পাশাপাশি তিনটি কবরে শুইয়ে দিলেন মা, স্ত্রী ও সাত মাসের সন্তানকে
Published: 24th, February 2025 GMT
কথা বলার শক্তি নেই বেসরকারি ব্যাংকের কর্মকর্তা নোমানুর রশিদের। জানাজা শেষে পাশাপাশি তিনটি কবরে শুইয়ে দিয়ে এসেছেন মা, স্ত্রী ও শিশুসন্তানকে। চলাফেরার শক্তিও যেন নেই। কয়েকজনের কাঁধে ভর দিয়ে কোনোমতে কবরস্থান থেকে ঘরে এলেন। এরপর ঘরের উঠানের এক পাশে গিয়ে বসলেন। কোনো কথা নেই মুখে। কেবল চোখ মুছছিলেন বারবার।
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড় উঠান ইউনিয়নের ফাজিলখার হাট মসজিদের উত্তর পাশে পাশাপাশি তিনটি কবর। আজ সোমবার দুপুরে জানাজা শেষে সেখানে নোমানের মা ফাতেমা বেগম (৬৫), স্ত্রী আইরিন সুলতানা (৩০) ও শিশুপুত্র আরহাম বিন নোমানকে (৭ মাস) দাফন করা হয়। দুপুরের দিকে নোমানদের বাড়িতে ঢুকতেই দেখা গেল, বাড়ির উঠান ভর্তি শোকার্ত মানুষের ভিড়। কীভাবে এমন ঘটনা ঘটে গেল, তা এখনো যেন বুঝে উঠতে পারছেন না স্বজনেরা। একসঙ্গে তিনটি মৃত্যুর শোকে কাতর নোমানকে কীভাবে সান্ত্বনা দেবেন, তা–ও ভেবে পাচ্ছিলেন না।
গতকাল রোববার দিবাগত রাত ১২টার দিকে নোমানের মা ফাতেমা বেগম মারা যান। এ খবর শুনে নোমান নিজের কর্মস্থল লক্ষ্মীপুর থেকে আর তাঁর স্ত্রী আইরিন শিশুপুত্র আরহামকে নিয়ে কক্সবাজারের রামুর বাবার বাড়ি থেকে কর্ণফুলী উপজেলার উদ্দেশে রওনা দেন। শ্বশুরবাড়িতে যাওয়ার পথে রাত তিনটার সময় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার উত্তর হারবাং এলাকায় আইরিনদের বহনকারী বাসের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়। ঘটনাস্থলে সন্তানসহ নিহত হন তিনি। ওই সময় আইরিনের ছোট ভাই মো.
নোমানুর রশিদের স্বজনেরা জানালেন, ২০২৩ সালে তাঁর সঙ্গে কক্সবাজার জেলার রামু উপজেলার আইরিন সুলতানার বিয়ে হয়। গত বছরের সেপ্টেম্বরে তাঁদের একটি ছেলেসন্তান হয়। ছেলেসন্তানকে নিয়ে আইরিন বাবার বাড়ি থাকছিলেন। সেখানে একটি বেসরকারি সংস্থায় চাকরিও নেন তিনি। অপর দিকে স্বামী মো. নোমানুর রশিদ লক্ষ্মীপুরে ইসলামী ব্যাংকের একটি শাখায় চাকরি করেন। ১৫ ফেব্রুয়ারি মারা যান আইরিন সুলতানার বাবা। এর ৯ দিন পরই এমন দুর্ঘটনা ঘটল।
নোমানের স্ত্রী আইরিন সুলতানা ও শিশুপুত্র আরহাম এখন কেবলইউৎস: Prothomalo
কীওয়ার্ড: উপজ ল র
এছাড়াও পড়ুন:
বেসরকারি ব্যাংক নেবে অফিসার, স্নাতক পাসে আবেদন
বেসরকারি ব্র্যাক ব্যাংক পিএলসিতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ব্যাংকটি অফিসারের শূন্য পদে জনবল নিয়োগে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। তবে এ পদে ব্যাংকটি কতজনকে নিয়োগ দেবে, তা নির্ধারিত নয়। নবীন প্রার্থীদের আবেদনে উৎসাহ দিয়েছে দেশের অন্যতম ব্যাংকটি। প্রয়োজনে ঢাকার বাইরে কাজ করার মানসিকতা থাকতে হবে।
পদের নাম: অফিসার (অলটারনেট ডেলিভারি চ্যানেল)
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/সমমানের ডিগ্রি থাকতে হবে।
আরও পড়ুনপিএসসির নন-ক্যাডারে সংশোধিত বিজ্ঞপ্তি, পদ কমে ১,৭০৭০৬ মার্চ ২০২৫অভিজ্ঞতা: প্রযোজ্য নয়।
চাকরির ধরন: পূর্ণকালীন।
প্রার্থীর ধরন: নারী–পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
বয়সসীমা: নির্ধারিত নয়।
আরও পড়ুনখাদ্য অধিদপ্তরে বিশাল নিয়োগ, ১৩ থেকে ১৯তম গ্রেডে পদ ১৭৯১১১ মার্চ ২০২৫আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে। আবেদনের জন্য এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ: ৫ এপ্রিল ২০২৫।