বিয়ের আসরে কাঁদলেন মেহজাবীন-রাজীব
Published: 24th, February 2025 GMT
বর-কনের সাজে আদনান আল রাজীব ও মেহজাবীন চৌধুরী। মালা বদলের পর স্ত্রী মেহজাবীনের উঁচিয়ে ধরেন উপস্থিত অতিথিদের উদ্দেশ্যে। তখন চোখ থেকে জল ঝরছে নির্মাতা আদনানের। এরপর পরস্পরকে জড়িয়ে ধরেন তারা, কাঁদতে থাকেন মেহজাবীন। রিল লাইফের গল্পের মতো তৈরি হয় আবেগঘন মুহূর্ত।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীনের বিয়ের ভিডিও ক্লিপ। তাতে এমন দৃশ্য দেখা যায়। যা দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছেন এই তারকা অভিনেত্রীর ভক্ত-অনুরাগীরাও।
মেহজাবীন জানিয়েছে, দীর্ঘ ১৩ বছর সম্পর্কে থাকার পর আদনান আল রাজীবের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করেন। ১৪ ফেব্রুয়ারি বিয়ে করেছেন তারা। আজ রাজধানীর অদূরে একটি রিসোর্টে আনুষ্ঠানিকভাবে বিয়ের পর্ব সারছেন।
আরো পড়ুন:
রাজীবের সঙ্গে প্রেম-বিয়ের গল্প বললেন মেহজাবীন
আজ মেহজাবীন-রাজীবের গায়েহলুদ
নতুন জীবনের জন্য দোয়া চেয়ে মেহজাবীন চৌধুরী বলেন, “আমরা যেন সারাজীবন আনন্দের সঙ্গে একত্রে কাটাতে পারি, নতুন অধ্যায় শুরু করে আপনাদের কাছে সেই প্রার্থনা কামনা করছি।”
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ম হজ ব ন চ ধ র ট ভ ন টক ম হজ ব ন র
এছাড়াও পড়ুন:
প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতের আমিরের বৈঠক
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। আজ সোমবার বিকেল চারটায় প্রধান উপদেষ্টার বাসভবন (রাষ্ট্রীয় অতিথি ভবন) যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
আজ সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সম্পাদক মতিউর রহমান আকন্দ গণমাধ্যমে এক সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে বৈঠকের বিষয়টি জানিয়েছেন। এতে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। বৈঠকে জামায়াতের আমিরের সঙ্গে সংগঠনের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনের কর্মসূচি আপাতত স্থগিত
জামায়াতের পক্ষ থেকে দেওয়া আরেক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামীকাল মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ঘোষিত কর্মসূচি আপাতত স্থগিত ঘোষণা করা হয়েছে। কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত ২৫ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে গণ–অবস্থান কর্মসূচি আপাতত স্থগিত ঘোষণা করা হয়েছে। জামায়াতে ইসলামীর জ্যেষ্ঠ নেতাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে জামায়াতের আমির শফিকুর রহমানের স্বেচ্ছায় গ্রেপ্তার হওয়ার কর্মসূচিও আপাতত স্থগিত রাখতে সম্মত হয়েছেন।’