বর-কনের সাজে আদনান আল রাজীব ও মেহজাবীন চৌধুরী। মালা বদলের পর স্ত্রী মেহজাবীনের উঁচিয়ে ধরেন উপস্থিত অতিথিদের উদ্দেশ্যে। তখন চোখ থেকে জল ঝরছে নির্মাতা আদনানের। এরপর পরস্পরকে জড়িয়ে ধরেন তারা, কাঁদতে থাকেন মেহজাবীন। রিল লাইফের গল্পের মতো তৈরি হয় আবেগঘন মুহূর্ত।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীনের বিয়ের ভিডিও ক্লিপ। তাতে এমন দৃশ্য দেখা যায়। যা দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছেন এই তারকা অভিনেত্রীর ভক্ত-অনুরাগীরাও।

মেহজাবীন জানিয়েছে, দীর্ঘ ১৩ বছর সম্পর্কে থাকার পর আদনান আল রাজীবের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করেন। ১৪ ফেব্রুয়ারি বিয়ে করেছেন তারা। আজ রাজধানীর অদূরে একটি রিসোর্টে আনুষ্ঠানিকভাবে বিয়ের পর্ব সারছেন।

আরো পড়ুন:

রাজীবের সঙ্গে প্রেম-বিয়ের গল্প বললেন মেহজাবীন

আজ মেহজাবীন-রাজীবের গায়েহলুদ

নতুন জীবনের জন্য দোয়া চেয়ে মেহজাবীন চৌধুরী বলেন, “আমরা যেন সারাজীবন আনন্দের সঙ্গে একত্রে কাটাতে পারি, নতুন অধ্যায় শুরু করে আপনাদের কাছে সেই প্রার্থনা কামনা করছি।”

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ম হজ ব ন চ ধ র ট ভ ন টক ম হজ ব ন র

এছাড়াও পড়ুন:

জিনদের আহার্য

মহানবী (সা.) একবার তার সাহাবি আবু হুরায়রা (রা.)-কে বললেন কিছু পাথর নিয়ে আসতে। তবে হাড় বা গোবর আনতে নিষেধ করলেন। আবু হুরায়রা (রা.) কাপড়ে করে কিছু পাথর এনে সেগুলো নবীজি (সা.)-এর পাশে রেখে চলে গেলেন। নবীজি (সা.) কাজ সেরে ফিরে আসার পর আবু হুরাইরা জিজ্ঞেস করলেন, আল্লাহর রাসুল, হাড় ও গোবরে সমস্যা কী? তিনি উত্তরে বললেন, সেগুলো জিনদের খাবার। নাসিবিন শহরে (সিরিয়া ও ইরাকের মধ্যে আলজাযিরার একটি নগরী) জিনদের একটি প্রতিনিধি দল এসেছিল। তারা সবাই খুব ভালো জিন। আমার কাছে খাবার সম্পর্কে জিজ্ঞাসা করেছিল। আমি আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করি। তাই তারা যে হাড় বা গোবরের পাশ দিয়ে যাবে, তাতেই নিজেদের জন্য খাবার খুঁজে পাবে। (বুখারি, হাদিস: ৩,৫৭৮)

আরও পড়ুনইবলিস কি জিন নাকি ফেরেশতা১৬ মার্চ ২০২৫

তাই কেউ যদি বিসমিল্লাহ বলে খাবার খায় এবং হাড় থেকে মাংস খাওয়ার পর নাপাক স্থানে না ফেলে, মুমিন জিনেরা সেই হাড় হাতে নিলে তাতে গোশত ফিরে আসবে। (তিরমিজি, হাদিস: ৩,২৫৮)

আর দুষ্ট জিন ও শয়তানরা খায় এমন খাবার, যাতে আল্লাহর নাম উচ্চারণ করা হয় না। যেসব খাবারের শুরুতে বিসমিল্লাহ বলা হয়, সেগুলো তারা ছুঁয়েও দেখে না।

গোবরে জিনদের পশুদের জন্য খাবার জমা হয়। তার মানে জিনদের পোষা প্রাণী আছে এবং তারা তাতে আরোহণ করে। রাসুল (সা.) বলেছেন, ‘গোবর বা হাড় নাপাকি পরিষ্কারের কাজে ব্যবহার করো না। কারণ এগুলো তোমাদের ভাই জিনদের খাবার।’ (তিরমিজি, হাদিস: ১৮)

আরও পড়ুনকোরআন শুনে একদল জিন ইসলাম ধর্ম গ্রহণ করেন০৬ আগস্ট ২০২৩

সম্পর্কিত নিবন্ধ