৮ বছরের পরিচয়ে বিয়ে, প্রেম বলতে নারাজ শাকিলা পারভীন
Published: 24th, February 2025 GMT
বিয়ে করেছেন মডেল ও ছোটপর্দার অভিনেত্রী শাকিলা পারভীন। রোববার রাজধানীতে দুই পরিবারের সম্মতিতে তাঁদের বিয়ে হয়েছে বলে জানিয়েছেন অভিনেত্রী নিজেই।
শাকিলার বরের নাম আরবিন খান সোহান। তিনি বাংলাদেশ বিমানে কর্মরত আছেন।
শাকিলা পারভীন গণমাধ্যমকে জানান, সোহানের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক ছিলো যা পরিবারের সদস্যরা জানতেন। দুই পরিবারের সদস্যরা রোববার বিয়ের দিনক্ষণ নিয়ে কথা বলে। ওইদিন বাগদানের কথা ছিল কিন্তু সন্ধ্যায় তাদের বিয়ের সিদ্ধান্ত হয়।
শাকিলা পারভীন বলেন, ‘আমরা আগে থেকে স্থির করেছিলাম যে বিয়ে করতে পারি। এ অবস্থায় হঠাৎ বিয়ের সিদ্ধান্তে অবাক হয়েছিলাম। তবে পরিবারের কথা ভেবেই বিয়েতে রাজি হয়েছি।’
৮ বছর আগে আরবান খানের সঙ্গে শাকিলার পরিচয়। পরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠে। কিন্তু এই সম্পর্ককে প্রেম বলতে চান না শাকিলা পারভীন।
তিনি বলেন, ‘৮ বছর আগে পরিচয় হলেও আমাদের প্রেম ছিল না। ভালো লাগা থেকেই বিয়ে করেছি। আমার কাছে মনে হয়েছে সোহান আমাকে বোঝে। সে আমার অভিনীত কাজগুলো খুব পছন্দ করে। কখনো ভুল করলে তার সমালোচনা করে। পরে আমার কাছে মনে হয়েছে বিয়ে করা যায় তাঁকে। তবে পরিবার থেকেই বিয়ের ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে।’
প্রসঙ্গত, ২০১৮ সালে মিউজিক ভিডিওতে মডেলিংয়ের মাধ্যমে শোবিজে পা রাখেন শাকিলা। পরের বছরই ছোটপর্দায় দেখা যায়। সম্প্রতি জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের সঙ্গে ‘সেম সেম বাট ডিফারেন্ট’ নামে একটি নাটকে কাজ করেছেন।
শাকিলা পারভীনকে ‘বিয়ে বাড়ির রং ঢং’, ‘নানি বাড়ির স্মৃতি’ ও ‘আজ তামিমের বিয়ে’সহ কয়েকটি নাটকে দেখা গেছে। এছাড়া ‘তোর মন পাড়ায়’, ‘সোনা বন্ধুরে’, ‘ঝাকানাকা’, ‘লাগে না লাগে না ভালো’সহ কয়েকটি মিউজিক ভিডিওতে অভিনয় করে প্রশংসিত হয়েছেন তিনি।
.উৎস: Samakal
কীওয়ার্ড: পর ব র র
এছাড়াও পড়ুন:
মিয়ানমারে ৫ হাজার কারাবন্দিকে মুক্তি
নববর্ষ উপলক্ষে প্রায় ৪ হাজার ৮৯৩ বন্দিকে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছে মিয়ানমারের সামরিক জান্তা সরকার। বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, নতুন বছর উপলক্ষে জান্তাপ্রধান মিন অং হ্লেইং ৪ হাজার ৮৯৩ বন্দিকে ক্ষমা করেছেন।
মুক্তি পাওয়া বন্দিদের মধ্যে কতজন রাজনৈতিক বন্দি, তা এখনও পরিষ্কার নয়। মিয়ানমারের স্থানীয় পর্যবেক্ষক সংস্থা পলিটিক্যাল প্রিজনার্স নেটওয়ার্ক বলেছে, জান্তাপ্রধানের ঘোষণায় কমপক্ষে ২২ রাজনৈতিক বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে।
দেশটির বিভিন্ন কারাগারে গত সপ্তাহ পর্যন্ত প্রায় ২২ হাজার ১৯৭ রাজনৈতিক বন্দিকে আটক রাখা হয়। এই বন্দিদের মাঝে ২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়া দেশটির গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চিও রয়েছেন। মুক্তি পাওয়া বন্দিরা আইন অমান্য করলে বাকি সাজা ভোগ করতে হবে। ইরাবতী।