বিয়ে করেছেন মডেল ও ছোটপর্দার অভিনেত্রী শাকিলা পারভীন। রোববার রাজধানীতে দুই পরিবারের সম্মতিতে তাঁদের বিয়ে হয়েছে বলে জানিয়েছেন অভিনেত্রী নিজেই।

শাকিলার বরের নাম আরবিন খান সোহান। তিনি বাংলাদেশ বিমানে কর্মরত আছেন।

শাকিলা পারভীন গণমাধ্যমকে জানান, সোহানের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক ছিলো যা পরিবারের সদস্যরা জানতেন। দুই পরিবারের সদস্যরা রোববার বিয়ের দিনক্ষণ নিয়ে কথা বলে। ওইদিন বাগদানের কথা ছিল কিন্তু সন্ধ্যায় তাদের বিয়ের সিদ্ধান্ত হয়।

শাকিলা পারভীন বলেন, ‘আমরা আগে থেকে স্থির করেছিলাম যে বিয়ে করতে পারি। এ অবস্থায় হঠাৎ বিয়ের সিদ্ধান্তে অবাক হয়েছিলাম। তবে পরিবারের কথা ভেবেই বিয়েতে রাজি হয়েছি।’

৮ বছর আগে আরবান খানের সঙ্গে শাকিলার পরিচয়। পরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠে। কিন্তু এই সম্পর্ককে প্রেম বলতে চান না শাকিলা পারভীন।

তিনি বলেন, ‘৮ বছর আগে পরিচয় হলেও আমাদের প্রেম ছিল না। ভালো লাগা থেকেই বিয়ে করেছি। আমার কাছে মনে হয়েছে সোহান আমাকে বোঝে। সে আমার অভিনীত কাজগুলো খুব পছন্দ করে। কখনো ভুল করলে তার সমালোচনা করে। পরে আমার কাছে মনে হয়েছে বিয়ে করা যায় তাঁকে। তবে পরিবার থেকেই বিয়ের ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে।’

প্রসঙ্গত, ২০১৮ সালে মিউজিক ভিডিওতে মডেলিংয়ের মাধ্যমে শোবিজে পা রাখেন শাকিলা। পরের বছরই ছোটপর্দায় দেখা যায়। সম্প্রতি জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের সঙ্গে ‘সেম সেম বাট ডিফারেন্ট’ নামে একটি নাটকে কাজ করেছেন।

শাকিলা পারভীনকে ‘বিয়ে বাড়ির রং ঢং’, ‘নানি বাড়ির স্মৃতি’ ও ‘আজ তামিমের বিয়ে’সহ কয়েকটি নাটকে দেখা গেছে। এছাড়া ‘তোর মন পাড়ায়’, ‘সোনা বন্ধুরে’, ‘ঝাকানাকা’, ‘লাগে না লাগে না ভালো’সহ কয়েকটি মিউজিক ভিডিওতে অভিনয় করে প্রশংসিত হয়েছেন তিনি।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: পর ব র র

এছাড়াও পড়ুন:

অতিরিক্ত ভাড়া আদায়, রাজশাহীতে গ্রামীণ ট্রাভেলসকে জরিমানা

এক যাত্রী রাজশাহী থেকে ফেনী যাবেন। বাস ভাড়া ১ হাজার ৩৬১ টাকা। কিন্তু, তার কাছ থেকে নেওয়া হয়েছে চাঁপাইনবাবগঞ্জ থেকে কক্সবাজারের ভাড়া ১ হাজার ৮০০ টাকা। এমন ঘটনা দেখে রাজশাহীতে গ্রামীণ ট্রাভেলসকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট আল্পনা ইয়াসমিন।

শনিবার (২৯ মার্চ) বেলা ১১টার দিকে রাজশাহী নগরীর শিরোইল বাস টার্মিনাল এলাকায় এই অভিযান চালানো হয়। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট বাসের বিভিন্ন কাউন্টার পরিদর্শন করেন এবং কাউন্টারগুলোকে অতিরিক্ত ভাড়া নেওয়া থেকে বিরত থাকতে নির্দেশ দেন।

আল্পনা ইয়াসমিন বলেন, ‘‘ঈদ পরবর্তী সময়ের টিকিটের ক্ষেত্রে অনলাইনে বেশি দেখিয়ে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। অনলাইনে ভাড়া কমিয়ে প্রদর্শন করার জন্য কাউন্টারগুলোকে ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছে। কাউন্টার এলাকায় বিআরটিএর ভিজিল্যান্স টিম থাকছে। কোনো কাউন্টারে বেশি ভাড়া নিলে যাত্রীরা অভিযোগ করলেই ব্যবস্থা নেওয়া হবে।’’

ঢাকা/কেয়া/রাজীব

সম্পর্কিত নিবন্ধ