শহীদজায়া সারা আরা মাহমুদ রাজধানীর বনানী কবরস্থানে মায়ের কবরে চিরনিদ্রায় শায়িত হয়েছেন। তিনি ছিলেন ভাষা আন্দোলনের অমর সংগীত ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’র সুরস্রষ্টা ও মহান মুক্তিযুদ্ধের ক্র্যাক প্লাটুনের বীর মুক্তিযোদ্ধা শহীদ আলতাফ মাহমুদের স্ত্রী।

গতকাল রোববার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ইস্কাটনের বাসভবনে সারা আরা মারা যান। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। আজ সোমবার দুপুরে জোহরের নামাজের পর নিউ ইস্কাটনে নিজ বাসভবন প্রাঙ্গণে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় তাঁর আত্মীয়স্বজন, শুভানুধ্যায়ী ও মুক্তিযুদ্ধে শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এরপর তাঁকে বনানী কবরস্থানে মায়ের কবরে দাফন করা হয়।

সারা আরা মাহমুদ একমাত্র কন্যা শাওন মাহমুদ, জামাতা সাঈদ হাসান, তিন ভাই, দুই বোনসহ অনেক আত্মীয় ও সুহৃদ রেখে গেছেন।

সারা আরা মাহমুদ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের সাবেক পরিচালক ছিলেন। হানাদার পাকিস্তানি বাহিনী ১৯৭১ সালের ৩০ আগস্ট সংগীতজ্ঞ আলতাফ মাহমুদকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। পরে তিনি আর ফিরে আসেননি।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

যুবদল নেতার বাড়িতে যৌথ বাহিনীর অভিযান, পিস্তল উদ্ধার

ফেনীর সোনাগাজীতে স্থানীয় এক যুবদল নেতার বাড়িতে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। পরে ওই যুবদল নেতার পারিবারিক কবরস্থান থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে যৌথ বাহিনীর এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযুক্ত যুবদল নেতার নাম সাঈদ হোসেন ওরফে আইভি। তিনি সোনাগাজী উপজেলা যুবদলের সদস্য ও সদর ইউনিয়ন যুবদলের সাবেক সহসভাপতি। অভিযানে তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বায়েজিদ আকন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সূত্রে সাঈদ হোসেনের কাছে অবৈধ অস্ত্র রয়েছে, এমন খবর পেয়ে অভিযান চালানো হয়। অভিযানের সময় তিনি ঘরে ছিলেন না। পরে তাঁর পারিবারিক কবরস্থান থেকে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তলটি উদ্ধার হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশের সূত্রে জানা গেছে, গত ২২ ফেব্রুয়ারি সোনাগাজীর চর খন্দকার এলাকায় কৃষিজমির মাটি কাটার জন্য এক্সকাভেটর সরবরাহ নিয়ে যুবদলের দুই পক্ষের সংঘর্ষ হয়। এ সময় আহত হন অন্তত ১৫ জন। সংঘর্ষের সময় সাঈদ হোসেন, তাঁর সঙ্গীদের অস্ত্রসহ প্রকাশ্যে মহড়া দিতে দেখা যায়।

এদিকে গতকাল উপজেলার চরগোপালগাঁও এলাকায় যৌথ বাহিনী পৃথক অভিযানে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, দুটি গুলিসহ ইব্রাহিম খলিল নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ইব্রাহিম খলিল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে যুক্ত। তাঁর বিরুদ্ধে একটি মাদকের মামলা রয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় নতুন করে মামলা হবে বলে জানিয়েছে পুলিশ।

সম্পর্কিত নিবন্ধ

  • বরিশাল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট থেকে অধ্যাপক মুহসিনকে অব্যাহতি, শিক্ষার্থীদের প্রতিবাদ
  • যুবদল নেতার বাড়িতে যৌথ বাহিনীর অভিযান, পিস্তল উদ্ধার