বিয়ে করলেন মডেল-অভিনেত্রী শাকিলা পারভীন। তার বরের নাম আরবিন খান সোহান। রবিবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। শাকিলার বর বাংলাদেশ বিমানে চাকরি করেন।

গতকাল বাগদান সম্পন্ন করার পরিকল্পনা করেছিল দুই পরিবারের সদস্যরা। এ তথ্য জানিয়ে শাকিলা বলেন, “আমাদের ভালো লাগা ছিল, সেখান থেকেই বন্ধুত্ব গড়ে ওঠে। দুই পরিবারে সদস্যরা আমাদের সম্পর্কের বিষয়টি জানতেন। দুই পরিবারের লোক গতকাল কথা বলেন বিয়ের দিন–তারিখ নিয়ে। এনগেজমেন্টের কথা ছিল। পরে সন্ধ্যার দিকে আমাদের বিয়ের সিদ্ধান্ত হয়। কাউকেই জানাতে পারিনি। আমরা যেহেতু আগে থেকেই স্থির করেছিলাম বিয়ে করতে পারি, সেখানে হঠাৎ করে বিয়ের সিদ্ধান্তে অবাক হয়েছিলাম। পরে পরিবারের কথা চিন্তা করে বিয়েতে সম্মত হয়েছি।”

বরের সঙ্গে শাকিলা

আরো পড়ুন:

বিয়ের আসরে কাঁদলেন মেহজাবীন-রাজীব

রাজীবের সঙ্গে প্রেম-বিয়ের গল্প বললেন মেহজাবীন

আরবিনের সঙ্গে শাকিলের ৮ বছরের পরিচয়। কিন্তু তাদের সম্পর্ককে ‘প্রেমের’ মোড়কে ঢাকতে চান না অভিনেত্রী। তার ভাষায়, “আমাদের প্রেম ছিল না, ৮ বছরের পরিচয়, ভালো লাগা থেকেই বিয়ে করেছি। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থেকেই দুজন দুই পরিবারের সদস্যদের আগেই পছন্দের কথা জানিয়েছিলাম। আমার কাছে মনে হয়েছে, আরবিন আমাকে বোঝে, সে আমার অভিনীত কাজগুলো পছন্দ করে, ভুল করলে সমালোচনা করে। পরে মনে হয়েছে, তাকে বিয়ে করা যায়। বিয়ের সিদ্ধান্ত পরিবার থেকেই হয়েছে।”

২০১৮ সালে মিউজিক ভিডিওতে মডেল হওয়ার মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন শাকিলা। পরের বছর টিভি নাটকে অভিনয় করেন। কিছুদিন আগে মোশাররফ করিমের সঙ্গে ‘সেম সেম বাট ডিফারেন্ট’ নাটকে অভিনয় করে প্রশংসা কুড়ান এই অভিনেত্রী। তার অভিনীত উল্লেখযোগ্য নাটক হলো— ‘বিয়ে বাড়ীর রং ঢং’, ‘আজ তামিমের বিয়ে’, ‘নানি বাড়ির স্মৃতি’ প্রভৃতি।

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ট ভ ন টক দ ই পর ব র পর ব র র আম দ র

এছাড়াও পড়ুন:

ঈশ্বরদীতে পরচুলা তৈরির কারখানা করবে চীনা কোম্পানি

বাংলাদেশে পরচুলা তৈরির কারখানা স্থাপন করবে চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান বাংলাদেশ হাইজিনটোন হেয়ার প্রোডাক্টস কোম্পানি লিমিটেড। ঈশ্বরদী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) এই কারখানা স্থাপন করা হবে।

এ কারখানা স্থাপনে চীনা প্রতিষ্ঠানটি ৩৮ লাখ ২০ হাজার মার্কিন ডলার বা প্রায় ৪৬ কোটি ৬০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে) বিনিয়োগ করবে। এখানে বছরে ৬৯ লাখ ৮০ হাজার পিস পরচুলা ও চুলসংশ্লিষ্ট পণ্য তৈরি হবে। এখানে কর্মসংস্থান হবে ১ হাজার ৪৭৪ জন বাংলাদেশি নাগরিকের।

আজ সোমবার রাজধানীর গ্রিন রোডে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী দপ্তরে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করা হয়। বেপজার সদস্য (প্রকৌশল ও বিনিয়োগ উন্নয়ন) মো. ইমতিয়াজ হোসেন এবং বাংলাদেশ হাইজিনটোন হেয়ার প্রোডাক্টস কোম্পানির চেয়ারম্যান গাও টোয়ানজু নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

বেপজা জানিয়েছে, এটি হতে যাচ্ছে ঈশ্বরদী ইপিজেডে পরচুলা ও চুলসংশ্লিষ্ট পণ্য প্রস্তুতকারী চতুর্থ কোনো প্রতিষ্ঠান। ইতিমধ্যে একই ধরনের পণ্য উৎপাদনকারী আরও তিনটি কারখানা ওই ইপিজেডে উৎপাদনে রয়েছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক মো. তানভীর হোসেন, মো. খুরশিদ আলম, মো. তাজিম-উর-রহমান ও এ এস এম আনোয়ার পারভেজ এবং চীনা প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত নিবন্ধ