টিএসসিতে ছাত্রীদের নামাজর জায়গা উদ্বোধন
Published: 24th, February 2025 GMT
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) নারী শিক্ষার্থীদের জন্য নামাজের জায়গা উদ্বোধন করা হয়েছে। পাশাপাশি ছেলেদের নামাজের জায়গার কার্পেট পরিবর্তন ও অজুখানা সংস্কার হয়েছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে ঢাবি উপাচার্যের অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের ইমামতিতে জোহরের নামাজ আদায়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ নামাজের জায়গা উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রক্টর সাইফুদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড.
উচ্ছ্বাস প্রকাশ করে ঢাবির এক শিক্ষার্থী বলেন, “আগে টিএসসিতে মেয়েদের জন্য নামাজের জায়গা ছিল না। এটা আমাদের অনেকদিনের স্বপ্ন ছিল। একবার উদ্যোগও নেওয়া হয়েছিল। কিন্তু ছাত্রলীগের বাঁধার কারণে টেকেনি। এবার আপুদের জন্য নামাজের জায়গা করে দেওয়া হয়েছে। পাশাপাশি ছেলেদের নামাজের জায়গায় ব্যবহৃত বহুদিনের পুরনো কার্পেটও পরিবর্তন করা হয়েছে।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাফিসা ইসলাম সাকাফি বলেন, “২০২২ সালের ১২ এপ্রিল রমজান মাসে টিএসসিতে প্রশাসনের বাধা উপেক্ষা করে নামাজের জায়গার ব্যবস্থা করি। কিন্তু ২৪ ঘণ্টাও রাখতে পারিনি, ছাত্রলীগ সেটা ভেঙে দেয়। এরপর দীর্ঘ লড়াইয়ের পর নতুন বাংলাদেশে আমরা আবার টিএসসিতে মেয়েদের নামাজের ব্যবস্থার জন্য প্রশাসনের সঙ্গে যোগাযোগ করি।”
তিনি বলেন, “যারা এ কাজে বিভিন্নভাবে সহযোগিতা করেছে, তাদের প্রত্যেককে আল্লাহ উত্তম জাযা দান করুক। আমাদের কষ্টকে কবুল করে নিক। আজ আমরা মেয়েরা এবং ম্যামরা একসঙ্গে যোহর নামাজ পড়েছি, আলহামদুলিল্লাহ।”
তিনি আরো বলেন, “পর্যায়ক্রমে কার্জন, চারুকলা, সেন্ট্রাল ফিল্ডে আমরা মেয়েদের জন্য নামাজের ব্যবস্থা করব, ইনশাআল্লাহ। এমন গুরুত্বপূর্ণ একটি কাজ বাস্তবায়নের জন্য অনেক কৃতজ্ঞতা গ্রিন ফিউচার ফাউন্ডেশন বাংলাদেশকে, আল্লাহ আপনাদের সামগ্রিক কল্যাণ দিক।”
উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বলেন, “আজ এ অনুষ্ঠান আমাদের জন্য মহৎ ও অনন্য একটি মুহূর্ত। আমরা আজ এ নতুন নামাজের জায়গার উদ্বোধন করতে যাচ্ছি, যা আমাদের সবার জন্য একটি নিরাপদ, শান্তিপূর্ণ এবং আত্মিক উন্নতির ক্ষেত্র হয়ে উঠবে।”
তিনি বলেন, “বিগত প্রশাসন শিক্ষার্থীদের এ নায্য দাবির ব্যাপারে আগ্রহ দেখায়নি। আশা করি, এর মাধ্যমে আমরা আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ক আরো দৃঢ় করতে পারব এবং নিজেদের আত্মিক উন্নতি সাধন করতে পারব।”
ঢাকা/সৌরভ/মেহেদী
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর দ র জন য ন ম জ র ট এসস ত আল ল হ আম দ র
এছাড়াও পড়ুন:
আর্জেন্টাইদের কাছে গালি শুনছেন অন্য এক রাফিনিয়াও
নাম নিয়ে বিড়ম্বনার গল্প খুঁজলে অনেক পাওয়া যাবে। নামের মিলের কারণে একজনের সাজা অন্যের ভোগ করার খবরও হুটহাট সংবাদমাধ্যমগুলোয় চোখে পড়ে। তেমনই নাম নিয়ে এক সপ্তাহ ধরে সম্ভবত বিড়ম্বনার ভেতর দিয়ে যেতে হচ্ছে রাফিনিয়া নামের লোকদের। তাঁদের মধ্যে সম্ভবত সবচেয়ে বেশি বিড়ম্বনার শিকার হয়েছেন সাবেক ব্রাজিলিয়ান ফুটবলার রাফিনিয়া।
এই রাফিনিয়া এক সময় কোরিতিবা এবং ক্রুজেইরো ক্লাবের খেললেও, সাম্প্রতিক সময়ে কোনো কিছু নিয়েই আলোচনায় ছিলেন না। কিন্তু কিছু না করেও কয়েক দিন ধরে সমানে গালি শুনতে হচ্ছে তাঁকে। পাচ্ছেন অশ্লীল ও অপমানজনক বার্তাও। এসব অবশ্য তাঁর নিজের কোনো কাজের জন্য, বরং নামের মিলের কারণে এভাবে অপদস্ত হতে হচ্ছে রাফিনিয়াকে।
আসল ঘটনার শুরু ব্রাজিল জাতীয় দলের ফরোয়ার্ড রাফিনিয়াকে ঘিরে। বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিল–আর্জেন্টিনা ম্যাচের আগে বার্সেলোনা তারকা রাফিনিয়া বলেছিলেন, ‘আমরা ওদের গুঁড়িয়ে দেব। কোনো সন্দেহ নেই। একদম গুঁড়িয়ে দেব মাঠের ভেতরে, দরকার পড়লে মাঠের বাইরেও।’
আরও পড়ুনরাফিনিয়া ‘বিড়ালছানা’, ভিনি ‘ট্রায়াথলেট’ ও রদ্রিগো ‘ভিটামিন সি খেলোয়াড়’২১ ঘণ্টা আগেকিন্তু মাঠের বাস্তবতা ছিল একেবারেই ভিন্ন। ম্যাচে ব্রাজিল হারে ৪–১ গোলে আর রাফিনিয়াও তেমন ভালো খেলেননি। এ ম্যাচের পর মাঠে ও মাঠের বাইরে আর্জেন্টিনার খেলোয়াড়দের কটাক্ষের মুখে পড়তে হয় তাঁকে। এরপর শুরু হয় আর্জেন্টাইন সমর্থকদেরও কটু কথার বর্ষণ। যার কিছু এসে পরেছে একই নামের সাবেক ফুটবলার রাফিনিয়ার ওপর।
গালি শুনতে থাকা অন্য রাফিনিয়া