দেশে নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে ঢাকা-বরিশাল মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০টা থকে দুপুর ১২টা পর্যন্ত বরিশাল নগরীর হাতেম আলী কলেজ চৌমাথা সংলগ্ন সড়ক অবরোধ করে তারা। এ সময় শিক্ষার্থীরা অবিলম্বে নারী নির্যাতন বন্ধে কার্যকরী উদ্যোগ ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন।

সড়ক অবরোধের ফলে দুই কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে যাত্রীরা দুর্ভোগে পড়েন। এর আগে একই দাবিতে সকাল ১০টায় বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে ধর্ষণবিরোধী মঞ্চের উদ্যোগে থেকে প্রতিবাদী অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আন্দোলনরত শিক্ষার্থী ইসরাত মায়া জানান, পথেঘাটে ধর্ষণসহ নারী নির্যাতনের ঘটনা বৃদ্ধি পেয়েছে। নারীদের সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না সরকার। আইনশৃংখলা নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টা পুরোপুরি ব্যর্থ হয়েছে। অবিলম্বে দেশে শতভাগ নারী নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান তিনি। অন্যথায় কঠোর আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ের হুঁশিয়ারি দেন।

আরো পড়ুন:

টাঙ্গাইলে ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ

পদ্মার চরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার তিন যুবকের স্বীকারোক্তি

সকালে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে ধর্ষণবিরোধী মঞ্চের পক্ষ থেকে প্রতিবাদী অবস্থান কর্মসূচি থেকে তিন দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হচ্ছে, ধর্ষণের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচার; নারীদের চলাচলে নিরাপত্তা নিশ্চিত করা এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করা হয়।

ধর্ষণবিরোধী মঞ্চের সদস্য নাহিদুল ইসলাম বলেন, ‘‘দেশে ধর্ষণের ঘটনা ঘটে গেলেও প্রশাসনের কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। জনসাধারণের নিরাপত্তা দিতে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যর্থ হয়েছেন।’’  

ঢাকা/পলাশ/বকুল 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর বর শ ল অবর ধ

এছাড়াও পড়ুন:

যেভাবে ইতিহাস হলো শোলাকিয়া

সেই ছোটবেলায় বাবার হাত ধরে ঐতিহ্যবাহী শোলাকিয়া মাঠে ঈদের নামাজ আদায় করতে যেতেন আবদুল কুদ্দুস। তাঁর বয়স এখন ৭০ বছর ছুঁই ছুঁই। শুধু করোনাকালের দুই বছর ছাড়া তাঁর জীবনে শোলাকিয়ার কোনো জামাত বাদ যায়নি।

আবদুল কুদ্দুস কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ মাঠের ঐতিহ্য তুলে ধরে প্রথম আলোকে জানান, এই মাঠের সঙ্গে তাঁর ঐতিহাসিক সম্পর্ক। তাঁর বাবা মৃত শোয়ায়েব আলীর সঙ্গে প্রথম এ মাঠে ঈদের নামাজ আদায় করতে গিয়েছিলেন। তাঁর বাবাও একইভাবে দাদা নজর আলীর সঙ্গে প্রথম এ মাঠে নামাজ পড়েছিলেন। মূলত এভাবেই মাঠটির সঙ্গে তাঁর নিবিড় সম্পর্ক তৈরি হয়েছে।

গত বৃহস্পতিবার দুপুরে আবদুল কুদ্দুসের সঙ্গে এই প্রতিবেদকের কথা হয়। তিনি মাঠের এক প্রান্তে বিশ্রাম নিচ্ছিলেন। সেখানে পাওয়া গেল মিঠামইনের বাসিন্দা তাহের উদ্দিন মুন্সিকে। তাঁর বয়স ৮০ বছর। তিনিও ১০ বছর বয়স থেকে এই মাঠে ঈদের নামাজ আদায় করে আসছেন।

তাহের উদ্দিন মুন্সি স্মৃতিচারণা করে বলেন, একসময় এ মাঠে নামাজ পড়তেন জমিদারেরা। এরপর ধাপে ধাপে সব শ্রেণি–পেশার ধর্মপ্রাণ মুসল্লি আসতে শুরু করেন। এখন প্রতিবছর ঈদের দিন সকালে কয়েক লাখ মুসল্লির পদচারণে মুখর হয়ে ওঠে মাঠপ্রাঙ্গণ।

কিশোরগঞ্জের ইতিহাস নিয়ে লেখা বিভিন্ন বই এবং স্থানীয় কয়েকজন প্রবীণ ব্যক্তির সঙ্গে কথা বলে জানা গেল, ধর্ম প্রচারের জন্য এ দেশে আসা সৈয়দ আহাম্মদ (রহ.) নামের এক বুজুর্গ প্রথম এ মাঠে ঈদের নামাজের ইমামতি করেন। তিনি ঈশা খাঁর বংশধর স্থানীয় হয়বতনগর দেওয়ান পরিবারের সদস্যদের সঙ্গে দেওয়ানবাড়িতে থাকতেন। তখন থেকেই এ মাঠের প্রচলন ও প্রসার ঘটে।

