ভালো শুরু করেও বেশিক্ষণ টিকতে পারেননি ওপেনার তানজিদ তামিম। কিউই স্পিনার ব্রেসওয়েলকে শট খেলতে গিয়ে ক্যাচ দেন তিনি। ওই ব্রেসওয়েলের বলে ফিরেছেন তাওহীদ হৃদয় ও মুশফিকুর রহিম। তার আগে সাজঘরে ফেরেন মেহেদী মিরাজ। 

বাংলাদেশ ২৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ১০৭ রানে ব্যাট করছে। ক্রিজে থাকা ওপেনার নাজমুল শান্ত ৫০ রান করেছেন। তার সঙ্গী মাহমুদউল্লাহ।

ধুঁকে ধুঁকে আউট হৃদয়, ব্যর্থ মুশফিক: ভারতের বিপক্ষে সেঞ্চুরি করা তাওহীদ হৃদয় নিউজিল্যান্ডের বিপক্ষে চূড়ান্ত ব্যর্থ হয়েছেন। ২৪ বল খেলে ৭ রান করে ফিরেছেন তিনি। দলের রান তখন ৯৭। পরেই আউট হন মুশফিক (২)।

তানজিদ-মিরাজ ব্যর্থ: বাঁ-হাতি ওপেনার তানজিদ তামিম দারুণ শুরু করেও ২৪ বলে ২৪ রান করে ফিরে যান। তিনি দুটি ছয় ও একটি চার মারেন। মিরাজ ১৩ রান করে ফিরেছেন। এক ছক্কা ও এক চার মারা ব্যাটারকে নির্ভারই মনে হচ্ছিল। 

একাদশে দুই পরিবর্তন: বাংলাদেশ একাদশে দুটি পরিবর্তন এনেছে। সৌম্য সরকারের জায়গায় দলে ঢুকেছেন মাহমুদউল্লাহ। পেসার তানজিম হাসানের বদলে ঢুকেছেন নাহিদ রানা। নিউজিল্যান্ড দলেও দুটি পরিবর্তন এসেছে। নাথান স্মিথের জায়গায় এসেছেন কাইল জেমিসন। অসুস্থ ড্যারেল মিচেলের পরিবর্তে খেলছেন রাচিন রবীন্দ্র।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, নাজমুল হোসেন (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, জাকের আলী, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও মোস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড একাদশ: উইল ইয়াং, ডেভন কনওয়ে, কেইন উইলিয়ামসন, রাচিন রবীন্দ্র, টম ল্যাথাম, গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), কাইল জেমিসন, ম্যাট হেনরি ও উইল ও’রুর্ক।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: র ন কর

এছাড়াও পড়ুন:

সরকারের ওপর জঙ্গি-ভূত ভর করেছে: সোহেল

‘জঙ্গি-ভূত’ অন্তর্বর্তী সরকারের ওপর ভর করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল। তিনি সরকারের উদ্দেশে বলেনে, ‘‘আপনাদের কর্মকাণ্ড দেখে মনে হয়, জঙ্গি-ভূত আপনাদের ওপর ভর করেছে। রগকাটারা আপনাদের ওপর ভর করেছে। সুতরাং ভোট নিয়ে টালবাহানা এই দেশের জনগণ সহ্য করবে না।’’

তিনি আরো বলেন, ‘‘নির্বাচন নিয়ে টালবাহানা করবেন না। কোটি কোটি তরুণ ভোটার এখনো ভোট দিতে পারে নাই। অতি দ্রুত নির্বাচন দিন, নচেৎ কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবো।’’

দ্রব্যমূল্যের উর্ধ্বগতিরোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, পতিত স্বৈরাচারের দোসরদের বিচার ও দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে কেন্দ্রীয় বিএনপির ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির উদ্যোগে রাঙামাটিতে এ জনসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন হাবিব-উন-নবী খান সোহেল।

আরো পড়ুন:

তর্ক-বিতর্কে যেন স্বৈরাচার সুযোগ পেয়ে না যায়: তারেক রহমান

নোয়াখালীতে অস্ত্রসহ বিএনপি নেতা গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উদ্দেশে হাবিব-উন-নবী খান সোহেল বলেন, ‘‘অনেক ছাত্র ভাই মনে করেন, সব তারাই করেছেন। আসলে বয়স কমতো তাই বোঝে না। ১৫ দিনে তারা সব করে ফেলেছে মনে করে। তারা তো এসেই গরম ভাত পেয়েছে কিন্তু ভাত তৈরি করতে যে কত কষ্ট; চারা রোপণ থেকে শুরু, আরো কত কী করতে হয়, তাতো তারা বোঝে না। বিগত ১৬ বছর তিল তিল কষ্ট করে যে আন্দোলন বিএনপি তৈরি করেছিল, সেই আন্দোলনের ওপর ভর করেই ছাত্ররা আন্দোলন করেছে।’’  

দীর্ঘ ১৯ বছর পর রাঙামাটিতে সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে শহীদ আবদুস শুক্কুর স্টেডিয়ামে বিএনপির জনসভা অনুষ্ঠিত হয়। ২০০৬ সালে ১২ ফেব্রুয়ারি রাঙামাটি স্টেডিয়ামে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপস্থিতিতে সর্বশেষ জনসভা অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মাহাবুবের রহমান শামীম, কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) হারুনুর রশীদ, কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, কেন্দ্রীয় বিএনপির ধর্ম বিষয়ক সহ-সম্পাদক দীপেন দেওয়ান, কেন্দ্রীয় বিএনপির উপজাতি বিষয়ক সহ-সম্পাদক লে. কর্নেল (অব.) মনীষ দেওয়ান, সাবেক সংসদ সদস্য মনি স্বপন দেওয়ান প্রমুখ।

ঢাকা/শংকর/বকুল

সম্পর্কিত নিবন্ধ