সাড়ে ৫ ঘণ্টা পর উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল শুরু
Published: 24th, February 2025 GMT
প্রশাসনের আশ্বাসে সাড়ে ৫ ঘণ্টা পর বিকেল ৩টায় গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি নামকরণের দাবিতে শিক্ষার্থীদের রেলপথ অবরোধ কর্মসূচি প্রত্যাহার হয়েছে। এতে সাড়ে ৫ ঘণ্টা পর উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল শুরু হয়েছে।
এর আগে সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে কালিয়াকৈরে হাইটেক পার্ক রেলস্টেশনে ট্রেন চলাচল বন্ধ করে রাখেন আন্দোলনকারীরা। দুপুরে খবর পেয়ে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদের নেতৃত্বে যৌথবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেন। আগামী ১৮ মার্চের মধ্যে শিক্ষার্থীদের দাবি বাংলাদেশ ডিজিটাল বিশ্ববিদ্যালয় নামকরণের বিষয়টি বাস্তবায়িত হবে-এমন আশ্বাসে শিক্ষার্থীরা আন্দোলন প্রত্যাহার করেন।
আরো পড়ুন:
গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের দাবিতে রেললাইন অবরোধ
ঢাকার পথে কুয়েট শিক্ষার্থীরা
কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার আহম্মেদ বলেন, “শিক্ষার্থীরা তাদের নাম পরিবর্তনের জন্য আন্দোলন করছিলেন। কর্মকতাদের সঙ্গে কথা বলে তাদের আশ্বাস দেওয়া হয়েছে। পরে তারা অবরোধ তুলে নিয়েছেন। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”
গাজীপুর/রেজাউল/সাইফ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
চবির ৬ স্থাপনার নাম পরিবর্তন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শেখ পরিবারের নামে থাকা তিনটি হলসহ ছয়টি স্থাপনার নাম পরিবর্তন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ৫৫৯তম সিন্ডিকেট সভায় এ সিন্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিষয়টি জানাজানি হয়।
স্থাপনাগুলোর নতুন নাম- শহীদ ফরহাদ হোসেন হল (পূর্বনাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল), বিজয় ২৪ (পূর্বনাম শেখ হাসিনা হল), শহীদ হৃদয় তরুয়া ভবন (পূর্বনাম আবু ইউসুফ ভবন), নবাব ফয়জুন্নেছা হল (পূর্বনাম শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল), জুলাই বিপ্লব উদ্যান (পূর্বনাম বঙ্গবন্ধু উদ্যান) এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জিমনেসিয়াম (পূর্বনাম শেখ কামাল জিমনেসিয়াম)।
বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম বলেন, “স্বৈরাচার শেখ হাসিনা একচেটিয়া দলীয় ও পরিবারকরণ করে দেশের বিভিন্ন স্থাপনার নামকরণ করেছিল। গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনা পালিয়ে গেছে। ফ্যাসিবাদী চিহ্ন তার বা তার পরিবারের নামে কোন স্থাপনার নামকরণ বহাল রাখা ছাত্র-জনতার কাছে যৌক্তিক মনে হয়নি। এজন্য শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে এসব নাম পরিবর্তন করা হয়েছে।”
ঢাকা/মিজান/মেহেদী