বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, ‘বিএনপি দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করে কোনো অনির্বাচিত সরকার কখনো জনগণের আশা–আকাঙ্ক্ষা পূরণ করতে পারে না। এখন পর্যন্ত মানুষ যত সামাজিক হাতিয়ার আবিষ্কার করছে, তার মধ্যে সবচেয়ে বড় হাতিয়ার হলো নির্বাচন। নির্বাচনের মাধ্যমে আমরা দায়িত্বশীল, কর্তব্যশীল এবং গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে পারি।’

আজ সোমবার দুপুরে বরগুনা পাবলিক লাইব্রেরি অডিটোরিয়ামে জেলা বিএনপির সঙ্গে বরিশাল বিভাগীয় সাংগঠনিক টিমের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির বরিশাল বিভাগের সহসাংগঠনিক সম্পাদক আ ক ন কুদ্দুসুর রহমান সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন আরেক সহসাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক, কেন্দ্রীয় বিএনপির সহ–বন ও পরিবেশবিষয়ক সম্পাদক কাজী রওনাকুল ইসলাম, সহ-শ্রমবিষয়ক সম্পাদক ফিরোজ-উজ-জামান, জাতীয় নির্বাহী কমিটির সদস্য নজরুল ইসলাম মোল্লা প্রমুখ। মতবিনিময় সভায় জেলা বিএনপি, উপজেলা, পৌর কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় কোনো দলের নাম উল্লেখ না করে আবদুল আউয়াল বলেন, ‘আমাদের যারা ছোট ভাইরা এসেছে, তারা বলছে, তারাই আন্দোলন করে সরকারের পতন ঘটিয়েছে। আরেক দল আছে তাদের ইতিহাস আমরা সবাই জানি। ১৯৭১ সনে তাদের ভূমিকার কথা আমরা সবাই জানি। দুনিয়ার সবাই জানে। ওনারা সব নির্বাচনে কী করছে, তা আপনারা জানেন। এখন তারা রাস্তাঘাটে লাফালাফি করছে, মনে হয় সব তারা।’

আওয়ামী লীগ সরকারের আমলা বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলা-মামলার কথা উল্লেখ করে দলের ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল বলেন, ‘বিগত স্বৈরাচারী সরকারের আমলে আমরা কি কম নির্যাতিত হয়েছি? আমাদের বিএনপির বিরুদ্ধে প্রহসনমূলক প্রায় ১ লাখ ৬০ হাজার মামলা করা হয়েছে। সেই মামলায় আমাদের ৬০-৬২ লাখ নেতা-কর্মী আসামি হয়েছে। ১৭ বছর থেকে একটা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে-আমরা আন্দোলন সংগ্রাম করেছি। আমরা অত্যাচারিত, লাঞ্ছিত ও নির্যাতিত হয়েছি। আমরা ওই সরকারকে বিতাড়িত করে প্রাথমিক বিজয় অর্জন করেছি। কিন্তু আমদের ১৭ বছর আন্দোলন-সংগ্রামের সফলতা এখনো আসেনি। আমাদের আন্দোলন সংগ্রাম-এখনো অব্যাহত আছে।’

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আবদ ল আউয় ল ব এনপ র আম দ র সরক র

এছাড়াও পড়ুন:

যুবদল নেতার চাঁদা দাবির প্রতিবাদে মানববন্ধন

শেরপুর সদর উপজেলার চরশেরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সেলিম রেজার কাছে চরশেরপুর ইউনিয়ন যুবদল নেতা শাকিল আহমেদের চাঁদা দাবির প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন করা হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে চরশেরপুর তালেব আলী দাখিল মাদ্রাসা মাঠে ওই প্রতিবাদ সমাবেশ হয়।

