নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আওতাধীন নারায়ণগঞ্জ সদর, সিদ্ধিরগঞ্জ, বন্দর থানা ও উপজেলার ২৭টি ওয়ার্ড ও ৭টি ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন ১০নং ওয়ার্ডে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে উদ্বোধন করা হয়েছে। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল। সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদ। 
সোমবার ( ২৪ ফেব্রুয়ারি) সকাল এগারোটায় ১০নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে গোদনাইল উচ্চ বিদ্যালয় মাঠে এই কর্মীসভার আয়োজন করা হয়। 

এছাড়াও বিকেল তিনটায় মিজমিজি পাইনাদী রেকমত আলী উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে ১নং ওয়ার্ড যুবদলের কর্মীসভার আয়োজন করা হয়। 

কর্মী সভায় তৃণমূল পর্যায়ে যুবদলের নেতাকর্মীরা যুবদল নিয়ে তাদের ভবিষ্যৎ চিন্তা-ভাবনা ও অতীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ফ্যাসিবাদী সরকারের আমলে যুবদলের নেতাকর্মীরা রাজপথের আন্দোলন সংগ্রামসহ দলীয় বিভিন্ন কর্মসূচি পালন করতে গিয়ে হামলা মামলা ও জেল নির্যাতনের বর্ণনা দেন। 

আর আগামীতে যুবদলের যে নতুন কমিটি গঠন করা হবে সেই কমিটিতে রাজপথের ত্যাগী ও পরীক্ষিত নেতাদেরকে মূল্যায়ন করা হয়। এবং কোন সুবিধাবাদী ও হাইবিড আওয়ামী লীগের দোসরদেরকে যেনো কমিটিতে না আসতে পারে পাশাপাশি সেই দাবি তুলে ধরেন। 

এদিকে কর্মী সভার মাধ্যমে মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহমেদ যুবদলের কর্মীদের কথাগুলো মনযোগ দিয়ে শুনেন এবং বলেন, আগামীতে যুবদলকে সুসংগঠিত ও সুশৃঙ্খলা এবং শক্তিশালী কমিটি গঠন করার লক্ষ্যে আমাদের এই কর্মী সম্মেলন।

বিগত স্বৈরাচারী সরকারের আমলে যারা রাজপথে আন্দোলন সংগ্রাম করে জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছে এবং দলের শৃঙ্খলা মেনে চলবে আগামীতে তাদেরকেই যুবদলের কমিটিতে স্থান দেওয়া হবে। আর যুবদলের কমিটিতে কোন অনুপ্রবেশকারীদেরকে আশ্রয়- প্রশ্রয় দেওয়া হবে না ।

দলের ত্যাগী নেতাকর্মীদেরকে মূল্যায়ন করে যুবদলের ওয়ার্ড ও থানা কমিটির হবে । আর আওয়ামী লীগের দোসর ও হাইব্রিড মুক্ত যুবদলের কমিটি হবে বলে আশ্বাস প্রকাশ করেন। 

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদের সভাপতিত্বে কর্মী সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে এলাহী সোহাগ, যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন,  যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন কমল, যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ অপু, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল হোসেন আনোয়ার, যুগ্ম আহ্বায়ক শাকিল মিয়া, যুগ্ম আহ্বায়ক আহসান খলিল শ্যামল, যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম সজিব, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন সেন্টু, যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান মৃধা, আহ্বায়ক কমিটির সদস্য রাফি উদ্দিন রিয়াদ, শহিদুল ইসলাম,ওয়াদুদ ভূইয়া সাগর, পারভেজ খান, মোঃ আরমান হোসেন, কামরুল ইসলাম রনি, মিনহাজ মিঠু, আশিকুর রহমান অনি, জুয়েল রানা, কামরুল হাসান মাসুদ, এরশাদ আলী, ফয়েজ উল্লাহ সজল,আলী ইমরান শামীম, তরিকুল ইসলাম, সাইফুল ইসলাম আপন, শাহীন শরীফ, মাগফুর ইসলাম পাপন, জুনায়েদ আলম ঝলক, ফয়সাল আহমেদ, সাইদুর হাসান রিপন, আরিফ খান, কায়সার আহমেদ, এড.

