কনওয়েকে ফিরিয়ে ব্রেক থ্রু দিলেন মুস্তাফিজ
Published: 24th, February 2025 GMT
নিউজিল্যান্ডকে ২৩৭ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। জবাব দিতে নামা কিউই শিবিরে প্রথম ওভারেই ধাক্কা দেন তাসকিন আহমেদ। পরেই অভিজ্ঞ কেন উইলিয়ামসনকে তুলে নেন নাহিদ রানা। এরপর জুটি গড়া ডেভন কনওয়ে ও রাচিন রবীন্দ্রর জুটি ভেঙেছেন মুস্তাফিজ।
নিউজিল্যান্ড ১৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ৭৪ রানে ব্যাট করছে। রাচিন রবীন্দ্র ৩৮ রানে ব্যাট করছেন। তার সঙ্গী টম ল্যাথাম। কনওয়ে ৩০ রান করে ফিরেছেন। কেন উইলিয়ামসন ৫ রান করে ফিরেছেন।
শান্তর ব্যাটে রান: বাংলাদেশ নাজমুল শান্ত ও তানজিদ তামিমের ওপেনিং জুটিতে ৪৫ রান যোগ করে। এরপর তানজিদ (২৪), মিরাজ (১৩), হৃদয় (৭), মুশফিক (২) ও মাহমুদউল্লাহ আউট হন। নাজমুল শান্ত ১১০ বলে ৭৭ রানের ইনিংস খেলেন। জাকের আলী ৪৫ ও রিশাদ হোসেন খেলেন ২৬ রানের ইনিংস।
ব্রেসওয়েলে ধস বাংলাদেশের: নিউজিল্যান্ডের স্পিনার মাইকেল ব্রেসওয়েলকে আক্রমণ করে খেলতে গিয়ে উইকেট বিলিয়ে দিয়েছে বাংলাদেশ। তানজিদ অন ড্রাইভ খেলতে গিয়ে ক্যাচ দেন। হৃদয় বড় শট খেলতে গিয়ে ৩০ গজে আউট হন। মুশফিক চাপের মধ্যে স্লগ সুইপ খেলেন। ওই ব্রেসওয়েলকে পরেই ডাউন দ্য উইকেটে মারতে গিয়ে ক্যাচ দেন রিয়াদও।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
নিজ বাড়িতে গুলিবিদ্ধ অভিনেতা আজাদ, আহত মা ও স্ত্রী
আশুলিয়ার জিরাবোর নিজ বাড়িতে গুলিবিদ্ধ হয়েছেন ছোট পর্দার অভিনেতা আজিজুর রহমান আজাদ। আজ ভোররাতে ডাকাতির উদ্দেশ্য বাড়িতে একদল দূর্বৃত্তকারী প্রবেশ করলে ঘটনাক্রমে তাদের হামলায় গুলিবিদ্ধ হন অভিনেতা। অভিনেতার স্ত্রী ও মা দুজনেই গুরুতর আহত হন বলেও জানা গেছে।
খবরটি নিশ্চিত করেছেন অভিনেতার ভগ্নিপতি ও নির্মাতা তপু খান। তিনি বলেন, ঘটনাটি ঘটেছে ভোরবেলা। কয়েকজন ডাকাত বাসার রান্নাঘরের গ্রিল কেটে ঘরে ঢুকে। এরপর বাসার সবাই টের পেয়ে রান্নাঘরে গেলে সেসময় অভিনেতার স্ত্রীর মাথায় এবং তার মায়ের পায়ে গুরুতরভাবে আঘাত লাগে। এরপর ডাকাতরা চলে যাওয়ার সময়ে আজাদের পায়ে তিনটি গুলি করে।
মা-স্ত্রীসহ অভিনেতা এখন রাজধানীর উত্তরার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। হাসপাতালে অভিনেতার দেখাশোনা করছেন আরেক নির্মাতা আনিসুর রহমান রাজিব। তিনি বলেন, আপাতত চিকিৎসা চলছে। আজাদের পায়ে তিনটি গুলি লাগে। তার জ্ঞান ফিরেছে। ভালো আছে। তার স্ত্রী এবং মায়েরও চিকিৎসা চলছে।