১২ মহাসড়ক ও সেতুর নাম পরিবর্তন
Published: 24th, February 2025 GMT
সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতাধীন ১২টি মহাসড়ক ও সেতুর নাম পরিবর্তন করেছে অন্তর্বর্তী সরকার। এগুলোর মধ্যে ৪টি মহাসড়ক, ৮টি সেতু।
নাম পরিবর্তনের বিষয়ে আজ সোমবার প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
মহাসড়কমুন্সিগঞ্জ সড়ক বিভাগের ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ে’-এর নাম পরিবর্তন করা হয়েছে। নতুন নাম ‘ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে’।
সিলেট সড়ক বিভাগের ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়ক’-এর নাম বদল করা হয়েছে। নতুন নাম ‘সিলেট জেলার বিমানবন্দর বাইপাস ইন্টারসেকশন-লালবাগ-সালুটিকর-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ জাতীয় মহাসড়ক’।
মাদারীপুর সড়ক বিভাগের ‘শেখ হাসিনা মহাসড়ক’-এর নাম পরিবর্তন করা হয়েছে। নতুন নাম ‘কাজীরটেক ব্রিজ-শরীয়তপুর মহাসড়ক’।
চট্টগ্রাম সড়ক বিভাগের ‘শেখ হাসিনা সরণি’-এর নাম বদল করা হয়েছে। নতুন নাম ‘বড়তাকিয়া (আবুতোরাব)-মিরসরাই অর্থনৈতিক অঞ্চল সংযোগ সড়ক’।
সেতুরংপুরের করতোয়া নদীর ওপর নির্মিত ‘ওয়াজেদ মিয়া সেতু’-এর নাম পরিবর্তন করা হয়েছে। নতুন নাম ‘কাঁচদহ সেতু’।
পটুয়াখালীর আন্দারমানিক নদীর ওপর নির্মিত ‘শেখ কামাল সেতু’-এর নাম বদল করা হয়েছে। নতুন নাম ‘আন্দারমানিক সেতু’।
পটুয়াখালীর সোনাতলা নদীর ওপর নির্মিত ‘শেখ জামাল সেতু’-এর নাম পরিবর্তন করা হয়েছে। নতুন নাম ‘সোনাতলা সেতু’।
পটুয়াখালীর খাপড়াভাঙ্গা নদীর ওপর নির্মিত ‘শেখ রাসেল সেতু’-এর নাম বদল করা হয়েছে। নতুন নাম ‘খাপড়াভাঙ্গা সেতু’।
পিরোজপুরের বলেশ্বর নদের ওপর নির্মিত ‘শহীদ শেখ ফজলুল হক মনি সেতু’-এর নাম পরিবর্তন করা হয়েছে। নতুন নাম ‘ইন্দুরকানি সেতু’।
পিরোজপুরের কচা নদীর ওপর নির্মিত ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু’-এর নাম বদল করা হয়েছে। নতুন নাম ‘বেকুটিয়া সেতু’।
বরিশালের ‘শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতু’-এর নাম পরিবর্তন করা হয়েছে। নতুন নাম ‘দপদপিয়া সেতু’।
নারায়ণগঞ্জের ‘সুলতানা কামাল সেতু’-এর নাম বদলে ‘ডেমরা সেতু’ করা হয়েছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: সড়ক ব ভ গ র
এছাড়াও পড়ুন:
এসএসসি পরীক্ষা খারাপ হওয়ায়..
কুড়িগ্রামের ফুলবাড়ীতে রোমানা আফরোজ রিয়া (১৬) নামে একজন এসএসসি পরীক্ষার্থী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। পরীক্ষা খারাপ হওয়ায় সে এ কাণ্ড ঘটিয়েছে বলে জানিয়েছে পরিবার।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭ টায় ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের কলেজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
রোমানা আফরোজ রিয়া উপজেলার কাশিপুর ইউনিয়নের কলেজ মোড় এলাকার আব্দুল রব এর মেয়ে ও গংগাহাট এমএস উচ্চ বিদ্যালয় থেকে এবারে এসএসসি পরীক্ষা দিচ্ছিল।
রিয়া’র পরিবার জানায়, বৃহস্পতিবার এসএসসি ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষায় ভালো না হওয়ায় রিয়ার মন খারাপ ছিল। পরীক্ষা দিয়ে বাড়িতে সারাক্ষণ মন খারাপ অবস্থায় ঘরের রুমে ছিল। এক পর্যায়ে পরিবারের অজান্তে রুমের দরজা বন্ধ করে আঁড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে তার মা মেয়েকে ডাকতে গেলে দরজা বন্ধ পায়। পরে মেয়েকে আবারো ডাকলে কোন সাড়াশব্দ না পাওয়ায় ঘরের দরজা ধাক্কা দিয়ে রুমে ঢুকে দেখতে পান মেয়ের নিথর দেহ ঝুলছে।
খবর পেয়ে রাত সাড়ে ৮ টার দিকে ফুলবাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
এবিষয়ে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা/বাদশাহ/টিপু