‘এটা বড় রানের মাঠ। আমরা তিনশ’ প্লাস রানের কথা ভাবছি।’ ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে এমনই গল্প দিয়েছিলেন টাইগার হেড কোচ ফিল সিমন্স। তবে তার শিষ্যরা রাওয়ালপিন্ডির নিঁখাদ ওই ব্যাটিং উইকেটে আড়াইশ’ রানও করতে পারেনি। নিউজিল্যান্ডের বোলিং তোপে ৯ উইকেটে থেমেছে ২৩৬ রানে।  

শিশিরের প্রভাব থাকায় রাওয়ালপিন্ডিতে টস গুরুত্বপূর্ণ। দ্বিতীয় ইনিংসে রান তাড়া সহজ হয়। লাহোরে যেমন ইংল্যান্ডের ৩৫১ রান তাড়া করে জিতেছে অস্ট্রেলিয়া। কিন্তু বাংলাদেশ টস হেরে ব্যাট করতে নামে। ওপেনিং জুটিতে তানজিদ তামিম ও নাজমুল শান্ত ৪৫ রানের জুটি দেন। 

তানজিদ ২৪ বলে দুই ছক্কা ও এক চারে ২৪ রান করে আউট হন। কিউই স্পিনার ব্রেসওয়েলকে শট খেলতে গিয়ে ক্যাচ দেন তিনি। ওই ব্রেসওয়েলকে শট খেলতে গিয়ে উইকেট দেওয়ার যেন নেশা চেপে বসে বাংলাদেশের ব্যাটারদের। তাওহীদ হৃদয় ক্রিজে ধুঁকে ধুঁকে ২৪ বল খেলে ৭ রান করে ব্রেসওয়েলের বলে ক্যাচ দেন। 

মুশফিকুর রহিম ক্রিজে এসেই স্লগ সুইপে বড় শট খেলে ২ রান করে ক্যাচ দেন। তার মতো ব্রেসওয়েলকে ডাউন দ্য উইকেটে এসে শট খেলতে গিয়ে ক্যাচ দেন মাহমদুউল্লাহও। তিনি ১৪ বলে ৪ রান যোগ করেন। তার আগে তিনে নেমে ব্যর্থ হন মেহেদী মিরাজও। নির্ভার ব্যাটিংয়ের আশা দিয়েও ১৪ বলে এক চার ও ছক্কার শটে ১৩ রান করে আউট হন এই স্পিন অলরাউন্ডার। 

ওপেনিংয়ে নেমে রান খরায় থাকা নাজমুল শান্ত এবং লোয়ারে জাকের আলী ও রিশাদ হোসেন কিছু রান করায় দুইশ’ ছাড়ানো পুঁজি পায় বাংলাদেশ। শান্ত ১১০ বলে ৭৭ রানের ইনিংস খেলেন। সাতটি চার মারেন তিনি। জাকের ৫৫ বলে ৪৫ করে রান আউট হন। তিনটি চারের সঙ্গে এক ছক্কা মারেন তিনি। রিশাদ ২৫ বলে ২৬ রান যোগ করেন। 

নিউজিল্যান্ডের স্পিনার ব্রেসওয়েল ক্যারিয়ার সেরা বোলিং করেছেন। তিনি ১০ ওভারে ২৬ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন। ইনিংসের নবম ওভারে বোলিংয়ে এসে ২৭ ওভারের মধ্যে নিজের দশ ওভার শেষ করেন। উইলিয়াম ও’রোর্কি ১০ ওভারে ৪৮ রান দিয়ে নেন ২ উইকেট। ম্যাট হেনরি ও কাইল জেমিনসন একটি করে উইকেট নেন।  

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব র সওয় ল র ন কর উইক ট

এছাড়াও পড়ুন:

প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতের আমিরের বৈঠক

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। আজ সোমবার বিকেল চারটায় প্রধান উপদেষ্টার বাসভবন (রাষ্ট্রীয় অতিথি ভবন) যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

আজ সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সম্পাদক মতিউর রহমান আকন্দ গণমাধ্যমে এক সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে বৈঠকের বিষয়টি জানিয়েছেন। এতে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। বৈঠকে জামায়াতের আমিরের সঙ্গে সংগঠনের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনের কর্মসূচি আপাতত স্থগিত

জামায়াতের পক্ষ থেকে দেওয়া আরেক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামীকাল মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ঘোষিত কর্মসূচি আপাতত স্থগিত ঘোষণা করা হয়েছে। কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত ২৫ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে গণ–অবস্থান কর্মসূচি আপাতত স্থগিত ঘোষণা করা হয়েছে। জামায়াতে ইসলামীর জ্যেষ্ঠ নেতাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে জামায়াতের আমির শফিকুর রহমানের স্বেচ্ছায় গ্রেপ্তার হওয়ার কর্মসূচিও আপাতত স্থগিত রাখতে সম্মত হয়েছেন।’

সম্পর্কিত নিবন্ধ