নাজমুল হোসেন ছিলেন বলে….না, তিনি সেঞ্চুরি করে ফেলেননি। খুব যে বড় রান এনে দিয়েছেন দলকে, সেটাও না। তবে টপ–অর্ডারদের ব্যর্থতায় খাতায় আরও একবার নিজের নাম না লিখিয়ে, এক প্রান্তে দাঁড়িয়ে সতীর্থদের ক্রিজে আসা ও যাওয়ার দৃশ্যটা তিনি দেখে গেছেন—এটাই বা কম কী! নাজমুলের দাঁড়িয়ে থাকা এবং বাকিদের আসা–যাওয়া মিলিয়েই বাংলাদেশ শেষ পর্যন্ত ৫০ ওভারে ৯ উইকেটে ২৩৬ রান তুলেছে।

আরও পড়ুনপান্ডিয়ার হাতের ঘড়ির দাম জানেন? মাত্র ৯ কোটি ৬৭ লাখ টাকা২ ঘণ্টা আগে

নাজমুলকে আজ ইনিংস উদ্বোধনে নামতে হয়েছে। আগের ম্যাচের ওপেনার সৌম্য সরকার আজ একাদশে জায়গা পাননি— মাহমুদউল্লাহ নেন তাঁর জায়গা। কিন্তু তিনি তো আর ওপেনার নন, তাই সৌম্যের বদলে ওপেনিংয়ে নামেন নাজমুল। ওয়ানডেতেই নাজমুলের এমন অভিজ্ঞতা এর আগে ছিল ছয়বার।

শুরুতে তানজিদ হাসানকে নিয়ে ভালোই ব্যাট করছিলেন। তাঁদের ৪৫ রানের জুটি ভাঙে ব্রেসওয়েলের করা নবম ওভারে। ২৪ বলে ২৪ রান করা তানজিদ ভালো করেননি—তা বলাই যায় এবং সেটাই সত্যি।

২৪ রানে আউট হন তানজিদ.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

২৫ ফেব্রুয়ারিকে জাতীয় শোক দিবস হিসেবে পালনের ঘোষণা

২৫ ফেব্রুয়ারিকে ‘গ’ শ্রেণির প্রতীকী ‘শহীদ সেনা দিবস’ এর বদলে ‘ক’ শ্রেণির ‘জাতীয় শোক দিবস’ ও সরকারি ছুটি ঘোষণার দাবি জানানো হয়েছে। সরকার শোক দিবস পালন না করলেও ছাত্র-জনতা পালনসহ রাজু ভাস্কর্যে কালো পতাকা উত্তোলন ও প্রধান উপদেষ্টা বাসভবন অভিমুখে পদযাত্রার ঘোষণা দিয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে গণঅবস্থানকারী ছাত্র-জনতা এ দাবি জানিয়ে কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

লিখিত বক্তব্যে গণঅবস্থানের সংগঠক ও বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আবদুল ওয়াহেদ বলেন, “রাত পোহালেই আমাদের সামনে হাজির হচ্ছে শোকাবহ ২৫ ফেব্রুয়ারি। ২০০৯ সালের এ দিনে ভারতীয় হানাদারবাহিনী ও তাদের তাবেদার আওয়ামী লীগের দুর্বৃত্তরা বিডিআর সদর দপ্তর পিলখানায় জাতির সার্বভৌমত্ব রক্ষার শ্রেষ্ঠ সন্তানদের নিষ্ঠুরভাবে হত্যা করেছিল। সেনা পরিবারের মা ও বোনেরা ধর্ষণ, যৌন নিপীড়ন ও নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছিল।”

আরো পড়ুন:

কণ্ঠশিল্পী মনির খানের বাবা আর নেই

জাহাজে সাত খুন 
মাগুরায় নিহত ২ জনের পরিবারে শোক 

তিনি বলেন, “গত ১৬ বছরে সেই নির্মমতার কোন সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত গডফাদার, সরাসরি জড়িত দেশি-বিদেশি খুনী ও তাদের গডফাদারদের বিচার হয়নি। এ বিচার না হওয়ার প্রমাণ ৫৭ জন সেনা কর্মকর্তাকে হত্যার দায়ে তৎকালীন আওয়ামী রেজিমকে কালেক্টিভ রেসপন্সিবিলিটির জন্য বিচারের আওতায় আনা হয়নি। আওয়ামী লীগ দলগতভাবে বিডিআর হত্যায় জড়িত হলেও দলটির বিচার হয়নি। বিশেষ করে গত ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সাত মাস পেরিয়ে গেলেও অন্তর্বর্তী সরকার তেমন কোন উদ্যোগ নেয়নি।”