১৮২৮ সালে শোলাকিয়ায় প্রথম ঈদের জামাত হয়। ঈশা খাঁর ষষ্ঠ বংশধর দেওয়ান হয়বত খান কিশোরগঞ্জে জমিদারি প্রতিষ্ঠার পরপরই এই ঈদগাহ প্রতিষ্ঠা করেন। এ মাঠের জন্য ১৯৫০ সালে দেওয়ান মান্নান দাদ খান সাড়ে তিন একর জমি ওয়াক্ফ করে দেন। পরবর্তী সময়ে জমির পরিধি আরও বৃদ্ধি পায়।

দেওয়ান মান্নান দাদ ছিলেন হয়বত খানের বংশধর। হয়বত খান ছিলেন বীর ঈশা খাঁর ষষ্ঠ অধস্তন পুরুষ। যে কারণে শুরু থেকে এ মাঠের সঙ্গে জমিদারির একটি ঐতিহ্য রয়েছে। হয়বতনগর সাহেববাড়ির বাসিন্দা সৈয়দ আলী আজহারের লেখা ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ বইয়ে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠ প্রতিষ্ঠার পেছনে হয়বতনগর জমিদারদের অকৃত্রিম অবদানের বিষয়টি উল্লেখ আছে।

স্থানীয় কয়েকজন প্রবীণ ব্যক্তি বলেন, ঈদের দিন জমিদারি ঐতিহ্যে ঘোড়ার গাড়িতে স্টেজ বানিয়ে তাঁর ওপর সিংহাসন বসিয়ে বাহিনী নিয়ে ঢাকঢোল পিটিয়ে শোলাকিয়া ঈদগাহে আসতেন জমিদারেরা। আসার পথে প্রজাদের উদ্দেশে বিভিন্ন ধরনের মুদ্রা ছিটাতেন। এ ছাড়া ইটনা হাওরের জমিদারসহ বিভিন্ন এলাকার জমিদারেরা নানা ধরনের নৌকায় করে এ ঈদগাহে নামাজ পড়তে আসতেন। জমিদারদের এসব তুলকালাম কাণ্ড আর স্বয়ং জমিদারদের সঙ্গে নামাজ আদায় করতে পারবেন বলে দূরদূরান্ত থেকে অসংখ্য লোকজন শোলাকিয়া ঈদগাহ মাঠে নামাজ আদায় করতে আসতেন। ঈদের আনন্দের পাশাপাশি আগত মুসল্লিদের জন্য এটা ছিল বাড়তি আকর্ষণ। এভাবেই এ মাঠের ঐতিহ্য গড়ে ওঠে।

জনশ্রুতি আছে, মোগল আমলে এখানকার পরগনার রাজস্ব আদায়ের পরিমাণ ছিল শ লাখ টাকা; অর্থাৎ এক কোটি টাকা। কালের বিবর্তনে শ লাখ থেকে বর্তমান শোলাকিয়া হয়েছে। অন্য আরেকটি বিবরণে রয়েছে, ১৮২৮ সালে শোলাকিয়া ঈদগাহে সোয়া লাখ মুসল্লি একসঙ্গে ঈদের নামাজ আদায় করেন। সেই থেকে ঈদগাহটি একসময় শোয়ালাকিয়া ঈদগাহ মাঠ হিসেবে পরিচিতি লাভ করে। লেখক মু. আ. লতিফের লেখা কিশোরগঞ্জের ইতিহাস-ঐতিহ্য বইয়েও এ দুটি বর্ণনা রয়েছে।

সরেজমিনে দেখা যায়, শোলাকিয়া মাঠের চারপাশের সীমানাপ্রাচীর ও মাঠের ভেতরের গাছের গোড়া রাঙানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য পর্যবেক্ষণ টাওয়ার নির্মাণ করা হয়েছে। মাঠের চারপাশে বসেছে ক্যামেরা। আলোকসজ্জার জন্য বিদ্যুৎ–সংযোগও দেওয়া হয়েছে। মুসল্লিদের স্বাগত জানাতে স্থাপন করা হয়েছে কয়েকটি তোরণ।

কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান প্রথম আলোকে বলেন, দূরের মুসল্লিদের আসা–যাওয়ার জন্য দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হবে।

জানা গেছে, বন্দুকের গুলির আওয়াজের মাধ্যমে এবার সকাল ১০টায় ১৯৮তম ঈদের জামাত শুরু হবে। এবার ঈদের জামাতের ইমামতি করবেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ ছাইফুল্লাহ।

অন্যদিকে মাঠে আগত মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে চার স্তরের নিরাপত্তাবলয় তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী।

সম্পর্কিত নিবন্ধ