সাভারের আশুলিয়ায় নিজ বাড়িতে অভিনেতা আজিজুর রহমান আজাদ (৩৪) গুলিবিদ্ধের ঘটনায় জড়িতদের কাউকে গ্রেপ্তার ও প্রকৃত ঘটনার রহস্য উদঘাটন করতে না পারায় আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকীকে প্রত্যাহার করা হয়েছে। 

রোববার রাতেই ক্লোজড করে তাকে ঢাকা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। সোমবার ঢাকা জেলা পুলিশ সুপার মো.

আনিসুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

গুলিবিদ্ধ টিভি অভিনেতা আজিজুর রহমান আজাদ রাজধানীর উত্তরার শিপ ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী রোকসানা হকও (৩৩) আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। এর আগে রোববার ভোরে নিজ বাসায় গুলিবিদ্ধ হন আজিজুর রহমান আজাদ।

তিনি বলেন, ভোরে গ্রিল কাটার শব্দে তার ঘুম ভাঙে। এসময় তিনি বাসায় দুর্বৃত্তদের উপস্থিতি টের পেলে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে পরপর তিন রাউন্ড গুলি ছোড়ে। তাকে রক্ষা করতে গিয়ে দুর্বৃত্তদের হামলায় স্ত্রী রোকসানা হক (৩৩) ও মা আজিজুন্নাহার (৬৫) আহত হন। পরে স্থানীয়রা গুলিবিদ্ধ অভিনেতাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

শিপ ইন্টারন্যাশনাল হাসপাতালের চিকিৎসক ডা. কামরুজ্জামান বলেন, অভিনেতার শরীরে তিনটি গুলি লেগেছে। বর্তমানে তিনি শঙ্কামুক্ত।

মাত্র দেড় মাসের মাথায় ঢাকার আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকীকে প্রশাসনিক কারণে প্রত্যাহার করে ঢাকা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এর আগে গত ৮ জানুয়ারি রাতে নুরে আলম সিদ্দিকী আশুলিয়া থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেন। তবে তিনি আশুলিয়া থানায় যোগদানের পর থেকেই আইনশৃঙ্খলার অবনতি ঘটতে থাকে বলে অভিযোগ ওঠে।

সম্প্রতি শিল্পাঞ্চলে ছিনতাই ও ডাকাতির ঘটনাও বেড়েছে আশঙ্কাজনক হারে। এছাড়া কয়েকদিনের ব্যবধানে ঝুট ব্যবসা নিয়ে দুপক্ষের মধ্যে একাধিকবার গোলাগুলি ও অস্ত্র নিয়ে মহড়ার পাশাপাশি ঝুটের গাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। আশুলিয়া থানায় পদায়নের আগে নুরে আলম সিদ্দিকী বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ নারায়ণগঞ্জ জোনের ইন্সপেক্টর হিসেবে কর্মরত ছিলেন।

উৎস: Samakal

কীওয়ার্ড: আলম স দ দ ক র ঘটন

এছাড়াও পড়ুন:

প্রসিদ্ধ চিকন সেমাই তৈরিতে যন্ত্রের ব্যবহার বেড়েছে

২ / ৮মেশিন থেকে বের হচ্ছে প্রসিদ্ধ চিকন সেমাই

সম্পর্কিত নিবন্ধ