নিউজিল্যান্ডকে ২৩৭ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। জবাব দিতে নামা কিউই শিবিরে প্রথম ওভারেই ধাক্কা দিয়েছেন তাসকিন আহমেদ। কোন রান না দিয়ে ফিরিয়েছেন উইল ইয়ংকে।
নিউজিল্যান্ড ২ ওভারে ১ উইকেট হারিয়ে ৫ রানে ব্যাট করছে। ক্রিজে আছেন ডেভন কনওয়ে ও কেন উইলিয়ামসন।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
বসন্ত উৎসবে মেতেছে ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের উদ্যোগে ছাত্র-শিক্ষক কেন্দ্র বসন্ত উৎসব উদযাপন করা হয়েছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, গ্রামীণ লোকজ মেলা, পুতুলনাচ, বায়োস্কোপ প্রদর্শনী, আলোচনা সভা, গুণীজন সম্মাননা প্রদানসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের মডারেটর ড. রাশেদা রওনক খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। সভায় মুখ্য আলোচক ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রাচ্যকলা বিভাগের অনারারি অধ্যাপক ড. মো. আব্দুস সাত্তার।
আরো পড়ুন:
২৫ ফেব্রুয়ারিকে জাতীয় শোক দিবস হিসেবে পালনের ঘোষণা
ঢাবি উপাচার্যের সঙ্গে ইরানি কূটনীতিকের সাক্ষাৎ
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, “সাংস্কৃতিক উৎসব আমাদের ঐতিহ্যের অংশ। এ ধরনের উৎসব সবাইকে ঐক্যবদ্ধ করতে সহায়ক ভূমিকা পালন করতে পারে। বর্তমানে আমরা একটি ক্রান্তিকাল অতিক্রম করছি। এ সময় সামাজিক বিভাজন দূর করতে দেশের সাংস্কৃতিক সংগঠনগুলোকে কার্যকর ভূমিকা পালন করতে হবে।”
অনুষ্ঠানে চলচ্চিত্র নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম, অভিনয় ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ এবং সংগীতশিল্পী কাজী কৃষ্ণকলি ইসলামকে গুণীজন সম্মাননা দেওয়া হয়।
পরে জনপ্রিয় ব্যান্ড ‘বায়োস্কোপ’ এবং গানের দল ‘কৃষ্ণকলি’ সংগীত পরিবেশন করে।
এ ব্যাপারে সংগঠনের সভাপতি নাফিয়া ফারজানা অমিয়া ও সাধারণ সম্পাদক রওনক জাহান রাকামনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ বরাবরই দেশীয় সংস্কৃতিকে ধারণ ও লালন করতে তৎপর। তারই অন্যতম উদাহরণ আমাদের এই বসন্ত উৎসব। তরুণ প্রজন্মকে দেশীয় সংস্কৃতির সঙ্গে একীভূত করার আমাদের এই প্রয়াস অব্যাহত থাকবে।
ঢাকা/সৌরভ/মেহেদী