চাঁদা না পেয়ে মিরপুরে মার্কেট ভাঙচুর, গ্রেপ্তার ১
Published: 24th, February 2025 GMT
রাজধানীর মিরপুর–১ নম্বরে স্বাধীন মার্কেটে গতকাল রোববার রাতে ভাঙচুর চালিয়েছে সন্ত্রাসীরা। আজ সোমবার মার্কেটের ব্যবস্থাপক তরিকুল ওই ঘটনায় বাদী হয়ে মিরপুর মডেল থানায় হামলাকারীদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেন। পুলিশ এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে।
মিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সাজ্জাদ রোমন প্রথম আলোকে বলেন, গতকাল রাত পৌনে ৮টার দিকে সন্ত্রাসী শাহাদত বাহিনীর ২০-২৫ জন সদস্য মিরপুর–১ নম্বরে স্বাধীন মার্কেটে গিয়ে মার্কেট কমিটির কাছে ১০ লাখ টাকা চাঁদা চায়। কমিটি চাঁদা দিতে অস্বীকার করায় সন্ত্রাসীরা ওই মার্কেট ভাঙচুর করে। ওই ঘটনায় মার্কেটের ব্যবস্থাপক তরিকুল বাদী হয়ে মিরপুর মডেল থানায় হামলাকারীদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেন। এরপর মিরপুর থানার পুলিশ আজ ভোর সাড়ে ৪টার দিকে শাহ আলী এলাকায় অভিযান চালিয়ে আসিফ সিকদার (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে।
পুলিশ কর্মকর্তা সাজ্জাদ রোমন অভিযোগ করেন, গ্রেপ্তার আসিফ ঢাকা মহানগর উত্তরের ৯৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের এক নেতার নাম ব্যবহার করে চাঁদাবাজি করে আসছিলেন। আগামী ঈদুল ফিতরকে সামনে রেখে চাঁদাবাজি রোধে মিরপুর মডেল থানা-পুলিশের বিশেষ অভিযান চলছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ঈদ শুভেচ্ছার ব্যানার নিয়ে বিএনপির দু'পক্ষের সংঘর্ষ: আহত যুবদল কর্মীর মৃত্যু
চট্টগ্রামে ঈদ শুভেচ্ছার ব্যানার টাঙানো নিয়ে বিএনপির দুই পক্ষের গুলি বিনিময় ও সংঘর্ষে আহত যুবদল কর্মী জিহাদুর রহমান চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার ভোর রাতে নগরের বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত জিহাদুর রহমান জিহাদ খুলশী থানা যুবদলের কর্মী ছিলেন।
খুলশী থানার ওসি আফতাব হোসেন বলেন, ‘মারামারিতে জিহাদের পায়ে গুলি লেগেছিল। তার পেটেও ছুরিকাঘাত করা হয়েছিল। ১২ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু হয়েছে তার। এ ঘটনায় মামলা করা হলে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালানো হবে।’
গত ২১ মার্চ নগরীর খুলশী থানার কুসুমবাগ এলাকায় ঈদের শুভেচ্ছা ব্যানার টাঙানো নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এর মধ্যে দুইজন গুলিবিদ্ধ ও দুইজন ছুরিকাঘাতে আহত হন। স্থানীয়রা বলছেন, বিএনপি নেতা শাহ আলম ও ছাত্রদল নেতা শরীফুল ইসলাম তুহিনের অনুসারীদের মধ্যে এই সংঘর্ষ হয়। ঘটনার পরে খুলশী থানার ওসি মুজিবুর রহমানকে প্রত্যাহার করা হয়।