তিনি আরো বলেন, “সরকারের নানা উপদেষ্টা ও কর্মচারীদের কথায় স্পষ্ট যে, তারা হাসিনা রেজিম ও আওয়ামী লীগকে বাঁচাতে বাচিক দালালিতে লিপ্ত। তারা সেনা কর্মকর্তাদের হত্যাকারী ও ফ্যাসিবাদী দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় না। বরং আওয়ামী ফ্যাসিবাদ ও সন্ত্রাসবাদকে পুনরুজ্জীবিত ও পুনর্বাসিত করতে চায়। এ জন্য তারা বহুমাত্রিক ষড়যন্ত্রে লিপ্ত।”

আবদুল ওয়াহেদ অভিযোগ করে বলেন, “ষড়যন্ত্র কিভাবে চলছে তার এক সুস্পষ্ট প্রমাণ হলো, ২৫ ফেব্রুয়ারি পিলখানা ট্রাজেডির দিনকে ১৬ বছরের দীর্ঘ প্রতীক্ষার পর যেখানে ‘ক’ শ্রেণির ‘জাতীয় শোক দিবস’ হিসেবে পালন করার কথা, সেখানে ‘গ’ শ্রেণির ‘শহীদ সেনা দিবস’ ঘোষণা করা হয়েছে। দুঃখজনক হলেও সত্য, এ ঘৃণ্য ষড়যন্ত্রমূলক কাজটি করানো হয়েছে ২ হাজার শহীদের রক্তে অর্জিত জুলাই বিপ্লবের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত অন্তর্বর্তী সরকারকে ব্যবহার করে।”

তিনি বলেন, “‘ক’ শ্রেণির দিবসগুলো যথাযোগ্য মর্যাদায় উদযাপন/পালন করা বিধি রয়েছে। এসব দিবসে সাধারণ তথা সরকারি ছুটি থাকে। হাসিনা পালিয়ে যাওয়ার আগে ১৮টি দিবসের মধ্যে চারটি দিবসই ছিল হাসিনার বাবা, মা ও ভাইয়ের জন্ম ও মৃত্যু দিবস পালনের জন্য। হাসিনার ব্যাংক ডাকাত ভাই শেখ কামালের জন্মদিন যেখানে ‘ক’ শ্রেণির দিবস হিসেবে পালিত হতো সেখানে ৫৭ জন সেনা কর্মকর্তার শাহাদাত বার্ষিকী কেন ‘গ’ শ্রেণির দিবস হিসেবে গণ্য হবে?”

গ শ্রেণির দিবসগুলো পালনের বিধান তুলে ধরে বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক বলেন, “বিশেষ বিশেষ খাতের প্রতীকী দিবসগুলো সীমিত কলেবরে পালন করা হবে। মন্ত্রি/উপদেষ্টাগণ এসব দিবসের অনুষ্ঠানে উপস্থিতির বিষয় বিবেচনা করবেন। উন্নয়ন খাত থেকে এসব দিবস পালনের জন্য কোন বিশেষ বরাদ্দ দেওয়া হবে না। এখন প্রশ্ন হলো ‘গ’ শ্রেণির দিবস ঘোষণা করে এ বার্তা দেওয়া হলো কি না, শহীদ সেনা দিবস সীমিত কলেবরে পালন করা হবে?”

তিনি বলেন, “বাংলাদেশের জনগণ ২৫ ফেব্রুয়ারি শহীদ সেনা দিবসকে জাতীয় শোক দিবস হিসেবে পালন করতে চায় এবং সরকারি ছুটি চায়। এ জনআকাঙ্ক্ষাকে ধারণ করতে আমরা শহীদ সেনা দিবসকে জাতীয় শোক দিবস হিসেবে পালন করব। এ উপলক্ষে আগামীকাল মঙ্গলবার সকালে রাজু ভাস্কর্যে শোক দিবসের কালো পতাকা উত্তোলন করা হবে। শহীদ সেনা কর্মকর্তাদের ছবি ও ভিডিও প্রদর্শন করা হবে।”

জুলাই গণহত্যা, পিলখানা ও শাপলা হত্যাযজ্ঞে ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ ও দোসর দলগুলোকে নিষিদ্ধ করার দাবিতে বিকাল ৩টায় রাজু ভাস্কর্য থেকে প্রধান উপদেষ্টায় কার্যালয় অভিমুখে পদযাত্রা অনুষ্ঠিত হবে জানিয়ে তিনি এ শান্তিপূর্ণ কর্মসূচি বাস্তবায়নে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় বিপ্লবী পরিষদের সাংগঠনিক প্রধান মো. শফিউর রহমান, সাকিব আমিন, বিপ্লবী ছাত্র পরিষদের সিনিয়র সদস্য সচিব ইশতিয়াক আহমেদ ইফাত, সহকারী সদস্য সচিব হামিম খান শুভ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব মুহিব মুশফিক খান প্রমুখ।

ঢাকা/সৌরভ/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