‘ও সহজে হার মানবে না’, ছেলে প্রসঙ্গে আমির খান
Published: 24th, February 2025 GMT
বলিউড তারকা আমির খানের পুত্র জুনাইদ খানের সদ্য বড় পর্দায় অভিষেক হয়েছে। বেশ ধুমধাম করে অভিষেক হয়েছিল এই তারকা–পুত্রের। ছেলের ছবির প্রচারণার দায়ভার নিজের কাঁধে তুলে নিয়েছিলেন আমির। তাই ছবির ট্রেলার মুক্তি থেকে বিশেষ প্রদর্শনী; সব জায়গায়ই হাজির ছিলেন তিনি। কিন্তু এত কিছু করেও জুনাইদের অভিষেক ছবি ডাহা ফ্লপ হয়েছে। সম্প্রতি এ বিষয়ে নিজের কষ্টের কথা জানিয়েছেন আমির।
জুনাইদের সঙ্গে বড় পর্দায় অভিষেক হয়েছে আরেক তারকা–সন্তানের। আর তিনি হলেন শ্রীদেবী ও বনি কাপুরের কনিষ্ঠ কন্যা খুশি কাপুর। অদ্ভেত চন্দন পরিচালিত রোমান্টিক কমেডি ছবি ‘লাভইয়াপা’র মধ্য দিয়ে বড় পর্দায় আত্মপ্রকাশ করেছেন জুনাইদ ও খুশি। সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন এই জুটিকে ঘিরে দারুণ উন্মাদনা ছিল।
একদিকে ছেলের ছবির প্রচারণার কাজে আমির যেমন এগিয়ে এসেছিলেন, অন্যদিকে শ্রীদেবীর বড় মেয়ে জাহ্নবী কাপুরও ছোট বোনের ছবির প্রচার করেছেন জোর কদমে। কিন্তু তা-ও ছবিটি হলে দর্শক টানতে চূড়ান্ত ব্যর্থ।
খুশি কাপুর, আমির খান ও জুনাইদ খান। এএনআই.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বংশালে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুন, দগ্ধ ৬
রাজধানীর বংশালের বাংলাদেশ মাঠ সংলগ্ন ফুটপাতের একটি দোকানে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুন লেগে ছয়জন দগ্ধ হয়েছেন।
সোমবার রাত ১০টার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
দগ্ধরা হলেন- দগ্ধরা হলেন- রিমঝিম (১৬), মেহেদী হাসান (২৫), সাগর (২৫), ইকবাল (৩৩), নয়ন (২৯) ও অপূর্ব (১৮)।
জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিনতে রহমান বলেন, বংশাল বাংলাদেশ মাঠ এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ অবস্থায় ৬ জনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তাদের মধ্যে রিমঝিমের শরীরে বার্ন ইনজুরি, মেহেদী হাসানের শরীরের ১ শতাংশ, সাগরের শরীরে ১১ শতাংশ, ইকবালের শরীরের ২ শতাংশ, নয়নের শরীরের ৭ শতাংশ অপূর্বর শরীরের এক শতাংশ শরীর বার্ন হয়েছে। তাদের মধ্যে সাগরকে ভর্তি দেওয়া হয়েছে বাকিদের জরুরি বিভাগে অবজারবেশনে রাখা হয়েছে।