কোয়ালিটি ফিডসের ৩০ বছর পূর্তি উদ্‌যাপন ও বিক্রয় পরিবেশ বা এজেন্ট সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সেরা বিক্রয় পরিবেশক ও খামার উদ্যোক্তাদের পুরস্কার দেওয়া হয়।

রাজধানীর পূর্বাচলের স্বর্ণালি আবাসন প্রকল্পে অবস্থিত কোয়ালিটি গ্রুপের নিজস্ব ভবন কিউ সেন্টারের পার্শ্ববর্তী ঢাকা এরিনা মাঠে গত শনিবার অনুষ্ঠানটির আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান এম কায়সার রহমান, ভাইস চেয়ারম্যান শাহরিয়ার হোসেন, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এহতেশাম বি শাহজাহান প্রমুখ। প্রতিষ্ঠানটির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

অনুষ্ঠানে কোয়ালিটি ফিডসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের পাশাপাশি সারা দেশ থেকে আসা ১ হাজার ২০০ জনের বেশি এজেন্ট এবং শতাধিক খামার উদ্যোক্তা অংশ নেন। এতে ১১৫ জন বিক্রয় পরিবেশককে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। প্রথম পুরস্কার হিসেবে নতুন গাড়ি উপহার দেওয়া হয়।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: অন ষ ঠ

এছাড়াও পড়ুন:

চ্যাটজিপিটিতে নতুন সুবিধা

যেকোনো প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি লিখিত প্রম্পট থেকে কৃত্রিম ছবিও তৈরি করে দেয় চ্যাটজিপিটি। আর তাই নিজেদের কল্পনা কাজে লাগিয়ে চ্যাটজিপিটির সহায়তায় বিভিন্ন বিষয়ের কৃত্রিম ছবি তৈরি করেন অনেকেই। ব্যবহারকারীদের তৈরি এআই ছবিগুলো এক জায়গায় সংরক্ষণ ও সহজে খুঁজে পাওয়ার সুযোগ দিতে লাইব্রেরি–সুবিধা চালু করেছে চ্যাটজিপিটি।

নতুন এ সুবিধা চালুর ফলে ব্যবহারকারীরা সহজেই নিজেদের তৈরি এআই ছবিগুলো এক জায়গায় দেখতে ও সংরক্ষণ করতে পারবেন। ওপেনএআই জানিয়েছে, চ্যাটজিপিটি প্লাস ও প্রো সংস্করণের পাশাপাশি বিনা মূল্যের সংস্করণেও নতুন এ সুবিধা ব্যবহার করা যাবে। পর্যায়ক্রমে চ্যাটজিপিটির অ্যাপ ও ওয়েব সংস্করণের জন্য সুবিধাটি উন্মুক্ত করা হবে।

আরও পড়ুনবয়স বাড়লে চেহারায় আসবে কতটা পরিবর্তন, চ্যাটজিপিটিতে যেভাবে দেখা যায়১৩ এপ্রিল ২০২৫

এক ভিডিও বার্তায় নতুন এ সুবিধার কার্যকারিতা তুলে ধরেছে ওপেনএআই। ভিডিওতে দেখা যায়, চ্যাটজিপিটির সাইডবারে ‘লাইব্রেরি’ নামের একটি নতুন বিভাগ যুক্ত করা হয়েছে। সেখানে ক্লিক করলেই গ্রিড আকারে নির্দিষ্ট ব্যবহারকারীর তৈরি সব ছবি দেখা যাচ্ছে। এ ছাড়া পর্দার নিচের দিকে একটি বোতাম রয়েছে, যার মাধ্যমে সরাসরি নতুন ছবি তৈরির অপশন চালু করা যাবে। ওপেনএআই জানিয়েছে, খুব শিগগির ওয়েব সংস্করণেও এ সুবিধা চালু করা হবে।

আরও পড়ুনচ্যাটজিপিটির তথ্য সংগ্রহ বন্ধ করবেন যেভাবে২১ সেপ্টেম্বর ২০২৪

নিজেদের তৈরি এআই ছবিগুলো এক জায়গায় সংরক্ষণ ও সহজে খুঁজে পাওয়ার সুবিধা চালু হওয়ায় চ্যাটজিপিটির মাধ্যমে সৃজনশীল কাজ বর্তমানের তুলনায় আরও সহজে করা যাবে। এর ফলে চ্যাটজিপিটিতে নিয়মিতভাবে ছবি তৈরি করা ব্যবহারকারীরা উপকৃত হবেন বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: দ্য ভার্জ

সম্পর্কিত নিবন্ধ