বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর খিলগাঁও থানার হত্যা মামলায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমুকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।

সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালত শুনানি শেষে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

এদিন মামলার শুনানি চলাকালে তাকে কাঠগড়ায় বসার জন্য চেয়ার দেওয়া হয়। পরে তিনি এই চেয়ারে বসে ২০ মিনিট শুনানি শোনেন। 

শুনানি শেষে তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত। এরপর অন্য আসামিদের শুনানি চলাকালে ১০টা ৪০ মিনিটে কাঠগড়ায় বসার জন্য আওয়ামী লীগের এই সিনিয়র নেতাকে চেয়ার দেওয়া হয়। এরপর তিনি ১১টা পর্যন্ত কাঠগড়ায় চেয়ারে বসে অন্যদের শুনানি শোনেন। এসময় সাবেক মেয়র আতিকুল ইসলামকে তার খোঁজ খবর নিতে দেখা যায়।

মামলার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই খিলগাঁওয়ের বনশ্রী এলাকায় গুলিবিদ্ধ হন মিজানুর রহমান। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় গত সেপ্টেম্বরে তার বাবা কামাল হোসেন খিলগাঁও থানায় হত্যা মামলা করেন।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: আম র হ স ন আম আওয ম ল গ

এছাড়াও পড়ুন:

বিয়ের বাড়িতে গান বাজানোর জেরে বাসর ঘর ভাঙচুর

নাটোরে বিয়ে বাড়িতে উচ্চ শব্দে গান বাজানোকে কেন্দ্র করে বসতঘর ভাঙচুর করা হয়েছে। এসময় বাসর ঘর থেকে বাইরে এনে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে । 

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে জেলার বাগাতিপাড়ার জয়ন্তীপুর গ্রামের মিন্টু আলী শাহের বাড়িতে ঘটনাটি ঘটে।

শুক্রবার সকালে মিন্টু আলী শাহের ছেলে আরাফাত শাহের (২১) সঙ্গে পাশ্ববর্তী লালপুর উপজেলার ওয়ালিয়া ছোটময়না গ্রামের আব্দুল মজিদের মেয়ের বিয়ে হয়। 

আরো পড়ুন:

কুয়েট শিক্ষার্থীদের ওপর হামলা: বিএনপি ও যুবদলের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বোমা’ হামলায় বিএনপি নেতা আহত

এলাকাবাসী জানান, বিয়ে উপলক্ষে গত দুইদিন ধরে সাউন্ড বক্সে উচ্চ শব্দে গান বাজিয়ে নাচানাচি করছিলেন আগত অতিথিরা। প্রথমদিন গ্রামের আব্দুল আওয়াল শাহ গিয়ে বরের বাবাকে উচ্চ শব্দে গান বাজাতে নিষেধ করেন। এরপর বরের বাবা সাউন্ড কমিয়ে দেন। দ্বিতীয় দিন রাতে আবারো উচ্চ শব্দে গান বাজাতে শুরু করলে আব্দুল আওয়াল শাহ ও তার ছেলেসহ স্থানীয় তিনজন বিয়ে বাড়িতে গিয়ে বরকে বাসর ঘর থেকে বের করে দিয়ে বাসর ঘর ভাঙচুর করে। 

বরের বাবা মিন্টু আলী শাহ বলেন, ‍“হঠাৎ করে অভিযুক্ত ব্যক্তিরা বাড়িতে ঢুকে বরকে বাসর ঘর থেকে টেনে বাইরে নিয়ে গিয়ে মারধর করে। এরপর তারা ঘরে থাকা খাটসহ আসবাবপত্র ভাঙচুর করে।”

অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত আব্দুল আওয়াল শাহ। তিনি বলেন, “কয়েকদিন ধরে উচ্চস্বরে গান বাজিয়ে এলাকার কাউকে ঘুমাতে দিচ্ছিল না বিয়ে বাড়ির লোকজন। আমরা তাদের গান বাজাতে মানা করেছি।”

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর আলম বলেন, “ঘটনাটি স্থানীয়ভাবে মীমাংসা করে দেওয়া হবে।”

বাগাতিপাড়া থানার ওসি রফিকুল ইসলাম জানান, “এমন একটি ঘটনার কথা শুনেছি । থানায় এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেব।”

ঢাকা/আরিফুল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • কুয়েট হামলায় সরকার কি দায় এড়াতে পারবে
  • কাঠগড়ায় দাঁড়িয়ে থাকতে পারছিলেন না আমু
  • পঞ্চকবিকে নিয়ে ‘পঞ্চদ্যুতি’
  • পাবিপ্রবিতে আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে উত্তেজনা, খেলা স্থগিত
  • নিজ বাড়িতে গুলিবিদ্ধ অভিনেতা হাসপাতালে ভর্তি
  • প্রীতমের অফিস থেকে ৪০ লাখ রুপি চুরি করে চম্পট, অবশেষে পুলিশের জালে আশিষ
  • নিজ বাড়িতে গুলিবিদ্ধ অভিনেতা আজাদ, আহত মা ও স্ত্রী
  • গাজীপুরে নেতাকর্মীদের শুভেচ্ছা পেলেন লুৎফুজ্জামান বাবর 
  • বিয়ের বাড়িতে গান বাজানোর জেরে বাসর ঘর ভাঙচুর