রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজে বসন্তবরণ ও পিঠা উৎসব
Published: 24th, February 2025 GMT
রাজশাহীর সরকারি টিচার্স ট্রেনিং কলেজে বসন্তবরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করেন প্রতিষ্ঠানটির বি. এড (অনার্স) কোর্সের শিক্ষার্থীরা। সকালে ফিতা কেটে আয়োজনের উদ্বোধন করেন অধ্যক্ষ অধ্যাপক শওকত আলী খান।
পরে উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। তিনি সবাইকে বসন্তের শুভেচ্ছা জানান। বক্তব্য দেন উপাধ্যক্ষ অধ্যাপক ড.
এ আয়োজনে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা কমিটির সদস্য সচিব মো. রহমতুল্লাহ। পরে সবাই পিঠা উৎসবের স্টল ঘুরে দেখেন।
আরো পড়ুন:
শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার
সাড়ে ৫ ঘণ্টা পর উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল শুরু
গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের দাবিতে রেললাইন অবরোধ
পিঠা উৎসবে বি.এড শিক্ষার্থীদের পাঁচটি ব্যাচ পাঁচটি স্টল দিয়েছিলেন। স্টলগুলোর নাম রাখা হয়- অরিঞ্জয়, নবারুণ, সংসপ্তক, সক্রিয় ও প্রোজ্জ্বল। স্টলগুলোতে হরেক পদের পিঠা নিয়ে হাজির হন শিক্ষার্থীরা। পরে বিকেল থেকে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ঢাকা/কেয়া/বকুল
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
মুনীর চৌধুরী জাতীয় নাট্যোৎসবে ‘দ্য ডার্ক ক্রিস্টাল’
বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগের আয়োজনে ২১ ফেব্রুয়ারি থেকে প্রথমবারের মত শুরু হয়েছে ‘মুনীর চৌধুরী জাতীয় নাট্যোৎসব’।
দেশব্যাপী প্রযোজনা কেন্দ্রিক নাট্যকর্মশালা থেকে ৮টি বিভাগে নির্বাচিত ১৬টি নাটক নিয়ে এই উৎসব চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। আট দিনব্যাপী এই নাট্য প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে বলে একাডেমির জনসংযোগ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এই উৎসবের দ্বিতীয় দিন শনিবার সন্ধ্যায় প্রদর্শিত হয় ফরিদপুর জেলা শিল্পকলা একাডেমির প্রযোজনা ‘দ্য ডার্ক ক্রিস্টাল’। নাটকটি লিখেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ইরা আহমেদ। নির্দেশনা দিয়েছেন ইরা আহমেদ ও বিশ্বনাথ ভৌমিক।