নারায়ণগঞ্জে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় তিনটি প্রতিষ্ঠানকে ৩ লাখ ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে ফতুল্লার পাগলা ও নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

এসময় অতিরিক্ত দামে সয়াবিন তেল বিক্রি করায় মনির স্টোরকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়াও ফতুল্লার পাগলা বাজার এলাকায় অভিযান চালিয়ে অতিরিক্ত দামে সয়াবিন তেল বিক্রি করায় দুটি প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

নারায়ণগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সরকারী পরিচালক হৃদয় রঞ্জন বনিক জানান, আমাদের কাছে অভিযোগ এসেছিল। সেই পরিপ্রেক্ষিতে আমরা ছদ্মবেশে লোক পাঠিয়ে এখান থেকে সয়াবিন তেল ক্রয় করি। 

এসময় বোতলের গায়ে লেখা দামের চেয়েও অতিরিক্ত দামে সয়াবিন তেল বিক্রি করায় মনির স্টোরকে ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি যে তেল মজুদে আছে তা যেন গায়ে লেখা দামে বিক্রি করা হয় সে ব্যাপারে নির্দেশনা দেয়া হয়েছে।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

সিদ্ধিরগঞ্জ থানা ১নং ওয়ার্ড যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত 

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আওতাধীন সিদ্ধিরগঞ্জ থানা ১নং ওয়ার্ড  যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল। সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদ।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল তিনটায় মিজমিজি পাইনাদী রেকমত আলী উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে ১নং ওয়ার্ড যুবদলের কর্মীসভার আয়োজন করা হয়। 

কর্মী সভায় তৃণমূল পর্যায়ে যুবদলের নেতাকর্মীরা যুবদল নিয়ে তাদের ভবিষ্যৎ চিন্তা-ভাবনা ও অতীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ফ্যাসিবাদী সরকারের আমলে যুবদলের নেতাকর্মীরা রাজপথের আন্দোলন সংগ্রামসহ দলীয় বিভিন্ন কর্মসূচি পালন করতে গিয়ে হামলা মামলা ও জেল নির্যাতনের বর্ণনা দেন। 

আর আগামীতে যুবদলের যে নতুন কমিটি গঠন করা হবে সেই কমিটিতে রাজপথের ত্যাগী ও পরীক্ষিত নেতাদেরকে মূল্যায়ন করা হয়। এবং কোন সুবিধাবাদী ও হাইবিড আওয়ামী লীগের দোসরদেরকে যেনো কমিটিতে না আসতে পারে পাশাপাশি সেই দাবি তুলে ধরেন। 

এদিকে কর্মী সভার মাধ্যমে মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহমেদ যুবদলের কর্মীদের কথাগুলো মনযোগ দিয়ে শুনেন এবং বলেন, আগামীতে যুবদলকে সুসংগঠিত ও সুশৃঙ্খলা এবং শক্তিশালী কমিটি গঠন করার লক্ষ্যে আমাদের এই কর্মী সম্মেলন।

বিগত স্বৈরাচারী সরকারের আমলে যারা রাজপথে আন্দোলন সংগ্রাম করে জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছে এবং দলের শৃঙ্খলা মেনে চলবে আগামীতে তাদেরকেই যুবদলের কমিটিতে স্থান দেওয়া হবে। আর যুবদলের কমিটিতে কোন অনুপ্রবেশকারীদেরকে আশ্রয়- প্রশ্রয় দেওয়া হবে না ।

দলের ত্যাগী নেতাকর্মীদেরকে মূল্যায়ন করে যুবদলের ওয়ার্ড ও থানা কমিটির হবে। আর আওয়ামী লীগের দোসর ও হাইব্রিড মুক্ত যুবদলের কমিটি হবে বলে আশ্বাস প্রকাশ করেন। 

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদের সভাপতিত্বে কর্মী সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে এলাহী সোহাগ, যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন,  যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন কমল, যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ অপু, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল হোসেন আনোয়ার, যুগ্ম আহ্বায়ক শাকিল মিয়া, যুগ্ম আহ্বায়ক আহসান খলিল শ্যামল, যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম সজিব, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন সেন্টু, যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান মৃধা, আহ্বায়ক কমিটির সদস্য রাফি উদ্দিন রিয়াদ, শহিদুল ইসলাম,ওয়াদুদ ভূইয়া সাগর, পারভেজ খান, মোঃ আরমান হোসেন, কামরুল ইসলাম রনি, মিনহাজ মিঠু, আশিকুর রহমান অনি, জুয়েল রানা, কামরুল হাসান মাসুদ, এরশাদ আলী, ফয়েজ উল্লাহ সজল,আলী ইমরান শামীম, তরিকুল ইসলাম, সাইফুল ইসলাম আপন, শাহীন শরীফ, মাগফুর ইসলাম পাপন, জুনায়েদ আলম ঝলক, ফয়সাল আহমেদ, সাইদুর হাসান রিপন, আরিফ খান, কায়সার আহমেদ, এড. শাহিন খান, কাজী নাইসুল ইসলাম সাদ্দাম, আলী হোসেন সৌরভ, বাদশা মিয়া, মাসুদ রানা, মাকসুদুর রহমান শাকিল, রুবেল সরদার, রিয়াজুল আলম ইমন, জুনায়েদ মোল্লা জনি, হাবিবুর রহমান মাসুদ, আঃ কাদির, আশরাফুল হক তান্না, জাহিদুল হাসান শুভ, মাহফুজুর রহমান ফয়সাল প্রমুখ ।

এছাড়াও মহানগর যুবদলের আওতাধীন  সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন ওয়ার্ডের যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 

সম্পর্কিত নিবন্ধ

  • সিদ্ধিরগঞ্জ থানা ১নং ওয়ার্ড যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত 
  • ত্রাণ উপদেষ্টার সঙ্গে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূতের সাক্ষাৎ
  • মোহাম্মদপুরে রিকশা আটকে ছিনতাই, চাপাতি নিয়ে নারীকে আক্রমণ
  • বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে ‘২০০ ভরি ‌স্বর্ণ’ লুট
  • ক্ষেতে কাজ করছিলেন, হঠাৎ বজ্রপাতে প্রাণ গেল বৃদ্ধা সিহদার
  • সোনারগাঁয়ে কৃষি জমির মাটি কাটা বন্ধের দাবিতে মানববন্ধন
  • বিএনপি ক্ষমতায় গেলে প্রত্যেক শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করবে: মঈন খান
  • ভাষা শহীদদের প্রতি নাঃগঞ্জ গণ অধিকার পরিষদের শ্রদ্ধা নিবেদন  
  • এবার কুয়েট ভিসির বাসভবনে তালা শিক্ষার্থীদের