চালু হলো সাশ্রয়ী মূল্যের ‘রমজানের বাজার’
Published: 24th, February 2025 GMT
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের কষ্ট লাঘবের লক্ষ্যে পটুয়াখালীতে চালু করা হয়েছে সাশ্রয়ী মূল্যের ‘রমজানের বাজার’। পটুয়াখালীবাসী নামের স্বেচ্ছাসেবী সংগঠন এ মহতী উদ্যোগ নিয়েছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টায় পটুয়াখালী শহরের শহীদ আলাউদ্দিন শিশু পার্ক মাঠে এ বাজারের উদ্বোধন করেন সংগঠনটির সদস্যরা। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন। এ ছাড়া পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফফাত আরা জামান উর্মিসহ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ বাজারে রমজানের প্রয়োজনীয় পণ্যসামগ্রী বাজারমূল্যের তুলনায় কম দামে বিক্রি করা হচ্ছে। এখানে ছোলা, মসুর ডাল, তেল, মুড়ি, চিনি, চিড়া, খেজুরসহ বিভিন্ন জরুরি খাদ্যসামগ্রী সাশ্রয়ী মূল্যে পাওয়া যাচ্ছে।
আরো পড়ুন:
আমদানি বেশি, রমজানে কম দামে মিলবে ছোলা-খেজুর
ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত
সরেজমিন রমজানের বাজার ঘুরে দেখা যায়, বাজারে যেখানে ছোলার দাম ১২০ থেকে ১৩০ টাকা, সেখানে রমজানের বাজারে বিক্রি হচ্ছে ১০০ টাকায়। ১১০ থেকে ১২০ টাকার মসুর ডাল বিক্রি হচ্ছে ৯০ টাকায়; ১১০ থেকে ১২০ টাকার মুড়ি ৮০ টাকায়; ২৩০ থেকে ২৫০ টাকার খেঁজুর ১৭০ টাকায়; ১২০ থেকে ১৩০ টাকার চিনি ১১৫ টাকায়; ৭০ থেকে ৮০ টাকার চিড়া ৬০ টাকায়; ৪০ টাকা থেকে ৪৫ টাকার লবণ ৩৫ টাকায় এবং বাজারে প্রতি লিটারে তেলের যে দামে বিক্রি হয় তার চেয়ে ১০ থেকে ১৫ টাকা কম দামে বিক্রি হচ্ছে রমজানের বাজারে। সাশ্রয়ী মূল্যে পণ্য কিনতে পেরে উচ্ছসিত নিম্ন ও মধ্যবিত্ত ক্রেতারা।
রমজানের বাজারে আসা ক্রেতা মনিরা বেগম বলেন, ‘‘বাজারে বর্তমানে সব দ্রব্যের দাম অনেক বেশি। এখানে এসে দেখলাম বাজারে বিক্রি হওয়া সব পণ্যের দামের চেয়ে ২০ থেকে ২৫ টাকা কম। তাই ছোলাবুট ও মুড়িসহ বেশ কিছু পণ্য এখান থেকে ক্রয় করেছি। কম দামে প্রয়োজনীয় সবকিছু পাওয়ায় আমরা মধ্যবিত্তরা অনেক উপকৃত হচ্ছি।’’
পটুয়াখালীবাসী সংগঠনের সভাপতি মাহমুদ হাসান রায়হান বলেন, ‘‘পটুয়াখালীবাসীর পক্ষ থেকে এ বাজারের আয়োজন করেছি, যাতে সাধারণ মানুষ রমজান মাসে সাশ্রয়ী দামে তাদের প্রয়োজনীয় পণ্য কিনতে পারেন। আমাদের লক্ষ্য হচ্ছে, মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়ানো। পুরো রমজান মাসজুড়ে আমাদের এ বাজার চালু থাকবে।’’
পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন বলেন, এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং এটি বিশেষভাবে প্রান্তিক মানুষের জন্য উপকারী। জেলা প্রশাসন পটুয়াখালীবাসী সংগঠনকে সকল ধরনের সহযোগিতা করবে।
