চবির শামসুন নাহার ছাত্রী হলের নাম পরিবর্তন
Published: 24th, February 2025 GMT
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পরিত্যক্ত শামসুন নাহার ছাত্রী হলটি ছাত্রহল করে এটি চবির অন্যতম প্রতিষ্ঠাতা ফজলুল কাদের চৌধুরীর নামে নামকরণ করা হয়েছে।
এছাড়া বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ডে-কেয়ার সেন্টার ও জয় বাংলা ভাস্কর্যের নামও পরিবর্তন করা হবে বলে জানা গেছে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ৫৫৯তম (এক্ট্রাঅর্ডিনারি) সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড.
তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ের উত্তর ক্যাম্পাসে একটি পুরাতন ও পরিত্যক্ত শামসুন নাহার হল রয়েছে। পুননির্মাণ করে হলটি ছাত্রদের জন্য বরাদ্দ দেওয়া হবে। এর নাম দেওয়া হয়েছে ফজলুল কাদের চৌধুরী হল।”
তিনি আরো বলেন, “ফজিলাতুন্নেছা মুজিব ডে-কেয়ার সেন্টারটির নাম কে বা কারা যেন দিয়েছিল। আবার জয় বাংলা ভাস্কর্যের নামটিও অফিশিয়াল নয়। তবে এ দুটি স্থাপনার নামও পরিবর্তন করা হবে।
এদিকে, ফজলুল কাদের চৌধুরীর বিরুদ্ধে যুদ্ধাপরাধী ও স্বাধীনতাবিরোধীর অভিযোগ এনে তার নামে হলের নামকরণ করার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সংগঠনটির ফেসবুক পেজে বিজ্ঞপ্তির দিয়ে এ প্রতিবাদ জানানো হয়।
এছাড়া বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে নানা আলোচনা-সমালোচনা।
এর আগে, ২২ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ে ৫৫৯তম সিন্ডিকেট সভায় তিনটি হলসহ ছয়টি স্থাপনার নাম পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছে।
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সড়ক ভবন-স্থাপনার নতুন নামকরণ করলো দক্ষিণ সিটি
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন সড়ক অবকাঠামো, স্থাপনা, সেতু, ফ্লাইওভার, মসজিদ, পার্কের নতুন নামকরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৬ মার্চ) সন্ধ্যায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মুখপাত্র মো. রাসেল রহমান বিষয়টি জানিয়েছেন।
তিনি বলেন, বর্তমানে উল্লিখিত সড়ক, অবকাঠামো, স্থাপনা, সেতু, ফ্লাইওভার, মসজিদ, পার্কগুলোর পরিবর্তিত নামে নামকরণসহ সব কার্যক্রম পরিচালনা হবে।
জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মনি সরণি ইনার রিং রোড নামে, বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল সরণি ঝাউচর প্রধান সড়ক নামে, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কামরুল ইসলাম সরণি কামরাঙ্গীরচর লোহারপুল বুড়িগঙ্গা সড়ক নামে, শহীদ শেখ রাসেল শিশু পার্ক কলাবাগান শিশু পার্ক নামে, শহীদ শেখ রাসেল শিশু পার্ক যাত্রাবাড়ী শিশু পার্ক নামে, মেয়র শেখ তাপস সেতু কামরাঙ্গীরচর ব্রিজ নামে, মেয়র মোহাম্মদ সাঈদ খোকন সামাজিক অনুষ্ঠান কেন্দ্র গেন্ডারিয়া সামাজিক অনুষ্ঠান কেন্দ্র নামে নামকরণ করা হয়েছে।
এ ছাড়া মেয়র মোহাম্মদ সাঈদ খোকন পার্ক সরাফতগঞ্জ পার্ক নামে, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কামরুল ইসলাম সামাজিক অনুষ্ঠান কেন্দ্র কামরাঙ্গীরচর সামাজিক অনুষ্ঠান কেন্দ্র নামে, মেয়র হানিফ অডিটোরিয়াম নগর ভবন অডিটোরিয়াম নামে, মেয়র হানিফ ফ্লাইওভার গুলিস্তান-যাত্রাবাড়ী ফ্লাইওভার নামে, মেয়র হানিফ জামে মসজিদ আজিমপুর কবরস্থান জামে মসজিদ নামে, মেয়র হানিফ মসজিদ সায়েদাবাদ বাস টার্মিনাল জামে মসজিদ নামে, বঙ্গবন্ধু অ্যাভিনিউ শহীদ আবরার ফাহাদ অ্যাভিনিউ নামে নামকরণ করা হয়েছে।
ঢাকা/আসাদ/এনএইচ