রূপগঞ্জে অবৈধ আবাসন এসেন্ট টাউনের বিরুদ্ধে অভিযান, মালামাল জব্দ
Published: 24th, February 2025 GMT
রূপগঞ্জে অনুমোদনহীন এসেন্ট টাউন নামক আবাসনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে মালামাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নগরপাড়া, দেইলপাড়া ও বালু দক্ষিণ গ্রামে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারিকুল আলম। এসময় এসেন্ট টাউনের সকল সাইন বোর্ড ভেঙ্গে মালামাল জব্দ করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা ভুমিকা অফিসের নাজির নাসির উদ্দিন, রূপগঞ্জ থানা পুলিশের পরিদর্শক আব্দুল করিম ও ভুক্তভোগী এলাকাবাসী।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিকুল আলম বলেন, কায়েতপাড়া ইউনিয়নের কেরানীগঞ্জ মৌজায় অনুমোদন ছাড়াই গড়ে ওঠেছে এসেন্ট টাউন নামক আবাসন প্রকল্প। তারা জমি না কিনে সাইনবোর্ড লাগিয়ে প্লট বিক্রয় করছে। আর গ্রাহকরা প্লট বুঝে নিতে চাইলে বিভিন্ন রকম প্রতারণা করছে ।
এছাড়াও কৃষকদের জমি স্থানীয় আওয়ামীলীগ নেতাদের প্রভাবে জোরপুর্বক দখলে রেখেছিল। ক্ষুদ্ধ হয়ে ভুক্তভোগী এলাকাবাসী ও প্লট গ্রাহকরা উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেন। তারই প্রেক্ষিতে এই ভ্রাম্যমাণ আদালত।
এ অভিযান একটি চলমান প্রক্রিয়া। অনুমোদনহীন যেকোন আবাসনের বিরুদ্ধে যেকোন সময় অভিযান পরিচালনা করা হবে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: র পগঞ জ ন র য়ণগঞ জ উপজ ল
এছাড়াও পড়ুন:
নতুন বাংলাদেশ বিনির্মাণে আমূল সংস্কার দরকার: আখতার হোসেন
নতুন বাংলাদেশ বিনির্মাণে সর্বস্তরে আমূল সংস্কার করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সদস্য সচিব আখতার হোসেন।
তিনি বলেন, “গণহত্যার বিচার এ সময়ের একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই বিচার বিলম্বিত হলে ভবিষ্যতে ফ্যাসিবাদ আবারো মাথাচাড়া দিয়ে উঠবে এবং রাষ্ট্রকে অস্থিতিশীল করবে। তাই দেশ থেকে গণহত্যার সংস্কৃতি নির্মূল করতে হলে ফ্যাসিবাদের দোসর আওয়ামী লীগের বিচার দ্রুত নিশ্চিত করতে হবে।”
বৃহস্পতিবার (২৮ মার্চ) সন্ধ্যায় রংপুর জেলা পরিষদ হলরুমে এনসিপির উদ্যোগে ফ্যাসিবাদবিরোধী রাজনীতিবিদ, ছাত্র-জনতা, শ্রমিক, পেশাজীবী ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
আখতার হোসেন বলেন, “উত্তরাঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে সর্বক্ষেত্রে বঞ্চিত হয়েছে। সেই বঞ্চনা দূর করতে বিপ্লব পরবর্তী জাতীয় নাগরিক পার্টি নতুন বন্দোবস্ত নিয়ে হাজির হয়েছে।’’
তিনি বলেন, ‘‘আগামী দিনে বিচারিক কার্যক্রম সহজ করতে রংপুরে হাইকোর্টের আঞ্চলিক সেবা চালু করা এবং শ্রমঘন শিল্পায়নের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে এনসিপি।”
এ সময় আখতার হোসেন নতুন বাংলাদেশ বিনির্মাণে সকলের সহযোগিতা কামনা করেন এবং দলের নেতাকর্মীদের নতুন পরিকল্পনার বার্তা সর্বত্র পৌঁছে দেওয়ার আহ্বান জানান।
ঢাকা/আমিরুল/রাজীব