ছবি : প্রথম আলো

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

চিৎকার শুনে ঘরে ঢুকে দেখেন মেঝেতে পড়ে আছে বোনের রক্তাক্ত মরদেহ

নোয়াখালী সদর উপজেলায় বসতঘরে ঢুকে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত নারীর নাম তাসলিমা বেগম (৫৪)। আজ সোমবার রাত আনুমানিক পৌনে নয়টার দিকে উপজেলার বিনোদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জালিয়াল গ্রামে এ ঘটনা ঘটে।

ঘটনার পরপরই খবর পেয়ে সুধারাম থানার পুলিশ ঘটনাস্থলে যায়। তবে কে বা কারা ওই নারীকে হত্যা করেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ। পরিবারের দাবি, হয়তো ডাকাতি করতে এসে ডাকাতেরা তাঁকে হত্যা করেছে। ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

নিহত নারীর ছোট ভাই আহসান উল্লাহ প্রথম আলোকে বলেন, বাড়ির একটি ঘরে তাঁর বোন তাসলিমা বেগম একাই থাকতেন। আজ রাত সাড়ে আটটা থেকে পৌনে নয়টার দিকে তিনি এশার নামাজের জন্য অজু করে ঘরে ফেরেন। এরই মধ্যে ঘরের ভেতর থেকে চিৎকার শুনতে পান আশপাশের ঘরের বাসিন্দারা। তাৎক্ষণিক তাঁরা ছুটে এসে দেখেন ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় তাঁর বোন পড়ে আছেন। একই সময় ঘরে একটি রক্তমাখা ধারালো অস্ত্র (ধামা) পড়ে থাকতে দেখা যায়।

আহসান উল্লাহ জানান, প্রতিবেশীরা মুমূর্ষু অবস্থায় তাঁর বোনকে উদ্ধার করে জেলা শহর মাইজদীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, তাঁদের কোনো শত্রু নেই। সবার সঙ্গে মিলেমিশে থাকেন। কী কারণে এ ঘটনা ঘটেছে, তা বুঝে উঠতে পারছেন না। হয়তো কেউ ডাকাতির উদ্দেশ্যে ঘরে ঢুকে তাঁর বোনকে কুপিয়ে হত্যা করেছে বলে সন্দেহ করছেন তিনি।

ঘটনাস্থলে থাকা সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম প্রথম আলোকে বলেন, দুর্বৃত্তরা ঘরে ঢুকে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে। ‌ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। কে বা কারা ওই ঘটনা ঘটিয়েছে, তা বাড়ির কেউ দেখেনি। তাঁরা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করেছেন। ‌এ ঘটনায় পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত নিবন্ধ