কনকা, গ্রী ও হাইকো ইলেকট্রনিকস পণ্যের ‘বার্ষিক পার্টনারস মিট’ অনুষ্ঠিত
Published: 24th, February 2025 GMT
সম্প্রতি ঢাকার একটি অভিজাত কনভেশন হলে বিশ্বের শীর্ষস্থানীয় ইলেকট্রনিকস কনকা, গ্রী ও হাইকো পণ্যের উৎপাদনকারী ও বিপণনকারী গ্রুপ ইলেক্ট্রো মার্টের ‘বার্ষিক পার্টনারস মিট ২০২৫’ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনের শুরুতে ইলেক্ট্রো মার্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ নুরুন নেওয়াজ সেলিম অংশগ্রহণকারী ব্যবসায়িক পার্টনার ও অতিথিদের ধন্যবাদ জানান। তিনি দুই দশকেরও বেশি সময় ধরে কনকা, গ্রী ও হাইকো ইলেকট্রনিকস পণ্যসামগ্রী দেশের গ্রাহকদের কাছে প্রচার, প্রসার ও বিপণনের জন্য পার্টনারদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মোহাম্মদ নুরুন নেওয়াজ বলেন, ‘দেশের ইলেকট্রনিকস খাতকে এগিয়ে নিতে কাজ করছে ইলেক্ট্রো মার্ট গ্রুপ। গ্রাহকদের চাহিদা অনুযায়ী সর্বাধিক গুণগত মানসম্পন্ন এবং সাশ্রয়ী মূল্যে বিশ্বমানের ইলেকট্রনিকস পণ্য সরবরাহের নিমিত্তে ইতিমধ্যে নারায়ণগঞ্জে কারখানা স্থাপন করে উৎপাদন পরিচালনা করছে গ্রুপটি এবং প্রতিনিয়ত নিত্যনতুন পণ্য বাজারে সংযোজন করে যাচ্ছে।’
সম্মেলনে ইলেক্ট্রো মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো.
সম্মেলনে শুভেচ্ছা বক্তব্যে ইলেক্ট্রো মার্ট গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নুরুচ্ছাফা বাবু বলেন, ‘দীর্ঘ সময় ধরে কনকা, গ্রী ও হাইকো ইলেকট্রনিকস পণ্য বিপণনে ভূমিকা পালনকারী পার্টনারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সম্মেলনকে সফল ও স্বার্থক করছে। এই সুদীর্ঘ পথ পাড়ি দেওয়ার ক্ষেত্রে সবার সহযোগিতা, নিরলস পরিশ্রম ও নিরবচ্ছিন্ন ভালোবাসা ছাড়া সাফল্য অর্জন সম্ভব হতো না।’
গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক মো. নুরুল আফছার বলেন, ‘কনকা, গ্রী ও হাইকো ইলেকট্রনিকস পণ্যের বিশেষ বৈশিষ্ট্য, গুণগতমান, গ্রহণযোগ্যতা, বিক্রয়োত্তর সেবা এবং সাশ্রয়ী মূল্যের কারণে বর্তমানে বিশ্বব্যাপী গ্রাহকদের প্রথম পছন্দ। তিনি পণ্যগুলোর নতুন মডেলের বিশেষ বৈশিষ্ট্য, সুবিধা ও গুণাগুণ পার্টনারদের সামনে তুলে ধরেন।’
সম্মেলনে পার্টনাররা কনকা, গ্রী ও হাইকো পণ্যের বিপণনে সন্তুষ্টি প্রকাশ করেন। তাঁরা এই পণ্যের ব্যাপক চাহিদার বিষয়টি তুলে ধরেন।
এ সময় কনকা আইসক্রিম ফ্রিজারের একটি নতুন মডেল এবং শোকেস ফ্রিজারের তিনটি নতুন মডেলের মোড়ক উন্মোচন করা হয়। সম্মেলন শেষে ২০২৪ সালের পারফরম্যান্সের ভিত্তিতে শীর্ষস্থানীয় পার্টনাদের সম্মাননাসহ ক্রেস্ট দেওয়া হয়।
সম্মেলনে ইলেক্ট্রো মার্ট গ্রুপের পরিচালক মোহাম্মদ সাজ্জাদ ঊন নেওয়াজ, নুরুল আজিম, মহাব্যবস্থাপক মাহমুদুন নবী চৌধুরীসহ অন্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
চাকরি নিয়ে স্নাতকদের দোরগোড়ায় ৪৫ প্রতিষ্ঠান
কথায় আছে, যোগ্যতা থাকলে চাকরি আপনাকে খুঁজে নেবে। যোগ্যদের খুঁজতে আজ বৃহস্পতিবার বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) ক্যাম্পাসে আয়োজিত চাকরি মেলায় অংশ নিয়েছিল ৪৫টি বেসরকারি প্রতিষ্ঠান।
সদ্য স্নাতক সম্পন্ন করেছেন কিংবা দু-এক মাস পরেই স্নাতক শেষ হবে, এমন শিক্ষার্থীরা এসব প্রতিষ্ঠানে পছন্দের চাকরির জন্য আবেদন করতে পেরেছেন।
রাজধানীর মিরপুরে বিইউবিটির ক্যাম্পাসে ‘বিইউবিটি ক্যারিয়ার ফেয়ার ২০২৫’ নামের এই চাকরি মেলার আয়োজন করে বিশ্ববিদ্যালয়টির ক্যারিয়ার গাইডেন্স, কাউন্সেলিং ও ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অফিস। সহযোগিতায় ছিল অনলাইনে চাকরি খোঁজার প্রতিষ্ঠান বিডিজবস ডটকম লিমিটেড।
বিইউবিটি এ নিয়ে পঞ্চমবারের মতো চাকরি মেলার আয়োজন করল। এবারের এক দিনের এই আয়োজনে অংশ নেয় ব্যাংক, তথ্যপ্রযুক্তি, বিপণন, উৎপাদন ও সেবা খাতসহ বিভিন্ন খাতের প্রতিষ্ঠান।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, চাকরি পেতে শিক্ষার্থীদের সহায়তার জন্যই এই উদ্যোগ। বিগত বছরগুলোতে চাকরির মেলা এবং বিশ্ববিদ্যালয়টির নিজস্ব প্রচেষ্টায় এখন পর্যন্ত অন্তত ৪০০ স্নাতক চাকরি পেয়েছেন।
মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন বিইউবিটির উপাচার্য এ বি এম শওকত আলী