‘ছাভা’ পরিচালকের বিরুদ্ধে ১০০ কোটির মানহানি মামলার হুমকি!
Published: 24th, February 2025 GMT
তথ্য বিকৃতির অভিযোগ এনে সম্প্রতি মুক্তি পাওয়া ‘ছাভা’ সিনেমার নির্মাতাদের বিরুদ্ধে ১০০ কোটি রুপির মানহানি মামলার হুমকি দিয়েছেন দুই মারাঠা যোদ্ধা গনোজি ও কানহোজির বংশধররা।
সিনেমাটিতে দেখানো হয়েছে, গনোজি ও কানহোজির বিশ্বাসঘাতকতার জেরেই আওরঙ্গজেবের কাছে পরাস্ত হতে হয় সম্ভাজিকে। ষড়যন্ত্র করে মোগল সম্রাটের শিবিরে যোগ দেন দুই মারাঠা যোদ্ধা। মারাঠা লোককথাতেও এই কাহিনি বহুল প্রচারিত।
সিনেমার পর্দায় এমন দৃশ্য দেখেই ফুঁসে উঠছেন গনোজি, কানহোজির বংশের ত্রয়োদশ প্রজন্ম। তাদের অভিযোগ, ছবিতে এমন দৃশ্যের জন্য তাদের পরিবারের মান-মর্যাদা নষ্ট হচ্ছে।
অবিলম্বে পরিচালককে সেই দৃশ্য বদলের জন্য হুঁশিয়ারি দিয়েছেন তারা। না হলে ১০০ কোটি রুপির মানহানি মামলা করা হবে পরিচালক লক্ষ্মণ উতরেকর ও টিম ‘ছাভা’র বিরুদ্ধে।
কথিত তথ্য বিকৃতি এড়াতে গত ২০ ফেব্রুয়ারি ‘ছাভা’ টিমের বিরুদ্ধে আইনি নোটিশও পাঠিয়েছেন গনোজি, কানহোজির বংশধরেরা।
প্রতিক্রিয়ায় এর মধ্যেই দুঃখপ্রকাশ করে বিবৃতি দিয়েছেন নির্মাতা লক্ষ্মণ উতরেকর। এর আগে সিনেমায় সম্ভাজি মহারাজের নাচ ও গানের দৃশ্য নিয়ে বিতর্কের মুখে সিনেমা থেকে দৃশ্যগুলো বাদ দেন নির্মাতারা।
এতে ছত্রপতি সম্ভাজি মহারাজের চরিত্রে দেখা গেছে ভিকি কৌশল এবং তার স্ত্রীর চরিত্রে রাশমিকা মান্দানা। পর্দায় আওরঙ্গজেবের চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় খান্না। সূত্র : বলিউড হাঙ্গামা
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
‘ছাভা’ পরিচালকের বিরুদ্ধে ১০০ কোটির মানহানি মামলার হুমকি!
তথ্য বিকৃতির অভিযোগ এনে সম্প্রতি মুক্তি পাওয়া ‘ছাভা’ সিনেমার নির্মাতাদের বিরুদ্ধে ১০০ কোটি রুপির মানহানি মামলার হুমকি দিয়েছেন দুই মারাঠা যোদ্ধা গনোজি ও কানহোজির বংশধররা।
সিনেমাটিতে দেখানো হয়েছে, গনোজি ও কানহোজির বিশ্বাসঘাতকতার জেরেই আওরঙ্গজেবের কাছে পরাস্ত হতে হয় সম্ভাজিকে। ষড়যন্ত্র করে মোগল সম্রাটের শিবিরে যোগ দেন দুই মারাঠা যোদ্ধা। মারাঠা লোককথাতেও এই কাহিনি বহুল প্রচারিত।
সিনেমার পর্দায় এমন দৃশ্য দেখেই ফুঁসে উঠছেন গনোজি, কানহোজির বংশের ত্রয়োদশ প্রজন্ম। তাদের অভিযোগ, ছবিতে এমন দৃশ্যের জন্য তাদের পরিবারের মান-মর্যাদা নষ্ট হচ্ছে।
অবিলম্বে পরিচালককে সেই দৃশ্য বদলের জন্য হুঁশিয়ারি দিয়েছেন তারা। না হলে ১০০ কোটি রুপির মানহানি মামলা করা হবে পরিচালক লক্ষ্মণ উতরেকর ও টিম ‘ছাভা’র বিরুদ্ধে।
কথিত তথ্য বিকৃতি এড়াতে গত ২০ ফেব্রুয়ারি ‘ছাভা’ টিমের বিরুদ্ধে আইনি নোটিশও পাঠিয়েছেন গনোজি, কানহোজির বংশধরেরা।
প্রতিক্রিয়ায় এর মধ্যেই দুঃখপ্রকাশ করে বিবৃতি দিয়েছেন নির্মাতা লক্ষ্মণ উতরেকর। এর আগে সিনেমায় সম্ভাজি মহারাজের নাচ ও গানের দৃশ্য নিয়ে বিতর্কের মুখে সিনেমা থেকে দৃশ্যগুলো বাদ দেন নির্মাতারা।
এতে ছত্রপতি সম্ভাজি মহারাজের চরিত্রে দেখা গেছে ভিকি কৌশল এবং তার স্ত্রীর চরিত্রে রাশমিকা মান্দানা। পর্দায় আওরঙ্গজেবের চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় খান্না। সূত্র : বলিউড হাঙ্গামা