হত্যার পর অন্যকে ফাঁসানোর চক্রান্ত, চারজনের মৃত্যুদণ্ড
Published: 24th, February 2025 GMT
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় এক নারীকে হত্যার পর প্রতিপক্ষকে ফাঁসানোর চেষ্টায় দায়ের করা মামলার চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত দায়রা জজ একেএম কামাল উদ্দিন এ আদেশ দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, নবীগঞ্জ উপজেলার মদনপুর গ্রামের আল আমিন, মায়ানগরের ছদর আলী, উত্তমপুরের তাজ উদ্দিন ও যুক্তরাজ্য প্রবাসী মহিউদ্দিন আহমেদ ওরফে সুফি মিয়া।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১০ ডিসেম্বর নবীগঞ্জ পৌরসভার সাবেক কমিশনার ও যুবলীগ নেতা মিজানুর রহমানের বাড়ির সীমানা প্রাচীরের কাছ থেকে জ্যোৎস্না বেগম নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়। এ ঘটনায় মিজানুরসহ পাঁচজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছিলেন মৃত নারীর ভাই রজব আলী। পরে পুলিশের তদন্তে জানা যায়, ওই যুবলীগ নেতাকে ফাঁসাতে ৫ লাখ টাকার বিনিময়ে প্রবাসী সুফির সঙ্গে চুক্তি করেছিলেন অপর তিন আসামি।
অতিরিক্ত দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী তপন সিংহ জানান, মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামির সবাই পলাতক।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
পুরানে পরাণ পুড়ল হায়দরাবাদের
একটা সময় ছিল আইপিএলে, যখন প্রথম ব্যাট করা দল ১৭০ রান করলেই নিজেদের নিরাপদ ভাবত। সময়ের পরিক্রমায় এবং স্পন্সরদের চাপে দিন-দিন উইকেট হয়ে যাচ্ছে একদম ফ্ল্যাট। যেখানে বোলারদের জন্য কিছুই থাকছে না। দুইশ রানই এখন আর নিরাপদ না। বৃহস্পতিবার (২৭ মার্চ) সানরাইজার্স হায়দরাবাদকে ৫ উইকেটে হারিয়ে লক্ষ্ণৌ সুপারজায়ান্টস সেই ব্যাপারটা আরো স্পষ্ট করল।
টস জিতে প্রথমে হায়দরাবাদকে ব্যাটিংয়ের আমন্ত্রণ করে লক্ষ্ণৌ অধিনায়ক ঋষভ পন্থ। শুরুটা ভালো না হলেও নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৯০ সংগ্রহ করে প্যাট কামিন্সের হায়দরাবাদ। বড় লক্ষ্য তাড়া করতে নেমে নিকোলাস পুরানের বিধ্বংসী ব্যাটিংয়ে ১৬.১ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় লক্ষ্ণৌ।
আরো পড়ুন:
‘১০ হাজার টাকায় ভক্ত ভাড়া করে মাঠে ঢোকালেন রিয়ান’
ডি ককের ব্যাটে চড়ে হেসেখেলে জিতল কেকেআর
ঢাকা/নাভিদ