রূপগঞ্জে অবৈধ আবাসন এসেন্ট টাউনের বিরুদ্ধে অভিযান, মালামাল জব্দ
Published: 24th, February 2025 GMT
রূপগঞ্জে অনুমোদনহীন এসেন্ট টাউন নামক আবাসনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে মালামাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নগরপাড়া, দেইলপাড়া ও বালু দক্ষিণ গ্রামে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারিকুল আলম। এসময় এসেন্ট টাউনের সকল সাইন বোর্ড ভেঙ্গে মালামাল জব্দ করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা ভুমিকা অফিসের নাজির নাসির উদ্দিন, রূপগঞ্জ থানা পুলিশের পরিদর্শক আব্দুল করিম ও ভুক্তভোগী এলাকাবাসী।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিকুল আলম বলেন, কায়েতপাড়া ইউনিয়নের কেরানীগঞ্জ মৌজায় অনুমোদন ছাড়াই গড়ে ওঠেছে এসেন্ট টাউন নামক আবাসন প্রকল্প। তারা জমি না কিনে সাইনবোর্ড লাগিয়ে প্লট বিক্রয় করছে। আর গ্রাহকরা প্লট বুঝে নিতে চাইলে বিভিন্ন রকম প্রতারণা করছে ।
এছাড়াও কৃষকদের জমি স্থানীয় আওয়ামীলীগ নেতাদের প্রভাবে জোরপুর্বক দখলে রেখেছিল। ক্ষুদ্ধ হয়ে ভুক্তভোগী এলাকাবাসী ও প্লট গ্রাহকরা উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেন। তারই প্রেক্ষিতে এই ভ্রাম্যমাণ আদালত।
এ অভিযান একটি চলমান প্রক্রিয়া। অনুমোদনহীন যেকোন আবাসনের বিরুদ্ধে যেকোন সময় অভিযান পরিচালনা করা হবে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: র পগঞ জ ন র য়ণগঞ জ উপজ ল
এছাড়াও পড়ুন:
পারমাণবিক অস্ত্র অর্জনের খুব কাছে ইরান: জাতিসংঘ
পারমাণবিক অস্ত্র অর্জন থেকে ইরান খুব বেশি দূরে নয় বলে মন্তব্য করেছেন জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি। তেহরানে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে যোগ দেওয়ার আগে এ মন্তব্য করেন তিনি। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে যে, পারমাণবিক সক্ষমতা অর্জনের চেষ্টা করছে ইরান। যদিও তেহরান কখনোই তাদের অভিযোগ স্বীকার করেনি। তেহরানের দাবি, তাদের পারমাণবিক কর্মসূচি পুরোটাই বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। এ ছাড়া ইরান বিপজ্জনকভাবে পারমাণবিক অস্ত্র তৈরির কাছাকাছি পৌঁছে গেছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)।
গালফ টাইমসের খবরে বলা হয়, বুধবার ফরাসি পত্রিকা লে মন্ডেকে দেওয়া এক সাক্ষাৎকারে গ্রোসি বলেন, এ বিষয়টি ধাঁধার মতো। তাদের কাছে খণ্ড খণ্ড (পারমাণবিক) শক্তি আছে, একদিন তারা এগুলো একত্রিত করতে পারবে। ইরানের ওই পর্যায়ে পৌঁছাতে এখনও বহু পথ বাকি থাকলেও সময়টা খুব বেশি দূরে নয়, যা আমাদের স্বীকার করতেই হবে।
ইরানের পারমাণবিক সক্ষমতার বিষয়টি যাচাই করার ওপর জোর দিয়ে তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে শুধু এটা বললেই হবে না যে, আমাদের কাছে পারমাণবিক অস্ত্র নেই, যার ভিত্তিতে তারা আপনাকে বিশ্বাস করবে। এ ক্ষেত্রে বিষয়টি আমাদের যাচাই করতে দিতে হবে। ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলার পরিকল্পনা আটকে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পরিবর্তে তিনি একটি চুক্তির মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচি কার্যক্রম সীমিত করার চেষ্টা করছেন। মার্কিন প্রশাসনসহ অন্যদের বরাত দিয়ে বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে নিউইয়র্ক টাইমস।
রয়টার্স জানায়, ইরানের তেল রপ্তানিকে লক্ষ্য করে নতুন নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে একটি চীনা ‘টিপট’ তেল পরিশোধনাগারও রয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তেহরানের ওপর চাপ বাড়াতে আবারও তার ‘সর্বোচ্চ চাপ’ নীতি চালু করেছে।