মঞ্চে নতুন নাটক নিয়ে আসছে শূন্যন রেপার্টরি থিয়েটার। ‘আত্মজয়’ নামে নাটকটি লিখেছেন মোমেনা চৌধুরী, নির্দেশনায় শামীম সাগর। ২৭ ও ২৮ ফেব্রুয়ারি রাজধানীর শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে প্রদর্শিত হবে নাটকটি। দীর্ঘদিন ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত থাকা মোমেনা চৌধুরী এ প্রথম মঞ্চের জন্য কোনো নাটক লিখেছেন। তিনি বলেন, ‘আগে টুকটাক লিখতাম। করোনার সময় কোয়ান্টাম ওয়েবসাইটে ১৯টি ছোটগল্প লিখেছিলাম। সেখান থেকেই নাটক লেখার সাহস পেলাম।’ আত্মহত্যা থেকে মানুষকে নিরুৎসাহিত করার প্রেক্ষাপটে তৈরি হয়েছে আত্মজয়।

মোমেনা চৌধুরী বলেন, ‘বর্তমান সময়ে যে অস্থিরতা, মানুষের চাওয়া-পাওয়া, আর্থসামাজিক অবস্থা– সবকিছু মিলিয়ে মানুষ হতাশাগ্রস্ত হয়ে পড়ছে। বিভিন্ন সময় খবর পাই, ছোটখাট বিষয় নিয়ে মানুষ আত্মহত্যা করছে। মানুষকে আত্মহত্যা থেকে নিরুৎসাহিত করার জন্যই আত্মজয় লেখা। আত্মজয়ের জন্য চাই আত্মবিশ্বাস। নিজের ওপর বিশ্বাস থাকলে আমরা এগিয়ে যেতে পারব। এ বিষয়টাই উঠে এসেছে নাটকটিতে।’

নির্দেশক শামীম সাগর বলেন, ‘আত্মজয় নাটকের মধ্য দিয়ে শূন্যন থিয়েটারের সঙ্গে আমার যাত্রা শুরু হলো। আত্মহত্যা প্রবণতা একটি জটিল সামাজিক ও মানসিক সংকট, যা প্রতিরোধযোগ্য। সাংস্কৃতিক মাধ্যমে সচেতনতা তৈরি করে আমরা এ সংকট মোকাবিলার পথ দেখাতে পারি। সেই চেষ্টাই রয়েছে ‘আত্মজয়’ নাটকে।

আত্মজয় দিয়ে এক বছর পর মঞ্চে ফিরছেন তাহমিনা সুলতানা মৌ। একসময় ‘সুবচন’ ও ‘বটতলা’ নাট্যদলের হয়ে মঞ্চে নিয়মিত দেখা গেলেও এখন অনেকটাই অনিয়মিত তিনি। আত্মজয় নাটকে তিনি অভিনয় করেছেন মমতাজ বেগম চরিত্রে। মৌ বলেন, ‘সব সময় মঞ্চে অভিনয় করতে ইচ্ছা করে। কিন্তু টিভি নাটকে নিয়মিত অভিনয় করার ফলে মঞ্চের জন্য সময় বের করাটা কঠিন হয়ে যায়। অনেক দিন পর মঞ্চে আবারও অভিনয় করব ভেবে খুব ভালো লাগছে।’

আত্মজয় নাটকে আরও অভিনয় করেছেন রাফিউল রকি, আনুশকা দেবনাথ, মিতু রহমান, তানভীর সানি ও মোমেনা চৌধুরী। আলোক পরিকল্পনা করেছেন ঠান্ডু রায়হান, আবহ সংগীত করেছেন নির্ঝর চৌধুরী, পোশাক পরিকল্পনায় সামিউন জাহান দোলা।
 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: র জন য কর ছ ন

এছাড়াও পড়ুন:

লক্ষ্মীপুরে চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা, ২ জন আটক

লক্ষ্মীপুরে চোর সন্দেহে পিটুনিতে শ্রমিক দল নেতা নিহত হয়েছেন। আজ সোমবার সকালে লক্ষ্মীপুর সদর হাসপাতালে তিনি মারা যান। এর আগে রোববার দিবাগত রাত আড়াইটার দিকে লক্ষ্মীপুর উপজেলার সবুজের গোঁজা এলাকায় তাঁকে পিটুনি দেওয়ার ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম রাজু হোসেন (২৮)। তিনি উপজেলার চররুহিতা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের দপ্তর সম্পাদক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর সদর উপজেলার সবুজের গোঁজা নামে এলাকায় রোববার গভীর রাতে কবির হোসেনের বাড়িতে রাজু হোসেন প্রবেশ করেন। বিষয়টি বুঝতে পেরে অটোরিকশা চোর সন্দেহে রাজুকে পিটুনি দেওয়া হয়। রাতভর কয়েক দফায় তাঁকে পিটুনি দেন স্থানীয় লোকজন। একপর্যায়ে রাজু গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে সদর হাসপাতালে নেওয়া হয়। পরে সোমবার সকালে তিনি মারা যান।

ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ কবির হোসেন ও রেখা বেগম নামে দুজনকে আটক করে থানায় নিয়ে আসে। চররুহিতা ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন বলেন, চররুহিতার ৯ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের দপ্তর সম্পাদকের দায়িত্বে ছিলেন রাজু হোসেন। গতকাল রাতের অন্ধকারে কবির হোসেন নামে এক ব্যক্তির অটোরিকশা চুরির অপবাদ দিয়ে তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

লক্ষ্মীপুর সদর থানার কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ বলেন, ঘটনাটি দুঃখজনক। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কবির হোসেনসহ দুজনকে আটক করা হয়েছে। নিহত রাজুর পরিবার থানায় একটি অভিযোগ দিয়েছেন।

সম্পর্কিত নিবন্ধ