রাশিয়াকে সহায়তা করা ব্যক্তিদের প্রবেশ নিষিদ্ধ করছে যুক্তরাজ্য
Published: 24th, February 2025 GMT
রাশিয়াকে উল্লেখ করার মতো সহায়তা করছেন বা আর্থিক সহায়তা করেছেন এমন ব্যক্তিদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে দেশটি। আজ সোমবার নতুন এসব নিষেধাজ্ঞা ঘোষণা করা হতে পারে। ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর তিন বছর পূর্তিতে এমন পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য।
ব্রিটিশ সরকার বলছে, রুশ সরকারের শীর্ষ পর্যায়ের সঙ্গে সংশ্লিষ্টতা থাকা ব্যক্তিরাও নতুন নিষেধাজ্ঞার আওতায় আসবেন। তাঁদের মধ্যে কয়েকজন জ্যেষ্ঠ রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ীও থাকতে পারেন।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যুদ্ধ প্রচেষ্টাকে সমর্থন দেওয়া রুশ ‘অভিজাত’ ব্যক্তিদের’ বিরুদ্ধে আগে থেকেই যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা কার্যকর আছে। এর সম্পূরক হিসেবে নতুন নিষেধাজ্ঞাগুলো ঘোষণা করা হবে।
ব্রিটিশ নিরাপত্তাবিষয়ক মন্ত্রী ড্যান জার্ভিস বলেছেন, মস্কোতে পুতিনের বন্ধুদের জন্য একটি সহজ বার্তা দিচ্ছেন তিনি। আর তা হলো ‘আপনাদের যুক্তরাজ্যে স্বাগত জানানো হবে না।’
এক বিবৃতিতে জার্ভিস বলেন, যেসব অভিজাত ব্যক্তি রুশ জনগণকে অগ্রাহ্য করে অবৈধ ও অন্যায্য এই যুদ্ধে অর্থায়নের মধ্য দিয়ে নিজেরা আরও ধনী হয়েছেন, তাঁদের জন্য যুক্তরাজ্যের দুয়ার বন্ধ করতে নতুন নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে।
আরও পড়ুনরাশিয়ার ওপর যত নিষেধাজ্ঞা২৩ ফেব্রুয়ারি ২০২২যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আগামী বৃহস্পতিবার ওয়াশিংটনে যাবেন। ইউক্রেন যুদ্ধের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করতে এ সফর করবেন তিনি। তাঁর আগে আজ সোমবার ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ হোয়াইট হাউসে যাবেন মাখোঁ।
পুতিনের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিতে তাড়াহুড়া না করতে ইউরোপীয় এই দুই নেতা যেকোনো মূল্যে ট্রাম্পকে বোঝানোর চেষ্টা করবেন বলে আশা করা হচ্ছে। যুদ্ধবিরতির এ প্রক্রিয়ায় ইউরোপকে সঙ্গে রাখার জন্য তাঁরা ট্রাম্পের প্রতি আহ্বান জানাতে পারেন। একই সঙ্গে ইউক্রেনকে সামরিক নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ার ব্যাপারেও আলোচনা করতে পারেন তাঁরা।
আরও পড়ুনরাশিয়া, ইরান যেভাবে নিষেধাজ্ঞাকে হাস্যকর বানিয়ে ছাড়ছে২০ জুন ২০২৪.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
মোশাররফ–মেহজাবীন নন, ঈদে ছোট পর্দায় দাপট দেখাবেন কারা
কয়েক বছর আগেও ঈদের নাটকে মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, অপূর্ব, আফরান নিশো, মম, মেহজাবীনদের ব্যস্ততা ছিল। এখন তাঁরা কম কাজ করছেন। বড় বাজেটের ও ভিন্ন রকম গল্পেই কেবল তাঁদের পাওয়া যায়। জ্যেষ্ঠ অভিনয়শিল্পীরা কাজ কমিয়ে দেওয়ায় সেই জায়গা নিয়েছেন তরুণেরা। এর মধ্যে তৌসিফ মাহবুব, তাসনিয়া ফারিণ, তানজিন তিশা, তটিনী, ইয়াশ রোহান, খায়রুল বাসার, সামিরা মাহি, তানিয়া বৃষ্টি, আইশা খানসহ অনেকে কাজ করছেন। সে হিসেবে বলা চলে, এবারের ঈদে তরুণ তারকাদের দাপট থাকবে বেশি।
টেলিভিশনের পাশাপাশি ইউটিউবের জন্য নাটক বানায় বেশ কয়েকটি প্রযোজনা প্রতিষ্ঠান। গত কয়েক বছরে ঈদ উৎসবে থাকত শতাধিক নাটক। ইউটিউবেও কয়েক শ নাটক প্রচারিত হতো। এবার সেই চিত্র পাল্টে গেছে। একাধিক প্রযোজনা প্রতিষ্ঠান, প্রযোজক, পরিচালকের সঙ্গে কথা বলে জানা গেছে, এবার নাটক অর্ধেকের কম। সার্বিক পরিস্থিতির কারণে অনেক প্রযোজনা প্রতিষ্ঠান নাটক বানানো কমিয়ে দিয়েছেন। অভিনয়শিল্পীরা জানিয়েছেন, গত বছরেও তাঁরা ১৫-২০টি নাটকে অভিনয় করেছেন, সেখানে তাঁরা এবার ৮-১০টি নাটকে অভিনয় করেছেন।
তৌসিফ মাহবুব। ছবি: শিল্পী সৌজন্যে