চট্টগ্রাম সিটি করপোরেশনের লোগো থেকে বাদ গেল নৌকা, যুক্ত হলো শাপলা
Published: 24th, February 2025 GMT
চট্টগ্রাম সিটি করপোরেশনের লোগো থেকে বাদ দেওয়া হয়েছে নৌকার ছবি। নৌকার পরিবর্তে জাতীয় ফুল শাপলা রেখে নতুন করে লোগো তৈরি করা হয়েছে। আজ মঙ্গলবার নতুন লোগো সিটি করপোরেশনের ফেসবুক পেজে দিলে বিষয়টি জানাজানি হয়।
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন লোগো পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, লোগোর মধ্যে নৌকা ছিল, যা একটি দলের দলীয় প্রতীক। তাই তিনি দায়িত্ব নেওয়ার পর নৌকা বাদ দিয়ে জাতীয় ফুল শাপলা রেখে লোগো করার উদ্যোগ নেন।
গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন হয়। পতন হওয়া আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক নৌকা। সিটি করপোরেশনের এক কর্মকর্তা জানান, সিটি করপোরেশনের মেয়র লোগো থেকে নৌকা বাদ দিয়ে নতুন করে লোগো করার নির্দেশনা দিয়েছিলেন। এ অনুযায়ী জাতীয় ফুল শাপলা রেখে নতুন করে লোগো তৈরি করা হয়েছে। মেয়র তা অনুমোদন দিয়েছেন।
সিটি করপোরেশন সূত্র জানায়, সিটি করপোরেশনের পুরোনো লোগোতে নৌকার পাশাপাশি নদী, পাহাড় ও সড়কবাতি ছিল। নৌকাটি ছিল মূলত সাম্পান। এসব প্রতীকের মাধ্যমে চট্টগ্রামের ঐতিহ্য ও সিটি করপোরেশনের কাজ ফুটিয়ে তোলা হয়েছিল।
গত বছরের ১ অক্টোবর চট্টগ্রাম নগর বিএনপির সাবেক আহ্বায়ক শাহাদাত হোসেনকে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র হিসেবে ঘোষণা করে রায় দিয়েছিলেন আদালত। এরপর গত বছরের ৩ নভেম্বর মেয়র হিসেবে শপথ নেন শাহাদাত হোসেন।
২০২১ সালের ২৭ জানুয়ারি চট্টগ্রাম সিটি করপোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো.
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব এনপ র
এছাড়াও পড়ুন:
যুক্তরাষ্ট্রে ৩০০টির বেশি ভিসা বাতিল
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, তিনি ইসরায়েলবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে ৩০০টির বেশি ভিসা বাতিল করেছেন এবং তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন।
বৃহস্পতিবার তিনি এ কথা বলেন। এ সময় মুখোশধারী এজেন্ট কর্তৃক এক শিক্ষার্থীকে আটক করা নিয়ে দেশটিতে সৃষ্ট উত্তেজনাকে পাত্তা দেননি তিনি।
ইসরায়েলের কট্টর সমর্থক রুবিও বলেছেন, তিনি ব্যক্তিগতভাবে প্রতিটি ভিসা বাতিলের আদেশে স্বাক্ষর করেছেন এবং তাঁর বিরুদ্ধে মার্কিন বাক্স্বাধীনতার সুরক্ষা লঙ্ঘনের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।
কতজনের ভিসা বাতিল করা হয়েছে– জানতে চাইলে রুবিও বলেন, এই মুহূর্তে হয়তো ৩০০টির বেশি। আমরা প্রতিদিন এটি করি। বাতিল করা ভিসার বেশির ভাগই শিক্ষার্থীদের। বিবিসি।