জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান, সংগীতশিল্পী নকীব খানসহ আটজন এবারের চট্টগ্রাম সিটি করপোরেশনের মহান একুশে স্মারক সম্মাননা পদক পাচ্ছেন। পাশাপাশি সিটি করপোরেশনের সাহিত্য পুরস্কার পাচ্ছেন ছয়জন।

আজ সোমবার চট্টগ্রাম সিটি করপোরেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে পদক পাওয়া ব্যক্তিদের নাম জানানো হয়। আগামী বুধবার সিটি করপোরেশন আয়োজিত অমর একুশে বইমেলার অনুষ্ঠানে তাঁদের পদক দেওয়া হবে।

এবার ভাষা আন্দোলনে বদিউল আলম চৌধুরী (মরণোত্তর), সমাজসেবা ও গবেষণায় অধ্যাপক সুকোমল বড়ুয়া, চিকিৎসাবিজ্ঞানে অধ্যাপক ইমরান বিন ইউনুস, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা আন্দোলনে বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদ চৌধুরী, সমাজসেবায় কামরুন মালেক, সংগীতে নকীব খান, সাংবাদিকতায় জাহেদুল করিম ও ক্রীড়ায় তামিম ইকবাল খান সম্মাননা পদক পাচ্ছেন।

এ ছাড়া সাহিত্য পুরস্কার পাচ্ছেন কথাসাহিত্যে অধ্যাপক আসহাব উদ্দিন চৌধুরী (মরণোত্তর), প্রবন্ধ ও গবেষণায় অধ্যাপক সলিমুল্লাহ খান, শিশুসাহিত্যে মিজানুর রহমান শামীম, শিশু–চিকিৎসা সাহিত্যে অধ্যাপক প্রণব কুমার চৌধুরী, কবিতায় জিললুর রহমান ও অনুবাদে ফারজানা রহমান শিমু।

সিটি করপোরেশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার বিকেল চারটায় চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম–সংলগ্ন জিমনেসিয়াম মাঠে চলমান অমর একুশে বইমেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একুশে সম্মাননা পদক প্রদান করা হবে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: পদক প

এছাড়াও পড়ুন:

পুলিশ পরিদর্শক মামুন হত্যায় দুবাইয়ের সোনা ব্যবসায়ী আরাভসহ আটজনের যাবজ্জীবন

পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক মামুন এমরান খান হত্যা মামলায় আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

ঢাকার মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন আজ বৃহস্পতিবার এ রায় দেন। প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন এই আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) আজিজুল হক দিদার।

যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া আসামিরা হলেন রবিউল ইসলাম ওরফে আরাভ খান, রবিউলের স্ত্রী সুরাইয়া, রহমত উল্লাহ (৩৫), স্বপন সরকার (৩৯), দিদার পাঠান (২১), মিজান শেখ (২১), আতিক হাসান (২১) ও সারোয়ার হোসেন (২৩)।

রবিউল ইসলাম ওরফে আরাভ খান

সম্পর্কিত নিবন্ধ

  • পুলিশ পরিদর্শক মামুন হত্যায় দুবাইয়ের সোনা ব্যবসায়ী আরাভসহ আটজনের যাবজ্জীবন