সোনারগাঁয়ে ২ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
Published: 24th, February 2025 GMT
সোনারগাঁয়ে দুই হাজার অবৈধ গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদের নেতৃত্বে সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার নয়াপুর বাজার এলাকায় চারটি স্থানে এই অভিযান পরিচালিত হয়।
এ সময় আট কিলোমিটার বিস্তৃত বেশ কয়েকটি গ্রামের ১২শ' বাড়ির দুই হাজার অবৈধ গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। জব্দ করা হয় অবৈধ সংযোগে ব্যবহৃত বিপুল পরিমান পাইপ, রাইজার ও বার্ণার।
এছাড়া একই এলাকায় পাঁচটি চায়ের দোকানের অবৈধ গ্যাসের সংযোগও বিচ্ছিন্ন করা হয়। পরে তিতাসের মূল বিতরণ লাইনের অবৈধ অংশগুলো এক্সকেভেটর দিয়ে স্থায়ীভাবে সীলগালা ও অপসারণ করে দেয় তিতাস কর্তৃপক্ষ।
আইনশৃংখলা বাহিনীর সহায়তায় পরিচালিত এই অভিযানে উপস্থিত ছিলেন তিতাসের স্থানীয় ব্যবস্থাপক সহ অন্যান্য কর্মকর্তা ও প্রকৌশলীরা।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স ন রগ ও ন র য়ণগঞ জ র অব ধ গ য স
এছাড়াও পড়ুন:
‘আবরার হত্যার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জেমি ৬ আগস্ট কারাগার থেকে পালিয়েছে’
আলোচিত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত মুনতাসির আল জেমি গত বছরের ৬ আগস্ট কারাগার থেকে পালিয়ে গেছে। তবে কারা কর্তৃপক্ষ আজ পর্যন্ত এ তথ্য আবরারের পরিবারকে জানায়নি। আবরারের ছোট ভাই আবরার ফাইয়াজ সোমবার সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে এ দাবি করেছেন। তবে এ বিষয়ে কারা কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ ব্যাপারে আবরার ফাইয়াজ বলেন, ‘জেমি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। তাকে তো কনডেম সেলে রাখার কথা। তাহলে সে কীভাবে পালালো?’
তিনি লেখেন, ‘এই তথ্য এতদিন গোপন রাখার অর্থই হলো, তাকে ধরার কোনো চেষ্টাই করা হয়নি।’