ছবি: প্রথম আলো

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ঢাবিতে কোভিডবিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘ডিস্কোভারিং কোভিড: দ্য বিগিনিং অ্যান্ড বাইয়োন্ড’ শীর্ষক সেমিনার অনু্ষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ সেমিনারের আয়োজন করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান। এতে বিশেষ বক্তব্য দেন ডাচ ভাইরাসবিদ অধ্যাপক ড. আলবার্ট অস্টারহাউস। 

আরো পড়ুন:

ঢাবিতে হামলায় জড়িতদের শনাক্তে শিক্ষার্থীদের ছায়া কমিটি

মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুনদাতাদের গ্রেপ্তার দাবি 

অধ্যাপক ড. আলবার্ট অস্টারহাউস বিশ্বের শীর্ষস্থানীয় ভাইরোলজিস্টদের একজন, যিনি সার্স-কোভ-১ আবিষ্কার এবং জুনোটিক মহামারিবিষয়ক কাজের জন্য বিশ্বব্যাপী পরিচিত। তার ১ হাজার ৩৫০টির বেশি প্রকাশনা রয়েছে। এছাড়া বেশ কয়েকটি সফল বায়োটেক উদ্যোগও নিয়েছেন তিনি।

অন্যদের মাঝে আরো বক্তব্য দেন, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. এনামুল হক, ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক মো. সেলিম রেজা, প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মাহমুদ হোসেন প্রমুখ। স্বাগত ও সমাপনী বক্তব্য দেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুন আহমেদ।

উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান বলেন, “ভাইরাস থেকে মানুষকে বাঁচাতে বাংলাদেশ তথা পুরো বিশ্ব সংগ্রাম করছে। ডাচ ভাইরাসবিদকে নিয়ে আজকের এই আয়োজন আমাদের জন্য আসলে একটি বিশেষ সুযোগ। এই সুযোগকে কাজে লাগাতে হবে।”

তিনি বলেন, “আমি আশা করি আজকের এ আয়োজন আমাদের পথ দেখাবে। ঢাকা বিশ্ববিদ্যালয় এই আয়োজন করলেও আমরা সারাদেশের প্রতিটি সেক্টরকে আমন্ত্রণ জানাতে চাই। যাতে একসঙ্গে আমরা সমস্যাগুলো মোকাবেলা করতে পারি।”

ঢাকা/সৌরভ/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