পটুয়াখালীবাসী সংগঠনটি এর আগেও প্রান্তিক কৃষকদের কাছ থেকে সবজি কিনে পাইকারি দামে বাজারে বিক্রি করেছে। এছাড়া এ সংগঠনটি দীর্ঘদিন ধরে অসহায় হতদরিদ্র মানুষকে সহযোগিতা করে আসছে।
ঢাকা/ইমরান/বকুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর রমজ ন রমজ ন র ব জ র কম দ ম
এছাড়াও পড়ুন:
আন্তর্জাতিক ই-স্পোর্টস ইভেন্টে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে ভেনম ইস্পোর্টস
অনার অব কিংস (এইচওকে) মেজর ইস্ট লীগ স্প্রিং ২০২৫ প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করবে বাংলাদেশের শীর্ষস্থানীয় ই-স্পোর্টস সংগঠন ভেনম ই-স্পোর্টস।
আগামী ১৭ এপ্রিল থেকে ৪ মে মালয়েশিয়ায় অনুষ্ঠিত হবে মেজর ইস্ট লীগ স্প্রিং ২০২৫ প্রতিযোগিতাটি, এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ইতোপূর্বে, ভেনম ই-স্পোর্টসের অনার অব কিংস (এইচওকে) দল ভেনম আনলীশ সোর্ড (ভেনম ইউএস) অনার অফ কিংস ওপেন (এইচওকে) সিরিজ স্প্লিট ৩ - সাউথ এশিয়া ক্যাটাগরি থেকে অনার অফ কিংস (এইচওকে) মেজর ইস্ট লীগে স্থান করে নিয়েছে। অনার অফ কিংস (এইচওকে) ওপেন সিরিজ স্প্লিট ৩ গত ১৫ ফেব্রুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়।
অনার অব কিংস (এইচওকে) মেজর ইস্ট লীগ স্প্রিং ২০২৫ প্রতিযোগিতায় বাংলাদেশ ছাড়াও অংশগ্রহণ করবে মিশর, জাপান, চীন, ইরাক, ফিলিপাইন ও দক্ষিণ কোরিয়া।
এ প্রতিযোগিতায় ভেনম আনলীশ সোর্ড দল শীর্ষ আন্তর্জাতিক দল নংশিম রেডফোর্স, জেন.জি ইস্পোর্টস, ক্রেজি রেকুন, আর৮ ইস্পোর্টস, স্কারজ, এবং দ্য ভিসিয়াস ই-স্পোর্টসের বিরুদ্ধে লড়াই করবে।
নিজেদের দক্ষতা প্রমাণ করতে ভেনম আনলীশ সোর্ড দলে খেলোয়াড় হিসেবে রয়েছেন তাহমিদ জাকী আনকান, নাফিস আহমেদ রাফি, আসহীর জাকী আন্তার, শরজিল শাহরিয়ার মাহিন, কাহান চাকমা এবং কামরুল হাসান রাকিব।
অনার অব কিংস (এইচওকে) মেজর ইস্ট লীগ স্প্রিং ২০২৫ প্রতিযোগিতাটি এইচওকে গ্লোবাল ই-স্পোর্টস এর অফিসিয়াল ইউটিউব, ফেসবুক, টিকটক এবং টুইচ চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে।
ভেনম ইস্পোর্টস সংগঠনটি ইতোমধ্যে এরিনা অব ভেলর (এওভি) বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ, মোবাইল লিজেন্ডস: বাং বাং (এমএলবিবি) বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ এবং এমএলবিবি সাউথ এশিয়ান রিজিওনাল চ্যাম্পিয়নশিপ শিরোপা ছিনিয়ে এনেছে।
সংগঠনটির পরিচালনায় রয়েছেন শাহরিয়ার চৌধুরী, নাঈম ইসলাম খান, আশরাফুল ইসলাম, তানভীর হোসেন মাহি, আবদুল্লাহ আল নোমান এবং মেহেদী মির্জা।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের গেমিং ভক্তরা ভেনম ইস্পোর্টসের সাফল্যের জন্য উন্মুখ হয়ে আছেন।