় জনতা শামীম (২২) নামে এক মলমপার্টি সদস্যকে গনপিটুনী দিয়ে পুলিশে সোর্পদ করেছে।

আটককৃত মলমপার্টি সদস্য শামীম সুদূর নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার দায়েজপুর এলাকার সোলেমান মিয়ার ছেলে। বর্তমানে সে ঢাকা রামপুরা থানার বনশ্রী ৪নং রোড এলাকায় বসবাস করে আসছে।

পুলিশ আটককৃতকে সোমবার (২৪ ফেব্রুয়ারী) দুপুরে পুলিশ আইনের ১৫১ ধারায় আদালতে প্রেরণ করেছে। এর আগে গত রোববার (২৩ ফেব্রুয়ারী) রাতে বন্দর উপজেলার মদনগঞ্জস্থ তৃতীয় শীতলক্ষার সেতু উপর থেকে ওই মলমপার্টিকে আটক করে পুলিশে সোর্পদ করে জনতা।

স্থানীয়রা জানিয়েছে, বন্দরে অটো মিশুক চুরি ও ছিনতাইয়ের ঘটনা ব্যাপক ভাবে বৃদ্ধি পেয়েছে। বন্দরে অজ্ঞাত নামা ছিনতাইকারী ও মলমপার্টি সদস্যরা যাত্রী সেঁজে অটো কিংবা মিশুক গাড়ীতে উঠে কোন কোন সময়ে  চালককে কুপিয়ে আবার কোন কোন সময়ে চালককে অচেতন করে নিয়ে যাচ্ছে তাদের মূল্যবান সম্পদ। 
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ সদস য

এছাড়াও পড়ুন:

বন্দরে মলমপার্টির সদস্যকে গণপিটুনি দিয়ে পুলিশে সোর্পদ 

বন্দরে চালককে অচেতন করে অটোগাড়ী ছিনিয়ে নেওয়ার সময় স্থানীয় জনতা শামীম (২২) নামে এক মলমপার্টি সদস্যকে গনপিটুনী দিয়ে পুলিশে সোর্পদ করেছে।

আটককৃত মলমপার্টি সদস্য শামীম সুদূর নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার দায়েজপুর এলাকার সোলেমান মিয়ার ছেলে। বর্তমানে সে ঢাকা রামপুরা থানার বনশ্রী ৪নং রোড এলাকায় বসবাস করে আসছে।

পুলিশ আটককৃতকে সোমবার (২৪ ফেব্রুয়ারী) দুপুরে পুলিশ আইনের ১৫১ ধারায় আদালতে প্রেরণ করেছে। এর আগে গত রোববার (২৩ ফেব্রুয়ারী) রাতে বন্দর উপজেলার মদনগঞ্জস্থ তৃতীয় শীতলক্ষার সেতু উপর থেকে ওই মলমপার্টিকে আটক করে পুলিশে সোর্পদ করে জনতা।

স্থানীয়রা জানিয়েছে, বন্দরে অটো মিশুক চুরি ও ছিনতাইয়ের ঘটনা ব্যাপক ভাবে বৃদ্ধি পেয়েছে। বন্দরে অজ্ঞাত নামা ছিনতাইকারী ও মলমপার্টি সদস্যরা যাত্রী সেঁজে অটো কিংবা মিশুক গাড়ীতে উঠে কোন কোন সময়ে  চালককে কুপিয়ে আবার কোন কোন সময়ে চালককে অচেতন করে নিয়ে যাচ্ছে তাদের মূল্যবান সম্পদ। 
 

সম্পর্কিত নিবন্ধ