করপোরেট ক্রিকেটে জয়ে শুরু ওয়ালটনের
Published: 24th, February 2025 GMT
‘সিটি ব্যাংক শেয়ারবাজার করপোরেট ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫’ জয় দিয়ে শুরু করেছে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ, পিএলসি। প্রথম রাউন্ডের ম্যাচে আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি, ২০২৫) দুপুরে ঢাবির জগন্নাথ হল মাঠে তারা নিটোল ইন্স্যুরেন্সকে হারিয়েছে ৩ উইকেটে।
আগে ব্যাট করে জুয়েল হাসানের ফিফটিতে ১০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২০ রান করে নিটোল। জবাবে সাহেল মিয়ার ঝড়ো ব্যাটিংয়ে ৮.
ওয়ালটনের উইকেটরক্ষক ব্যাটসম্যান সাহেল মাত্র ১৪ বলে ৩টি চার ও ৬ ছক্কায় ৪৯ রান করে আউট হন। এরপর অধিনায়ক আব্দুল্লাহ আল মামুনের ১৯, রাকিবুলের ১৫ ও শুভর ১০ রানের ইনিংসে ভর করে জয় নিশ্চিত করে ওয়ালটন।
আরো পড়ুন:
কার্ডিফের সুখস্মৃতি নিয়ে বাঁচা মরার লড়াইয়ে বাংলাদেশ
পিন্ডি জয়ের আত্মবিশ্বাস নিয়ে কিউই বধে নামবে বাংলাদেশ
বল হাতে নিটোল ইন্স্যুরেন্সের জুয়েল ২ ওভারে ১৩ রান দিয়ে ২টি ও সজল ২ ওভারে ২৭ রান দিয়ে ২টি উইকেট নেন।
ম্যাচসেরা হন ওয়ালটনের উইকেটরক্ষক ব্যাটসম্যান সাহেল।
তার আগে নিটোল ইন্স্যুরেন্সের ইনিংসে জুয়েল সর্বোচ্চ ৬২ রান করেন। ৩১ বলে ৭টি চার ও ৪ ছক্কায় এই রান করেন তিনি। শিপলু শাহা ৮ বলে ২টি চার ও ২ ছক্কায় করেন ২৪ রান। এছাড়া ২ ছক্কায় ১৩টি রান আসে ইমরান হোসেন সজীবের ব্যাট থেকে।
বল হাতে ওয়ালটনের রাকিবুল ২ ওভারে ২২ রান দিয়ে ২টি ও জাহিদুল ২ ওভারে ২৫ রান দিয়ে ২টি উইকেট নেন। ১টি করে উইকেট নেন নাজেল ও মামুন।
এবারের আসরে ১২টি দল অংশ নিয়েছে। দলগুলো হলো- সিটি ব্যাংক, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বিএনআইসিএল, ওয়ালটন, লংকাবাংলা সিকিউরিটিস, বিজিআইসি, নিটোল ইন্স্যুরেন্স, ডিএসই থান্ডার স্ট্রাইকার্স, ইউসিবি স্টোক, দ্য স্ট্রেঞ্জার্স (বিএসইসি) ও প্রাইম ব্যাংক সিকিউরিটিস।
ঢাকা/আমিনুল
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ন ট ল ইন স য র ন স র ন কর উইক ট
এছাড়াও পড়ুন:
এডুকো শিক্ষা মেলা ২০২৫ অনুষ্ঠিত
রাজধানী ঢাকার দ্য ওয়েস্টিন হোটেলে শনিবার অনুষ্ঠিত হয়েছে এডুকো শিক্ষা মেলা ২০২৫। এ আয়োজনে বাংলাদেশসহ বিশ্বের ১০০টি দেশের বিশ্ববিদ্যালয় ও কলেজের প্রতিনিধি এবং শিক্ষার্থীরা অংশ নেন। এখানে শিক্ষার্থীরা বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ সম্পর্কে জানার পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়, ভর্তি, বৃত্তি ও পরামর্শ গ্রহণের সুযোগ পান।
এডুকো এডুকেশন এক্সপো ২০২৫ নামের এ মেলার আয়োজক এডুকো পাথওয়েজ বাংলাদেশ। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, এ আয়োজন শিক্ষার্থী ও আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সরাসরি নেটওয়ার্ক গড়ার এক দুর্লভ সুযোগ সৃষ্টি করেছে। এতে অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, ফ্রান্স ও সংযুক্ত আরব আমিরাতের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলে একাডেমিক প্রোগ্রাম, বৃত্তি ও ক্যাম্পাস–জীবনের বাস্তব অভিজ্ঞতা সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন।
এডুকো পাথওয়েজ বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) থমাস পঙ্কজ গোমেজ বলেন, ‘একই মঞ্চে বিপুলসংখ্যক শিক্ষার্থী এবং বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সমাগম আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। আমাদের লক্ষ্যই হলো শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক উচ্চশিক্ষাকে সহজলভ্য করা এবং তাদের সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করা। ভবিষ্যতেও আমরা এ ধরনের সুযোগ তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ।’
এ আয়োজন ছিল বিনা মূল্যে ও সবার জন্য উন্মুক্ত, যাতে শিক্ষার্থীরা সরাসরি বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের সঙ্গে কথা বলে তাঁদের উচ্চশিক্ষার পরিকল্পনাকে এগিয়ে নিতে পারেন।