বান্দরবানের লামার সরইয়ে ভূমি রক্ষা সংগ্রাম কমিটির নেতা রিংরং ম্রোকে গ্রেপ্তারের প্রতিবাদে বান্দরবান জেলা শহর ও চট্টগ্রামে বিক্ষোভ হয়েছে। একই সঙ্গে রিংরংসহ নিরীহ জুমচাষি ম্রোদের বিরুদ্ধে করা সব মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।

জানা গেছে, গত শনিবার রাতে পুলিশ লামা উপজেলা সদর থেকে ২৫ কিলোমিটার দূরে সরই ইউনিয়নের লাংকমপাড়া থেকে রিংরং ম্রোকে গ্রেপ্তার করে। থানায় নিয়ে যাওয়ার পর তাঁকে লামা রাবার ইন্ডাস্ট্রি কোম্পানি লিমিটেডের দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

বেলা দুইটায় বান্দরবান প্রেসক্লাব চত্বরে বাংলাদেশ ম্রো স্টুডেন্ট অ্যাসোসিয়েশন (বিএমএসএ) সমাবেশটি আয়োজন করে। এতে বক্তব্য দেন মানবাধিকারকর্মী জন ত্রিপুরা, মারমা স্টুডেন্ট কাউন্সিলের সভাপতি উক্যসিং মারমা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা এডিশন চাকমা, বিএমএসএ সাধারণ সম্পাদক রেংলং ম্রো। সভাপতিত্ব করেন বিএমএসএ সভাপতি তনয়া ম্রো।

চট্টগ্রামেও প্রতিবাদ

এদিকে রাবার ইন্ডাস্ট্রিজের করা মামলায় ভূমি রক্ষা সংগ্রাম কমিটির নেতা রিংরং ম্রোকে গ্রেপ্তারের প্রতিবাদে চট্টগ্রামেও বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে তিন সংগঠন। গতকাল নগরের চেরাগী পাহাড় মোড়ে গণতান্ত্রিক যুব ফোরাম, হিল উইমেন্স ফেডারেশন ও পাহাড়ি ছাত্র পরিষদ যৌথভাবে এই কর্মসূচি পালন করে। সমাবেশে ম্রো ও ত্রিপুরাদের নামে করা সব মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।

সমাবেশে বক্তারা বলেন, লামা সরইয়ে রাবার ইন্ডাস্ট্রিজ কর্তৃক স্থানীয় ম্রো ও ত্রিপুরাদের ৪০০ একর ভূমি বেদখলের ষড়যন্ত্র চলছে কয়েক বছর ধরে। এরই অংশ হিসেবে মিথ্যা মামলা দিয়ে ভূমি রক্ষা সংগ্রাম কমিটির নেতা রিংরং ম্রোকে ২২ ফেব্রুয়ারি গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

রাবার ইন্ডাস্ট্রিজের কর্তৃপক্ষ স্বৈরাচার শেখ হাসিনার আমলে ম্রো ও ত্রিপুরাদের জায়গা দখল করতে নির্বিচার জুম ভূমি-বাঁশঝাড় পুড়িয়ে দিয়ে প্রাণ-প্রকৃতি ও পরিবেশ ধ্বংস করে দেয় বলে সমাবেশে অভিযোগ করেন বক্তারা।

পাহাড়ি ছাত্র পরিষদের চট্টগ্রাম নগর শাখার নেতা অংচাহ্লা মার্মার সঞ্চালনায় বক্তব্য দেন পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অমল ত্রিপুরা, হিল উইমেন্স ফেডারেশনের চট্টগ্রাম নগর শাখার দপ্তর সম্পাদক জেসি চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের নগরের ভারপ্রাপ্ত সভাপতি শুভ চাক প্রমুখ।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র ব র ইন ড স ট র কম ট র ন ত

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্রে ৩০০টির বেশি ভিসা বাতিল

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, তিনি ইসরায়েলবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে ৩০০টির বেশি ভিসা বাতিল করেছেন এবং তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন।

বৃহস্পতিবার তিনি এ কথা বলেন। এ সময় মুখোশধারী এজেন্ট কর্তৃক এক শিক্ষার্থীকে আটক করা নিয়ে দেশটিতে সৃষ্ট উত্তেজনাকে পাত্তা দেননি তিনি। 
ইসরায়েলের কট্টর সমর্থক রুবিও বলেছেন, তিনি ব্যক্তিগতভাবে প্রতিটি ভিসা বাতিলের আদেশে স্বাক্ষর করেছেন এবং তাঁর বিরুদ্ধে মার্কিন বাক্স্বাধীনতার সুরক্ষা লঙ্ঘনের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।

কতজনের ভিসা বাতিল করা হয়েছে– জানতে চাইলে রুবিও বলেন, এই মুহূর্তে হয়তো ৩০০টির বেশি। আমরা প্রতিদিন এটি করি। বাতিল করা ভিসার বেশির ভাগই শিক্ষার্থীদের। বিবিসি।

সম্পর্কিত নিবন্ধ