কিশোরগঞ্জে মুঠোফোনে কথা বলতে বলতে রেললাইনে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে মারা গেছেন এক ব্যক্তি। আজ সোমবার সকালে কিশোরগঞ্জ রেলস্টেশন থেকে প্রায় আধা কিলোমিটার দূরে সিদ্ধেশ্বরী কালীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

ওই ব্যক্তির নাম মজিদ আলী বেপারী (৪৭)। তিনি নিকলী উপজেলার ভাটি বরাটিয়া গ্রামের বাসিন্দা আবদুর রহিমের ছেলে।

রেলস্টেশন সূত্র জানায়, সোমবার সকাল সাড়ে ছয়টার দিকে আন্তনগর এগারসিন্দুর প্রভাতি ট্রেনটি কিশোরগঞ্জ স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। এর কয়েক মিনিট পরেই স্টেশন থেকে প্রায় আধা কিলোমিটা দূরে সিদ্ধেশ্বরী কালীবাড়ি এলাকায় এক ব্যক্তি কাটা পড়েন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রেললাইনে হাঁটার সময় মুঠোফোনে কথা বলছিলেন মজিদ আলী। ট্রেনটি কাছাকাছি চলে এলে আশপাশের লোকজন তাঁকে ডাকাডাকি করলেও তিনি শুনতে পাননি। পরে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

কিশোরগঞ্জ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.

লিটন মিয়া নিহতের পরিবারের বরাত দিয়ে বলেন, মজিদ আলী ডায়াবেটিসের রোগী। গতকাল রোববার তিনি শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে এসেছিলেন। আজ সকালে মুঠোফোনে কথা বলতে বলতে রেললাইন দিয়ে হাঁটছিলেন। ঘটনার পর পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা এসেছে। লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ক শ রগঞ জ

এছাড়াও পড়ুন:

ন্যাটোয় ইউক্রেনের সদস্যপদের বিনিময়ে প্রেসিডেন্ট পদ ছাড়তে রাজি জেলেনস্কি

ইউক্রেন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য পদ পেলে দেশটির প্রেসিডেন্ট পদ ছাড়তে আগ্রহী ভলোদিমির জেলেনস্কি। গতকাল রোববার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন তিনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেলেনস্কিকে একজন ‘স্বৈরশাসক’ আখ্যায়িত করার পর তাঁর এমন আগ্রহের কথা সামনে এল।

সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, ‘আপনারা যদি আমাকে এই চেয়ার থেকে সরে যেতে বলেন, তা করতে আমি প্রস্তুত রয়েছি। আর ন্যাটোয় ইউক্রেনের সদস্যপদের বিনিময়েও আমি তা করতে পারি।’ ট্রাম্পের মন্তব্যের প্রসঙ্গে তিনি বলেন, ‘(তাঁর ওই মন্তব্যের কারণে) আমি বিরক্ত হয়নি, তবে একজন স্বৈরাচারী শাসক বিরক্ত হতেন।’

২০১৯ সালে ইউক্রেনের প্রেসিডেন্ট হিসেবে গণতান্ত্রিকভাবে নির্বাচিত হন ভলোদিমির জেলেনস্কি। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার অভিযান শুরুর পর ইউক্রেনে সামরিক শাসন জারি করা হয়। বাতিল করা হয় নির্বাচন। জেলেনস্কি বলেন, বর্তমানে তিনি ইউক্রেনের নিরাপত্তার দিকে নজর দিচ্ছেন। এক দশক ধরে প্রেসিডেন্ট থাকা তাঁর ‘স্বপ্ন’ নয়।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় বসার পর থেকেই ইউক্রেন যুদ্ধ থামাতে বিভিন্ন তৎপরতা শুরু করেছেন ট্রাম্প। সম্প্রতি সৌদি আরবে রাশিয়ার সঙ্গে বৈঠক করেছেন তাঁর প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা। তবে ওই আলোচনায় ইউক্রেনকে যুক্ত করা হয়নি। দেশটির প্রেসিডেন্ট জেলেনস্কিকে নিয়ে বিভিন্ন আক্রমণাত্মক কথা বলেছেন ট্রাম্প।

আরও পড়ুনরাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে দেওয়া অর্থ ফেরত চান ট্রাম্প২২ ফেব্রুয়ারি ২০২৫

এমন পরিস্থিতিতে আজ সোমবার ইউক্রেনের রাজধানী কিয়েভে যাওয়ার কথা রয়েছে ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশের নেতাদের। সেখানে তাঁরা ইউক্রেনকে সমর্থন এবং দেশটির নিরাপত্তার নিশ্চয়তা নিয়ে কথা বলবেন। জেলেনস্কি বলেছেন, ওই আলোচনায় ইউক্রেনের ন্যাটোতে যোগদানের বিষয়টি তোলা হবে। তবে এ আলোচনা কত দূর এগোবে, তা জানেন না তিনি।

ডোনাল্ড ট্রাম্পের বিষয়ে সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, তিনি ট্রাম্পকে ইউক্রেনের একজন অংশীদার হিসেবে দেখতে চান। তিনি চান কিয়েভ ও মস্কোর মধ্যে একজন মধ্যস্থতাকারীর চেয়ে বড় ভূমিকা রাখুক মার্কিন প্রেসিডেন্ট। জেলেনস্কি বলেন, ‘আমি আসলেই চাই, এটা মধ্যস্থতার চেয়ে বেশি কিছু হোক... এট যথেষ্ট নয়।’

আরও পড়ুনশান্তি আলোচনায় ‘কার্ড’ রাশিয়ার হাতে: বিবিসিকে ট্রাম্প২০ ফেব্রুয়ারি ২০২৫

সম্প্রতি ইউক্রেনকে একটি খনিজ চুক্তি করার প্রস্তাব দেন ট্রাম্প। ওই চুক্তি অনুযায়ী ইউক্রেনের বিরল খনিজ সম্পদ যুক্তরাষ্ট্রকে সরবরাহ করবে কিয়েভ। সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে জেলেনস্কি বলেন, ‘এ বিষয়ে আমাদের অগ্রগতি হয়েছে। আমরা (খনিজ সম্পদ) দিতে প্রস্তুত।’ তবে এই চুক্তির আগে রাশিয়া যুদ্ধ থামাবে—যুক্তরাষ্ট্রের কাছে এমন নিশ্চয়তা চান তিনি।

আরও পড়ুনযুক্তরাষ্ট্রের অবস্থান উল্টে দিয়ে ট্রাম্পের মুখে রাশিয়ার প্রতিধ্বনি২১ ফেব্রুয়ারি ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • চট্টগ্রামে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দিলেন আদালত
  • আমাদের একজন ডা. জাফরুল্লাহ্ চৌধুরী ছিলেন!
  • বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে ‘স্বর্ণালংকার ছিনিয়ে’ নেওয়ার ভিডিও ভাইরাল
  • ন্যাটোতে ইউক্রেনের সদস্যপদের বিনিময়ে প্রেসিডেন্ট পদ ছাড়তে রাজি জেলেনস্কি
  • মাহমুদউল্লাহ কি রিজার্ভে
  • ‘পুষ্পা টু’ সিনেমায় আল্লু অর্জুন কেন শাড়ি পরেছিলেন?
  • ‘মেয়েটাকে সবার সামনে ধর্ষণ করে দুজন’
  • ‘ মেয়েটাকে সবার সামনে ধর্ষণ করে দুজন’
  • ন্যাটোয় ইউক্রেনের সদস্যপদের বিনিময়ে প্রেসিডেন্ট পদ ছাড়তে রাজি জেলেনস্কি