গরু ব্যবসায়ীকে হত্যার ঘটনায় ৫ বছর পর সাতক্ষীরার সাবেক এসপি-এএসপির নামে মামলা
Published: 24th, February 2025 GMT
প্রতীকী ছবি
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
মোটরসাইকেল আরোহী পুলিশ সদস্যকে ট্রাকচাপায় হত্যার অভিযোগ
ঢাকার সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে ট্রাকচাপায় ফজলু হক (৪০) নামে একজন মোটরসাইকেল আরোহী পুলিশ সদস্য নিহত হয়েছেন। তাকে ইচ্ছাকৃতভাবে ট্রাকচালক চাপা দিয়ে হত্যা করেছে বলে পুলিশের অভিযোগ।
বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফজলু হক সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করেছে। নিহত ফজলু মোটরসাইকেলে সাভারের দিকে আসছিলেন। এসময় উল্টোপথে দ্রুতগতিতে আসা একটি ট্রাক পুলিশের মোটরসাইকেল দেখে ইচ্ছাকৃতভাবে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই পুলিশ সদস্যের মৃত্যু হয়।”
এ ঘটনায় ট্রাক জব্দ ও চালককে আটক করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
ঢাকা/সাব্বির/টিপু