সমাবেশ ও মানবন্ধনে স্থানীয় বিএনপি, জামায়াত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারাসহ স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন। এ সময় উত্তেজিত জনতা যুবদল নেতা শাকিলের ছবিতে ঝাড়ুপেটা করে।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন চরশেরপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ আলী, ১ নং ওয়ার্ড জামায়াত সভাপতি রুবেল মিয়া, ৯ নং ওয়ার্ড জামায়াত সভাপতি মো. মুতাসিম বিল্লাহ, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব সাজেদুর রহমান সাঈম, চরশেরপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মান্নান, শেরপুর সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শামিম মিয়া, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক শাকিল রানা প্রমুখ।

আরো পড়ুন:

টাঙ্গাইলে ৭ দাবিতে এ আই টেকনিশিয়ানদের কর্মবিরতি

চট্টগ্রামে পদোন্নতি বঞ্চিত ফরেস্টার ও ফরেস্ট গার্ডদের মানববন্ধন

এ সময় বক্তারা বলেন, চরশেরপুর ইউনিয়নের চেয়ারম্যান সেলিম রেজা গত নির্বাচনে আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতীকের প্রার্থীকে বিপুল ভোটে পরাজিত করে চেয়ারম্যান হয়েছেন। কিন্তু চাহিদামত চাঁদা না দেওয়ায় তাকে আওয়ামী লীগের দোসর বানানোর অপচেষ্টা করা হচ্ছে। ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে জড়িয়ে মিথ্যা অপবাদ ছড়ানো হচ্ছে। 

তারা বলেন, শহরের কতিপয় চাঁদাবাজের মদদদাতারা চেয়ারম্যান সেলিম রেজার অপসারণ ও শাস্তি দাবি করে মানববন্ধন করেছে, যা হাস্যকর। এ সময় বক্তারা দ্রুত সময়ের মধ্যে শাকিল আহমেদ, সাধন, আলমগীর, ছামিদুল, মানিক ও সোহাগসহ চিহ্নিত চাঁদাবাজদের গ্রেপ্তার করে বিচারের দাবি করেন।

অভিযুক্ত যুবদল নেতা শাকিল আহমেদ বলেন, ‘‘সেলিম রেজা আমাকে প্রাণনাশের হুমকি দিয়েছেন। চাঁদা দাবির প্রশ্নই ওঠে না। আমি ইতোমধ্যে মানববন্ধন করে চেয়ারম্যানের বিচার দাবি করেছি।’’ 

প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন শেষে চেয়ারম্যান সেলিম রেজা পক্ষ থেকে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দেওয়া হয়। 

এদিকে, দুপুরে জেলা শহরের থানামোড়ে চরশেরপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে ইউপি চেয়ারম্যান সেলিম রেজার বিচার দাবি করে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে যুবদল নেতাকে প্রাণনাশের হুমকিরহ নানা অনিয়মের অভিযোগ তুলে তার বিচার দাবি করা হয়।

ঢাকা/তারিকুল/বকুল

সম্পর্কিত নিবন্ধ

  • প্রধান উপদেষ্টাকে চিঠি বিএনপির, কী আছে বর্ণনায়
  • প্রধান উপদেষ্টাকে চিঠিতে যা বলল বিএনপি
  • বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে দেশটির জনগণ: যুক্তরাষ্ট্র
  • গ্যাস-তেলের মূল্যবৃদ্ধি জনজীবনের সংকট বাড়াবে: সিপিবি
  • জনগণ সব সময় ফিলিস্তিনের পাশে আছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
  • যুবদল নেতার চাঁদা দাবির প্রতিবাদে মানববন্ধন
  • পাঁচ বছর ক্ষমতায় থাকার কথা আমি বলিনি: স্বরাষ্ট্র উপদেষ্টা
  • মডেল মেঘনার সঙ্গে এই আইন প্রথম ব্যবহৃত হচ্ছে না: খোদা বখস চৌধুরী
  • মডেল মেঘনার সঙ্গে এ আইন প্রথম ব্যবহৃত হচ্ছে না: খোদা বখস চৌধুরী
  • মেঘনা আলমের সঙ্গে প্রথম এই আইন ব্যবহার হচ্ছে না: প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী