ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের
Published: 24th, February 2025 GMT
মানিকগঞ্জ জেলা কমিটি স্থগিত না করায় কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবের পদত্যাগ দাবি ও তিন শিক্ষার্থীকে ট্রাক চাপায় হত্যাচেষ্টার প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদ্য পদত্যাগ করা নেতাকর্মীরা।
অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে শতশত যানবাহন আটকা পড়ে। প্রায় এক ঘণ্টা পর পুলিশের হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার করে নিলেও দাবি আদায়ে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন আন্দোলনকারীরা। মহাসড়ক অবরোধ শেষে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামের মালিকানাধীন জাহিদ টাওয়ারের গ্লাস ভাঙচুর করে।
এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটি বাতিলের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাল দিয়েছিল একাংশের নেতাকর্মীরা। পূর্বঘোষণা অনুয়ায়ী সোমবার বেলা সোয়া ২টার দিকে শহরের খানবাহাদুর আওলাদ হোসেন খান কলেজের সামনে থেকে একাংশের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের মানরা এলাকায় মহাসড়ক অবরোধ করে। এ সময় অবরোধের নেতৃত্ব দেন কমিটির যুগ্ম সদস্য সচিব আশরাফুল ইসলাম রাজু, যুগ্ম সদস্য সচিব নাসিম খান, সাংগঠনিক সম্পাদক কাওছার আহমেদ, সদস্য শাকিল হোসেন, রনি আহমেদ ও আকরাম হোসেন।
আগামী ৭২ ঘণ্টার মধ্যে জেলা কমিটি বাতিল না করলে পুনরায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করা হবে বলে ঘোষণা দেন নেতারা। অবরোধ প্রত্যাহার হওয়ার পর পুলিশ মহাসড়কের গাছের গুড়ি ও ইট-পাটকেল সরিয়ে নিলে যানচলাচল স্বাভাবিক হয়।
উল্লেখ্য, গত ২০ ফেব্রুয়ারি ওমর ফারুককে আহ্বায়ক ও নাহিদ মনিরকে সদস্য সচিব করে ৪২১ সদস্যের মানিকগঞ্জ জেলা কমিটি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি। কমিটির ২০ জনকে বিতর্কিত দাবি করে এবং আন্দোলনে আহতদের বাদ দেওয়াসহ নানা অভিযোগে জেলা কমিটি থেকে আড়াই শতাধিক সদস্য পদত্যাগ করেছেন বলে দাবি করা হয়।
.উৎস: Samakal
কীওয়ার্ড: সড়ক অবর ধ পদত য গ র দ ব
এছাড়াও পড়ুন:
চুয়াডাঙ্গায় তাপমাত্রার পারদ উঠল ৩৯.৮ ডিগ্রিতে
চুয়াডাঙ্গায় একদিনের ব্যবধানে তাপমাত্রার পারদ উঠেছে ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। শুক্রবারের তুলনায় বৃহস্পতিবার তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি কম থাকায় জনমনে জনমনে স্বস্তি ছিল। আবহাওয়ার পূর্বাভাসেও তাপমাত্রা বৃদ্ধির কথা বলা হয়েছিল।
আজ শুক্রবার বিকেল তিনটায় চুয়াডাঙ্গার আবহাওয়া পর্যবেক্ষণাগার জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে ৩৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসের আর্দ্রতা ছিল ১৮ শতাংশ। বৃহস্পতিবার একই সময়ে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। একদিনের ব্যবধানে আজ তাপমাত্রা বেড়েছে ২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রাকিবুল হাসান জানান, সকাল থেকে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া ও বাতাসের আর্দ্রতা কমে যাওয়ায় তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। এছাড়া আকাশে মেঘ না থাকায় সূর্যের তাপ সরাসরি ভূপৃষ্ঠে এসে পড়ে, তাপমাত্রা বেড়ে যায়। আগামী কয়েকদিন বৃষ্টির কোনও সম্ভবনা না থাকায় তাপমাত্রা আরও বাড়তে পারে।
চুয়াডাঙ্গায় হঠাৎ তাপমাত্রা বেড়ে যাওয়ায় রোজাদার ব্যক্তিদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এছাড়া তাপপ্রবাহ বৃদ্ধি পাওয়ার কারণে প্রয়োজন ছাড়া অনেকেই বাইরে বের হননি। ঈদ উপলক্ষ্যে শপিং কমপ্লেক্সগুলোও দিনের বেলায় ছিল ফাঁকা। সড়কে ব্যাটারিচালিত ইজিবাইক, ভ্যানের উপস্থিতি কম লক্ষ্য করা গেছে।
আলমডাঙ্গা পৌরশহরের ব্যাটারিচালিত পাখিভ্যান চালক আব্দুর রহিম সমকালকে বলেন, সংসারের চাপের কারণে ব্যাটারিচালিত পাখিভ্যান নিয়ে বের হতে হয়েছে তাকে। রোজা রেখে গাড়ি চালাতে কষ্ট হচ্ছে। সামনে ঈদ। বাড়িতে ছোট ছোট ছেলে মেয়ে রয়েছে। গরমের কারণে যাত্রীও কম। তাদের পোশাক কিনতে হিমশিম খেতে হবে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত মৃদু তাপপ্রবাহ, ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত মাঝারি তাপপ্রবাহ, ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তীব্র তাপপ্রবাহ এবং ৪২ ডিগ্রি সেলসিয়াসের ওপরে তাপমাত্রা রেকর্ড করা হলে তাকে অতি তীব্র তাপপ্রবাহ বলা হয়ে থাকে।