নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাবা মায়ের সাথে অভিমান করে ঘর ছেড়েছে শুভ দাস (১৫) নামের নবম শ্রেনির এক স্কুল ছাত্র।

মোবাইল ফোন কিনে না দেওয়ায় গত ২২ ফেব্রুয়ারি রাত সাড়ে দশটার সময় সিদ্ধিরগঞ্জের পাইনাদি নতুন মহল্লা এলাকায় ভাড়া বাসা থেকে অন্যত্র অজ্ঞাত স্থানে চলে যান ওই স্কুল ছাত্র।

পরিবার সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে নবম শ্রেনির স্কুল ছাত্র শুভ দাস তার বাবা মাকে মোবাইল ফোন কিনে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করে আসছেন। তার (স্কুল ছাত্র শুভ দাস) কথা মতো মোবাইল ফোন কিনে না দেয়ায় গত ২২ ফেব্রুয়ারি রাত সাড়ে দশটার সময় বাবা মার সাথে অভিমান করে সিদ্ধিরগঞ্জের পাইনাদি নতুন মহল্লা এলাকায় ভাড়া বাসা থেকে অন্যত্র অজ্ঞাত স্থানে চলে যান ওই স্কুল ছাত্র।

সে সিদ্ধিরগঞ্জের পাইনাদি নতুন মহল্লা এলাকার আল বালাগ স্কুলের নবম শ্রেনির ছাত্র। বর্তমানে সে নিখোঁজ রয়েছেন।  

নিখোঁজ স্কুল ছাত্রের পিতা দিলিপ দাস বলেন, তার ছেলে ঘর থেকে চলে যাওয়ার পর থেকে আর ঘরে ফিরে আসেনি। সন্তানকে ফিরে পেতে নিজের মুঠোফোন নাম্বার দিয়ে সন্তান হারিয়ে যাওয়ার বিষয়টি পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন দিলিপ দাস। 

পরে দিলিপ দাসের মুঠোফোনে অজ্ঞাত এক ব্যক্তি নিজেকে আখাউড়া থানার পুলিশ পরিচয় দিয়ে তার ছেলে (দিলিপ দাসের ছেলে) এক্সিডেন্ট করেছে দাবি করে তার কাছ থেকে চিকিৎসা বাবদ বিকাশের মাধ্যমে নগদ ৭ হাজার সাতশত টাকা নেন।

পরে আখাউড়া থানায় যোগাযোগ করা হলে ওই অজ্ঞাত ব্যক্তি ভূয়া বলে জানতে পারেন দিলিপ দাস। এদিকে ছেলেকে ফিরে পেতে পিতা দিলিপ দাস সোমবার (২৫ ফেব্রুয়ারি) সকালে সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। 

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো.

ইলিয়াস জানান, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ স দ ধ রগঞ জ

এছাড়াও পড়ুন:

শেখ মুজিবকে স্বাধীনতার ঘোষক দাবি করায় অ্যাসিল্যান্ডকে ‘অব্যাহতি’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার ঘোষক দাবি করায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিরাজুম মুনিরা কায়ছানকে দায়িত্ব থেকে প্রাথমিকভাবে ‘অব্যাহতি’ দেওয়া হয়েছে।

বুধবার (২৬ মার্চ) সকালে ফেসবুক থেকে এ বিষয়ে পোস্ট দেওয়ার পর তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়। ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ  দিদারুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, অ্যাসিল্যান্ড পরবর্তীতে ফেসবুকে আরেকটি পোস্ট দিয়ে দাবি করেছেন লেখাটি তিনি লেখেননি। তার আইডি হ্যাক হয়েছিল। পরে আবার তিনি আইডি ফিরে পান। 

ওই পোস্ট দেওয়ার পর সরাইল অন্নদা উচ্চ বিদ্যালয়ের মাঠে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে যোগ দেন সহকারী কমিশনার (ভূমি) সিরাজুম মুনিরা। সেখানে তিনি বিএনপির নেতাকর্মীদের তোপের মুখে পড়েন। এরপর তিনি ফিরে আসেন। এরও প্রায় পৌনে এক ঘণ্টা পর সেই পোস্ট মুছে ফেলা হয়। পরে আরেকটি পোষ্ট করা হয়। এতে প্রথম পোষ্টটি ফেসবুক হ্যাক করে করা হয়েছে বলে দাবি করা হয়।

এ বিষয়ে জানতে সরাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিরাজুম মুনিরা কায়ছানকে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

সরাইলের ইউএনও মো. মোশারফ হোসেন বলেন, “অ্যাসিল্যান্ড দাবি করেছেন, লেখাটি তিনি লেখেননি। এ আইডির পাসওয়ার্ড অনেকের কাছে ছিল। জেলা প্রশাসক মহোদয় বলেছেন তাকে আপাতত দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে ছুটিতে পাঠাতে। পাশাপাশি বিষয়টি তদন্ত করতে বলেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পেলে তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ  দিদারুল আলম বলেন, “এসিল্যান্ডকে অব্যহতি দেওয়া হয়েছে। অ্যাসিল্যান্ড দাবি করেছেন, লেখাটি তিনি লেখেননি। এজন্য তার বিয়ষটি বিভাগীয়ভাবে তদন্ত করা হবে। এরপর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকা/মাইনুদ্দীন/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • ‘ছাত্র-জনতার ভোটের অভ্যুত্থানে পালিয়ে যাবে আওয়ামী পরবর্তী জুলুমবাজের দল’
  • তুরস্কে এরদোয়ানবিরোধী আন্দোলন নিয়ে কী ভাবছে সাধারণ মানুষ
  • বিদেশে বিনিয়োগের সুযোগ পেল স্টার্টআপ কোম্পানি
  • তুরস্কের প্রতিটি শহরে বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা বিরোধী দলীয় নেতার
  • তারেক রহমানের নির্দেশে প্রতারণার মামলা, গ্রেপ্তারি পরোয়ানা 
  • শবে কদরের বৈশিষ্ট্য ও ফজিলত
  • এক পার্ক ধ্বংসে এত আয়োজন!
  • ৫ আগস্ট-পরবর্তী বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ: হাসনাত আবদুল্লাহ
  • শেখ মুজিবকে স্বাধীনতার ঘোষক দাবি করায় অ্যাসিল্যান্ডকে ‘অব্যাহতি’
  • শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এক শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার, তিনজনের বিভিন্ন মেয়াদে শাস্তি