নারায়ণগঞ্জে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় তিনটি প্রতিষ্ঠানকে ৩ লাখ ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে ফতুল্লার পাগলা ও নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

এসময় অতিরিক্ত দামে সয়াবিন তেল বিক্রি করায় মনির স্টোরকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়াও ফতুল্লার পাগলা বাজার এলাকায় অভিযান চালিয়ে অতিরিক্ত দামে সয়াবিন তেল বিক্রি করায় দুটি প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

নারায়ণগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সরকারী পরিচালক হৃদয় রঞ্জন বনিক জানান, আমাদের কাছে অভিযোগ এসেছিল। সেই পরিপ্রেক্ষিতে আমরা ছদ্মবেশে লোক পাঠিয়ে এখান থেকে সয়াবিন তেল ক্রয় করি। 

এসময় বোতলের গায়ে লেখা দামের চেয়েও অতিরিক্ত দামে সয়াবিন তেল বিক্রি করায় মনির স্টোরকে ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি যে তেল মজুদে আছে তা যেন গায়ে লেখা দামে বিক্রি করা হয় সে ব্যাপারে নির্দেশনা দেয়া হয়েছে।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

ইসলামিক সোসাইটি অব নারায়ণগঞ্জের ইফতার মাহফিল অনুষ্ঠিত 

ইসলামিক সোসাইটি অব নারায়ণগঞ্জের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৬শে মার্চ বুধবার বিকালে নারায়ণগঞ্জ শহরের আলম খান লেন এলাকায় এ  ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তামিরুল মিল্লাত মাদরাসার সাবেক প্রিন্সিপাল জয়নুল আবেদীন বলেন রমজান আমাদের জন্য যে বার্তা নিয়ে এসেছে আমরা তা কতটুক অর্জন করতে পারলাম নিজেকে নিজে প্রশ্ন করলেই উত্তর পেয়ে যাবো। আর যদি রমজানের সঠিক আমল করতে ব্যর্থ হই তাহলে আমাদের মতো অভাগা আর নেই। এসময় তিনি আরো বলেন স্বৈরাচারী সরকারের আমলে দীর্ঘ দিন যাবত কোন প্রোগ্রামে যেতে পারিনি। এই সোসাইটি ভবনেও আসতে পারিনি।

এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও নারায়ণগঞ্জ জেলা ও মহানগরী সাবেক আমীর মাওলানা মঈনুদ্দিন আহমদ, মডেল গ্রুপের চেয়ারম্যান মাসুদুজ্জামান মাসুদ, বিশিষ্ট ব্যবসায়ী আবু জাফর আহমেদ বাবুল, সমাজ সেবক ইকবাল হোসেন শ্যামল, শহিদ বাঙালী প্রমূখ।

 

ইসলামিক সোসাইটি অফ নারায়ণগঞ্জের সভাপতি আলহাজ্ব মুহাম্মদ শামসুল হকের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুল কাইয়ুম, মহানগরী জামায়াতের সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, ইসলামিক সোসাইটি অফ এডুকেশন ট্রাস্টের পরিচালক প্রফেসর  ইকবাল হোসেন ভূঁইয়া, সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন, ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর খন্দকার খোরশেদ আলম, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক ফুটবল খেলোয়াড় পোকন হাজী, মডেল গ্রুপের ডেভলেপমেন্ট এজিএম মনির হোসেন, খবরের পাতা সম্পাদক এড. মাহাবুব রহমান মাসুম সহ অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

সম্পর্কিত নিবন্ধ

  • এ দেশের মানুষ শাসনের বদলে শোষণ চায় না : মামুন মাহমুদ
  • নিহত যুবদলকর্মী স্বজনের পরিবারকে তারেক রহমানের ঈদ উপহার 
  • সোনারগাঁয়ে স্বেচ্ছাসেবক দলের ঈদ উপহার বিতরণ
  • ফতুল্লা মডেল থানায় ইফতার মাহফিল অনুষ্ঠিত 
  • রূপগঞ্জে নিসচা’র উদ্যোগে দুস্থ ও অসহায় চালকদের ঈদ উপহার বিতরণ 
  • সিদ্ধিরগঞ্জে ছাত্রদল নেতা হাবিবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
  • মুক্তিনগর ফ্রেন্ডস ফাউন্ডেশন ফোরামের ইফতার মাহফিল
  • কয়েদির বেশে অনুষ্ঠানে আফরান নিশো, ব্যাখ্যা দিলেন অভিনেতা নিজেই
  • ইসলামিক সোসাইটি অব নারায়ণগঞ্জের ইফতার মাহফিল অনুষ্ঠিত 
  • স্বাধীনতা দিবসে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের র‌্যালি ও শ্রদ্ধা