ফ্রান্সে রাশিয়ার কনস্যুলেটে ‘ককটেল’ নিক্ষেপ
Published: 24th, February 2025 GMT
ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় শহর মার্সেইতে রাশিয়ার কনস্যুলেটে তিনটি ‘ককটেল’ নিক্ষেপ করা হয়েছে। স্থানীয় সময় সোমবার ভোরে (২৪ ফেব্রুয়ারি) সন্দেহভাজন এক ব্যক্তি কনস্যুলেট লক্ষ্য করে ‘মলোটভ ককটেল’ ছুড়ে পালিয়ে যায়। খবর রয়টার্সের।
মার্সেই পুলিশ জানিয়েছে, তিনটির মধ্যে দুটি ডিভাইস বিস্ফোরিত হয়। তবে এতে কেউ হতাহত হয়নি। বিস্ফোরক ডিভাইসগুলো কনস্যুলেটের বাগানে গিয়ে পড়েছিল।
হামলার পর পুলিশ কনস্যুলেটটি ঘিরে ফেলে। তদন্তকারীরা ‘মলোটভ ককটেল’ হিসেবে ব্যবহৃত তিনটি সোডার বোতলের বিষয়বস্তু বিশ্লেষণ করছেন।
আরো পড়ুন:
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শেষ হতে পারে এই সপ্তাহে: হোয়াইট হাউজ
আড়াই শতাধিক ড্রোন দিয়ে ইউক্রেনে হামলা রাশিয়ার
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ঘটনাটিকে ‘সন্ত্রাসী হামলা’ বলে নিন্দা জানিয়েছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা রুশ সাংবাদিকদের বলেন, “মার্সেইতে রুশ কনস্যুলেট জেনারেলের চত্বরে ঘটে যাওয়া বিস্ফোরণগুলোর সব চিহ্নই সন্ত্রাসী হামলার নির্দেশ দেয়।”
ক্রেমলিন জানিয়েছে, রাশিয়া এই ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থার জন্য ফ্রান্সের ওপর চাপ সৃষ্টি করছে।
রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানিয়েছে, মস্কো এ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছে।
ফ্রান্স টোয়েন্টিফোর জানিয়েছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের তৃতীয় বার্ষিকীতে এবং ইউরোপীয় ও কানাডিয়ান নেতারা চলমান ইউক্রেনের যুদ্ধ-প্রচেষ্টার প্রতি সমর্থন জানাতে কিয়েভে জড়ো হওয়ার সময় এই ঘটনা ঘটল।
এদিকে, ফ্রান্স দ্রুত এই ঘটনায় নিন্দা জানিয়েছে। ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র সাংবাদিকদের বলেন, “ফ্রান্স কূটনৈতিক স্থাপনার নিরাপত্তা লঙ্ঘনের যেকোনো প্রচেষ্টার নিন্দা জানায়।”
২০২২ সাল থেকে ফ্রান্স ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের বিরুদ্ধে একাধিক বিক্ষোভ দেখেছে, যার মধ্যে মার্সেই, প্যারিস এবং অন্যান্য শহরে বিক্ষোভও রয়েছে।
ঢাকা/ফিরোজ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর কনস য ল ট ইউক র ন ককট ল
এছাড়াও পড়ুন:
মোশাররফ–মেহজাবীন নন, ঈদে ছোট পর্দায় দাপট দেখাবেন কারা
কয়েক বছর আগেও ঈদের নাটকে মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, অপূর্ব, আফরান নিশো, মম, মেহজাবীনদের ব্যস্ততা ছিল। এখন তাঁরা কম কাজ করছেন। বড় বাজেটের ও ভিন্ন রকম গল্পেই কেবল তাঁদের পাওয়া যায়। জ্যেষ্ঠ অভিনয়শিল্পীরা কাজ কমিয়ে দেওয়ায় সেই জায়গা নিয়েছেন তরুণেরা। এর মধ্যে তৌসিফ মাহবুব, তাসনিয়া ফারিণ, তানজিন তিশা, তটিনী, ইয়াশ রোহান, খায়রুল বাসার, সামিরা মাহি, তানিয়া বৃষ্টি, আইশা খানসহ অনেকে কাজ করছেন। সে হিসেবে বলা চলে, এবারের ঈদে তরুণ তারকাদের দাপট থাকবে বেশি।
টেলিভিশনের পাশাপাশি ইউটিউবের জন্য নাটক বানায় বেশ কয়েকটি প্রযোজনা প্রতিষ্ঠান। গত কয়েক বছরে ঈদ উৎসবে থাকত শতাধিক নাটক। ইউটিউবেও কয়েক শ নাটক প্রচারিত হতো। এবার সেই চিত্র পাল্টে গেছে। একাধিক প্রযোজনা প্রতিষ্ঠান, প্রযোজক, পরিচালকের সঙ্গে কথা বলে জানা গেছে, এবার নাটক অর্ধেকের কম। সার্বিক পরিস্থিতির কারণে অনেক প্রযোজনা প্রতিষ্ঠান নাটক বানানো কমিয়ে দিয়েছেন। অভিনয়শিল্পীরা জানিয়েছেন, গত বছরেও তাঁরা ১৫-২০টি নাটকে অভিনয় করেছেন, সেখানে তাঁরা এবার ৮-১০টি নাটকে অভিনয় করেছেন।
তৌসিফ মাহবুব। ছবি: শিল্পী সৌজন্যে