শাহিন খান, কাজী নাইসুল ইসলাম সাদ্দাম, আলী হোসেন সৌরভ, বাদশা মিয়া, মাসুদ রানা, মাকসুদুর রহমান শাকিল, রুবেল সরদার, রিয়াজুল আলম ইমন, জুনায়েদ মোল্লা জনি, হাবিবুর রহমান মাসুদ, আঃ কাদির, আশরাফুল হক তান্না, জাহিদুল হাসান শুভ, মাহফুজুর রহমান ফয়সাল প্রমুখ ।

এছাড়াও মহানগর যুবদলের আওতাধীন  সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন ওয়ার্ডের যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: য বদল ন র য়ণগঞ জ র য বদল র ন ত কর ম ল ইসল ম র রহম ন কম ট ত আহম দ সদস য

এছাড়াও পড়ুন:

সন্ধ্যায় নিখোঁজ মাদ্রাসাছাত্র, রাতে মিলল মরদেহ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাড়ির পাশের লিচুবাগানে পাওয়া গেছে ইব্রাহিম মিয়া (৯) নামের এক মাদ্রাসাছাত্রের মরদেহ। শুক্রবার রাতে সোনারগাঁ পৌরসভার জয়রামপুর গ্রামে তার লাশ পাওয়া যায়। একই দিন সন্ধ্যা থেকে ইব্রাহিমের সন্ধান পাচ্ছিলেন না পরিবারের সদস্যরা।

নিহত ইব্রাহিম জয়রামপুরের মহব্বত আলীর ছেলে। সে বৈদ্যেরবাজার গাজী আক্তারুজ্জামান মিলাতুল মাদ্রাসায় পড়াশোনা করত। পুলিশ ও এলাকাবাসী জানায়, শুক্রবার বিকেলে বাড়ির পাশে খেলাধুলা করছিল ইব্রাহিম। হঠাৎ সন্ধ্যার দিকে সে নিখোঁজ হয়। তার বাবা মহব্বত আলী রাতেই সোনারগাঁ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। রাত ১১টার দিকে বাড়ির পাশের লিচুবাগানে ইব্রাহিমের লাশ পাওয়া যায়। 

মহব্বত আলী বলেন, এলাকাবাসী রাত ১১টার দিকে লিচুবাগানে তাঁর ছেলের লাশ পাজামা দিয়ে গলা বাঁধা অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে ছেলেকে উদ্ধারের পর সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাতেই নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) আসিফ ইমাম, সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আবদুল বারী ও পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন। ওসি মোহাম্মদ আবদুল বারী বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, ছেলেটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ

  • সিদ্ধিরগঞ্জ থানা ১নং ওয়ার্ড যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত 
  • যুবদলের কমিটিতে ফ্যাসিবাদের দোসরদের জায়গা হবে না : সজল
  • হত্যারচেষ্টা মামলায় ছাত্রসহ দু’জনকে ফাঁসানোর অভিযোগ
  • অমর একুশে বইমেলায় প্রকাশিত  শফিক আরজু`র কাব্যগ্রন্থ এই দিগন্ত 
  • ধর্ষণের প্রতিবাদে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নাগঞ্জ’র প্রতিবাদী সমাবেশ
  • দীপক সাহার পুত্র অপুর মৃত্যুতে পূজা পরিষদের শোক
  • শামীম ওসমানের ঘনিষ্ঠভাজন মোমেন শিকদার এখন বিএনপি নেতা!
  • চিত্রনায়িকা দিতির মেয়ে লামিয়ার ওপর হামলার ঘটনায় যা জানা গেল
  • সন্ধ্যায় নিখোঁজ মাদ্রাসাছাত্র, রাতে মিলল মরদেহ