সাভারের আশুলিয়ায় নিজ বাড়িতে অভিনেতা আজিজুর রহমান আজাদ (৩৪) গুলিবিদ্ধের ঘটনায় জড়িতদের কাউকে গ্রেপ্তার ও প্রকৃত ঘটনার রহস্য উদঘাটন করতে না পারায় আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকীকে প্রত্যাহার করা হয়েছে। 

রোববার রাতেই ক্লোজড করে তাকে ঢাকা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। সোমবার ঢাকা জেলা পুলিশ সুপার মো.

আনিসুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

গুলিবিদ্ধ টিভি অভিনেতা আজিজুর রহমান আজাদ রাজধানীর উত্তরার শিপ ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী রোকসানা হকও (৩৩) আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। এর আগে রোববার ভোরে নিজ বাসায় গুলিবিদ্ধ হন আজিজুর রহমান আজাদ।

তিনি বলেন, ভোরে গ্রিল কাটার শব্দে তার ঘুম ভাঙে। এসময় তিনি বাসায় দুর্বৃত্তদের উপস্থিতি টের পেলে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে পরপর তিন রাউন্ড গুলি ছোড়ে। তাকে রক্ষা করতে গিয়ে দুর্বৃত্তদের হামলায় স্ত্রী রোকসানা হক (৩৩) ও মা আজিজুন্নাহার (৬৫) আহত হন। পরে স্থানীয়রা গুলিবিদ্ধ অভিনেতাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

শিপ ইন্টারন্যাশনাল হাসপাতালের চিকিৎসক ডা. কামরুজ্জামান বলেন, অভিনেতার শরীরে তিনটি গুলি লেগেছে। বর্তমানে তিনি শঙ্কামুক্ত।

মাত্র দেড় মাসের মাথায় ঢাকার আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকীকে প্রশাসনিক কারণে প্রত্যাহার করে ঢাকা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এর আগে গত ৮ জানুয়ারি রাতে নুরে আলম সিদ্দিকী আশুলিয়া থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেন। তবে তিনি আশুলিয়া থানায় যোগদানের পর থেকেই আইনশৃঙ্খলার অবনতি ঘটতে থাকে বলে অভিযোগ ওঠে।

সম্প্রতি শিল্পাঞ্চলে ছিনতাই ও ডাকাতির ঘটনাও বেড়েছে আশঙ্কাজনক হারে। এছাড়া কয়েকদিনের ব্যবধানে ঝুট ব্যবসা নিয়ে দুপক্ষের মধ্যে একাধিকবার গোলাগুলি ও অস্ত্র নিয়ে মহড়ার পাশাপাশি ঝুটের গাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। আশুলিয়া থানায় পদায়নের আগে নুরে আলম সিদ্দিকী বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ নারায়ণগঞ্জ জোনের ইন্সপেক্টর হিসেবে কর্মরত ছিলেন।

উৎস: Samakal

কীওয়ার্ড: আলম স দ দ ক র ঘটন

এছাড়াও পড়ুন:

হঠাৎ পিঠে ব্যথা হয় যেসব কারণে

আমরা অনেকে দিনের বেশির ভাগ সময় বসে কাজ করি। এক জায়গায় দীর্ঘ সময় বসে বা শুয়ে কেউ ল্যাপটপে, কেউ ডেস্কটপে আর কেউ মোবাইলে নেট ব্রাউজিং করি। আবার কারও কারও চাকরির ধরণ ‘ডেস্ক জব’। চিকিৎসকেরা বলছেন, পিঠ ব্যাথার অন্যতম কারণ হচ্ছে ম্যাকানিক্যাল কারণ। 

ডা. এম ইয়াছিন আলী একটি পডকাস্টে বলেন, ‘‘আমরা দীর্ঘ সময় বসে কাজ করছি। অথবা অনেকেই খুব ঝুঁকে করছি। একাধারে দীর্ঘ সময় বসে কাজ করার ফলে বসা থেকে উঠে দাঁড়ানোর সময় আমরা পিঠে ব্যথা অনুভব করছি। অনেকে বিছানায় উপুর হয়ে শুয়ে নেট ব্রাউজ করেন বা লেখালিখি করেন। একটা সময় দেখা যায় যে, শোয়া থেকে উনি উঠে বসতে গেলে আর স্বাভাবিক ভাবে উঠে বসতে পারেন না। এবং তীব্র পেইন অনুভব করেন।’’

এই চিকিৎসক আরও বলেন, ‘‘আমাদের পিঠের মেরুদণ্ডের যে অংশ- সেটাকে মেডিকেলের ভাষায় থোরাসিক স্পাইন বলি। এই স্পাইনে সাধারণত মুভমেন্ট কম হয়। ঘাড় ও কোমরের সার্ভিক্যাল স্পাইন এবং কোমরের স্পাইনের নড়াচড়া বেশি হলেও পিঠের স্পাইনের নড়াচড়া কম হয়। সেক্ষেত্রে একইভাবে যখন আমরা দীর্ঘক্ষণ থাকি, তখন মাংসপেশীগুলো-লিগামেন্টগুলো শক্ত হয়ে যায়। এবং সেখান থেকেই মূলত পেইন শুরু হয়।’’

আরো পড়ুন:

দাঁতে গর্ত দেখা দিলে করণীয়

কত সময় ভিজিয়ে রাখা পান্তা ভাত স্বাস্থ্যের জন্য ভালো?

‘‘প্রথম দিকে আমরা বেশি অবহেলা করি। কিন্তু এই পেইনটা যখন অনেক তীব্র হয়, তখন স্বাভাবিক কাজেও সমস্যা হয়। অনেক সময় লাঞ্চে যদি কোনো প্রবলেম থাকে, তাহলেও পিঠে ব্যথা হতে পারে। এ ছাড়া বিভিন্ন ট্রমাটিক বা আঘাতজনিত কারণে পিঠে ব্যথা হতে পারে। স্পোর্টস ইন্জুরি থেকেও পিঠে ব্যথা হতে পারে। উপর থেকে পড়ে যাওয়ার ফলেও পিঠে ব্যথা হতে পারে।’’— যোগ করেন এই চিকিৎসক 

কেন পিঠ ব্যথা হচ্ছে, সেই কারণ নির্ণয় করে সঠিক চিকিৎসা গ্রহণ করা উচিত।

ঢাকা/লিপি

সম্পর্কিত নিবন্ধ