চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসিতে (সিএসই) নতুন স্বতন্ত্র পরিচালক হিসেবে যোগ দিয়েছেন জামাল ইউসুফ জুবেরী।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) সিএসইর পর্ষদ সভায় তিনি স্বতন্ত্র পরিচালক হিসেবে যোগ দেন। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন তাকে সিএসইর স্বতন্ত্র পরিচালক হিসাবে নিয়োগ দেয়।
সিএসই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আরো পড়ুন:
পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৮ হাজার ৪২৩ কোটি টাকা
৬ মিউচুয়াল ফান্ডের দ্বিতীয় প্রান্তিক প্রতিবেদন প্রকাশ
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জামাল ইউসুফ জুবেরী একজন বিশিষ্ট পেশাজীবী। তিনি বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় প্রতিষ্ঠান ফুডপান্ডা বাংলাদেশ লিমিটেডে (ডেলিভারি হিরো গ্রুপ ) ডিরেক্টর, ফাইন্যান্স হিসেবে কর্মরত আছেন। তিনি প্রতিষ্ঠানটির অনলাইন ডেলিভারি কার্যক্রমের বৃদ্ধিতে এবং একই সাথে পাণ্ডামার্ট, ইত্যাদির কৌশলগত উৎকর্ষ বিষয়ক কর্মকাণ্ডের সাথে সক্রিয়ভাবে অবদান রেখেছেন। এছাড়াও সকল সংশ্লিষ্ট অঙ্গ প্রতিষ্ঠানের আর্থিক, আইনি এবং রেগুলেটরি কমপ্লায়েন্সের নিশ্চিতের কাজটিও দক্ষতার সাথে পালন করছেন।
এর আগে জামাল হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশনে (এইচএসবিসি) ২০০৮ থেকে ২০১৩ পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন। যেখানে তিনি মূলধনের দক্ষ ব্যবহার ,তারল্য এবং সুদের হারের ঝুঁকি ব্যবস্থাপনার মাধ্যমে ব্যালেন্স সিটের টেকসই বৃদ্ধির জন্য কাজ করেছেন। এছাড়াও স্থানীয় মুদ্রা এবং বৈদেশিক মুদ্রার পাশাপাশি বৈদেশিক মুদ্রার ক্রিয়াকলাপের ফলে উদ্ভূত এফএক্স মূল্য ঝুঁকি এবং কর্পোরেট ক্লাইন্টদের জন্য বৈদেশিক মুদ্রা হেজিং বিষয়ক সমাধান কাঠামো তৈরিতে কাজ করেছেন।
তিনি ইউনিভার্সিটি অফ মেলবোর্ন-মেলবোর্ন বিজনেস স্কুল, আস্ট্রেলিয়া থেকে এমবিএ এবং ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ইউনিভার্সিটি অফ ঢাকা থেকে বিবিএ ডিগ্রি অর্জন করেন। জামাল ২০০৩ থেকে একজন সার্টিফায়েড ফিনান্সিয়াল এনালিস্ট (সিএফএ) এবং একই সাথে তিনি সিএফএ ইনস্টিটিউট ও সিএফএ সোসাইটি বাংলাদেশ-এর সদস্য।
সিএসইর পরিচালনা পর্ষদের সভায় নতুন পরিচালককে অভিনন্দন জানিয়ে সিএসইর চেয়ারম্যান একেএম হাবিবুর রহমান বলেন, “ফাইন্যান্স, মুদ্রা, আইনি কাঠামো বিষয়ক প্রাতিষ্ঠানিক দক্ষতা ও অভিজ্ঞতা যেকোনো প্রতিষ্ঠানের উন্নয়নে অপরিহার্য এবং জামাল ইউসুফের মতো অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি পরিচালক হিসেবে নিয়োগের মাধ্যমে সিএসইর পরিচালনা পর্ষদ এবং সিএসই সামগ্রিকভাবে লাভবান হবে।”
তিনি বলেন, “বিভিন্ন সেক্টর থেকে আসা বহুমুখী অভিজ্ঞতা ও দক্ষতা সম্পন্ন ব্যক্তিদের অভিজ্ঞতা সমন্বয়ের মাধ্যমে এই পরিচালনা পর্ষদ সবাইকে সাথে নিয়ে পুঁজিবাজার তথা দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে বিনিয়োগকারীদের প্রত্যাশা পূরণে কাজ করবে।”
ঢাকা/এনটি/এসবি
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর জ ম ল ইউস ফ স এসইর র পর চ
এছাড়াও পড়ুন:
তিন ছেলের মধ্যে ফুটবলে কে সেরা, মেসি যা বললেন
লিওনেল মেসির তিন ছেলে থিয়াগো, মাতেও এবং চিরো বেড়ে উঠছে। বিভিন্ন সময় ফুটবল প্রতিভার জন্য আলোচনায়ও আসে তারা। মেসির ছেলে হলেও ফুটবল মঞ্চে নিজেদের ছাপ ফেলতে চাইলে নিজ নিজ প্রতিভা দিয়েই তা করে দেখাতে হবে।
সেই লক্ষ্য নিজেদের প্রস্তুতিও সারছে তারা। সম্প্রতি ‘সিম্পলি ফুটবল’ অনুষ্ঠানকে দেওয়া সাক্ষাৎকারে তিন ছেলেকে নিয়ে কথা বলেন মেসি। যেখানে তিন ছেলের মধ্যে ফুটবলীয় প্রতিভায় কে সেরা সেটা বলেননি তিনি, তবে তিনজনের কার কেমন গুণ, সেসব বিস্তারিত তুলে ধরেছেন ইন্টার মায়ামি তারকা।
তিন ছেলেকে নিয়ে জানতে চাইলে মেসি বলেছেন, ‘তারা সারা দিন বল নিয়েই থাকে। তাদের সঙ্গে আমিও উপভোগ করি। প্রতিদিন অনুশীলন করে, লড়াই করে এবং ম্যাচ খেলে। তাদের সঙ্গে থাকার সুযোগ পাওয়াটা অসাধারণ ব্যাপার। এটা খুবই স্বাভাবিক ব্যাপার। তারা খুবই সরল। আমি যদি এখন একজনের নাম বলি পরে তারা বলবে, “তুমি কেন তার নাম বললে।” তাই নামটা আমি নিজের কাছেই রাখি। তবে তিনজনই বেশ আলাদা।’
আরও পড়ুনমেসির তিন ছেলে কে কেমন, কোন স্কুলে পড়ে, কেমন জীবন তাদের৩০ মার্চ ২০২৫মেসির বড় ছেলে থিয়াগো। তাঁর বয়স ১২। থিয়োগোর বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করতে গিয়ে মেসি বলেছেন, ‘থিয়াগো চিন্তাশীল, সংগঠক এবং একজন মিডফিল্ডার।’ আগামী সেপ্টেম্বরে দশম জন্মদিন পালন করবে মাতেও। মাঠে মেসির এই মেজ ছেলেকেই বেশি খুনসুটিতে মেতে থাকতে দেখা যায়। তাঁর বৈশিষ্ট্য নিয়ে মেসি বলেন, ‘মাতেও ফরোয়ার্ড, সে গোল করতে ও গোলের কাছাকাছি থাকতে পছন্দ করে এবং সে একজন বুদ্ধিমান খেলোয়াড়।’
তিন ছেলে থিয়াগো, মাতেও ও চিরোর সঙ্গের মেসি ও তাঁর স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জো